mahmudfx84
2020-09-08, 12:49 PM
ফরেক্স বিশ্বের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটে যে কেউ কম হোক , বেশী হোক অথবা ইনভেস্ট ছাড়াই ব্যবসা করার সুযোগ পায়। কারো কাছে শুধুমাত্র একটি কম্পিউটার/স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থা থাকলেই পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই ফরেক্স বিজনেস করা যায়। প্রতিযোগীতার এ বিশ্বে অনেক ব্রোকার ১-৫ডলার দিয়েও ট্রেড করার সুযোগ দিচ্ছে। অথচ পৃথিবীতে এমন কোন ব্যবসা দ্বিতীয়টি নেই। এত সহজ আর সুবিধা এবং লাভজনক ব্যবসা মনে করে সবাই হুমড়ি খেয়ে পড়ে , কয়েকদিন পরে ব্যালেন্স জিরো করে বিদায় নেয় বিশেষ করে বাংলাদেশের বেশীর ভাগ ট্রেডাররা। আমার মনে হয় অন্যান্য দেশে এত সমস্যা হয়ত নাও থাকতে পারে । বাংলাদেশে আমরা যারা ট্রেড করি তারা বেশীর ভাগই অর্থনৈতিক ভাবে সমস্যাগ্রস্থ কিন্তু চাহিদা অনেক। এজন্য আমরা কম ইনভেস্ট করে বেশী প্রফিট করতে গিয়েই পুজি হারায়- এতে ব্রোকাররা বেশী লাভবান হয়। ভাল ইনভেস্ট ছাড়া এই ব্যবসা করলে লাভের চেয়ে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশী - ব্যালেন্স বেশী থাকলে লস না হওয়ার সম্ভাবনা অনেক বেশী , একটু চিন্তা করলেই পরিষ্কার বোঝা যায় । সুতরাং আমি বলতে পারি এই ব্যবসা যত সহজই মনে হোক না কেন - ইনভেস্ট বেশী থাকলে লাভজনক ও সহজ ব্যবসা হতে পারে- নচেত নয়। ধন্যবাদ।