Log in

View Full Version : নতুন ট্রেডারদের লিভারেজের অনুপাত কতো ব্যবহার করা উচিৎ?



EmonFX
2020-09-08, 01:31 PM
আমি মনে করি নতুন ট্রেডারদের লিভারেজ অনুপাত ১:৫০ ব্যবহার করা উচিৎ। এতে করে ঝুকি কম থাকে। কেননা নতুন ট্রেডাররা অনেকটাই অনভিজ্ঞ, লস করার সম্ভাবনাও তাই বেশি। বেশি লিভারেজ নিলে লস করে ব্যালেন্স হারিয়ে শুন্য হওয়ার সম্ভাবনা আছে। হতাশ হয়ে ফরেক্স থেকে ঝড়ে পড়ার সম্ভাবনা বেশি। আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারলে পরবর্তীতে লিভারেজ বাড়িয়ে নেয়া যেতে পারে। আপনার মতামত জানতে চাচ্ছি।

jasminbd
2020-09-08, 03:49 PM
লিভারেজের বিষয়টি নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেটেজি এবং ডিপোজিটের উপর। যদি আপনি কম ডিপোজিট নিয়ে ফরেক্স ট্রেডিং করেন তাহলে সেই ক্ষেত্রে লিভারেজ একটু বাড়িয়ে নিতে পারেন। কারন আপনি যদি বেশি লিভারেজ দিয়ে ট্রেড করে তাহলে আপনার মার্কিন কম আসবে এবং আরো বেশি ট্রেড ওপেন করতে পারবেন। আর যদি আপনি বেশি পুঁজি নিয়ে ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে যতকম লিভারেজ নিতে পারেন তত ভাল। অধিক লিভারেজ আবার ক্ষতির কারণ হতে পারে। অনেক বিভিন্ন ব্রোকার ১:১০০০ লিভারেজ দিয়ে থাকে। ইন্সটাফরেক্সেও ১:১০০০ লিভারেজ দিয়ে থাকে। তবে আমি আপনাদের পরামর্শ দিব যে লিভারেজ ১:১০০ থেকে ১:৫০০ এর মধ্যে রাখতে। এছাড়াও আপনি আপনার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী লিভারেজ সেট করতে পারেন।

Starship
2020-09-09, 12:26 PM
ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট ওপেন করার সময় আমাদের লিভারের সিলেক্ট করে একাউন্ট ওপেন করতে হয়। লিভারেজ এর উপর নির্ভর করে আমাদের একাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে ট্রেড করা হয়। যদি লিভারেজ বেশি নেওয়া হয় তাহলে কম ব্যালেন্স দিয়েও একাধিক ট্রেড ওপেন করা যায়।

তবে একজন নতুন ট্রেডারের ক্ষেত্রে কম লিভারের দিয়ে একাউন্ট ওপেন করো ভালো। একসঙ্গে একাধিক ট্রেড ওপেন করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবণা অনেক বেশি থাকে। কেননা অল্প ব্যালেন্স দিয়ে একাধিক ট্রেড ওপেন করার ফলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। তাই লিভারেজ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা সাথে নেওয়া উচিত।