PDA

View Full Version : নতুন রূপে সুজুকি মোটরসাইকেল



FXBD
2020-09-07, 05:03 PM
সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া তাদের জনপ্রিয় ১২৫ সিসি স্কুটার বার্গম্যান স্ট্রিটের নতুন মডেল নিয়ে আসতে যাচ্ছে। বৈশ্বিক প্রবণতার দিকে খেয়াল করেই পার্ল সুজুকি মিডিয়াম ব্লু নাম্বার টু নামে এ স্কুটার বাজারে আনা হচ্ছে। এরই মধ্যে বাজারে আগ্রহের কেন্দ্রে আসা স্কুটারটির দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৭৯ হাজার ৭০০ রুপি। যদিও ভারতের বাজারে একাধিক কোম্পানি স্কুটার নিয়ে এসেছে, তবে চারটি রঙ নিয়ে আসা বার্গম্যান গ্রাহকদের মন জয় করতে সক্ষম হবে। বিশেষ করে তরুণদের কাছে জনপ্রিয় হবে এটি, যা মূলত এ গ্রাহকশ্রেণীকে লক্ষ্য করেই নির্মিত হয়েছে।
পাশাপাশি এই নতুন লঞ্চ করা স্কুটারে বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি। সুজুকির ভারতীয় প্রধানের তরফে জানা গেছে বার্গম্যান স্ট্রিট তাদের জনপ্রিয় স্কুটিগুলোর মধ্যে অন্যতম। আর এই নতুন রঙ বাজারে আসায় ক্রেতারা যথেষ্ট আকর্ষিত হবেন। এ স্কুটারের অন্যতম আকর্ষণ তার স্পোর্ট লুক ও আরামদায়কতা, যা গ্রাহকদের আরো বেশি আকর্ষণ করবে। এতে রয়েছে ১২৫ সিসির ইঞ্জিন। সঙ্গে রয়েছে সিঙ্গেল সিলিন্ডারের সুবিধা। এছাড়া রয়েছে ফুয়েল ইনজেকশন টেকনোলজি। এ ইঞ্জিন ৬ হাজার ৭০০ আরপিএমে ৮ দশমিক ৫ ব্রেক হর্স পাওয়ার এবং ৫ হাজার ৫০০ আরপিএমে ১০ ন্যানোমিটার টর্ক জেনারেট করে। এছাড়া স্কুটারের সামনে রয়েছে ডিস্ক ব্রেক, পেছনে রয়েছে হাইড্রোলিক মনোশক সাসপেনশন।
http://forex-bangla.com/customavatars/1076043887.jpg