PDA

View Full Version : বেশী রিস্ক নিয়ে ট্রেডে মারাত্মক টেনশন আর ভীতি কাজ করে- ফলাফল লস !!



mahmudfx84
2020-09-09, 09:21 AM
আপনারা কি কখনো বেশী রিস্ক নিয়ে ট্রেড করে দেখেছেন- মানসিক অবস্থা কী হয় ? সত্যিই অন্যরকম এক অনুভূতি। বার বার ট্রেড চেক না করলে দারুণ অস্বস্তি, মারাত্ম টেনশন আর খুব ভীতি কাজ করে । এই বুঝি হারিয়ে গেল ক্যাপিটাল, মাঝে মাঝে একটু আশার প্রদীপ জ্বালিয়েই নিভে যায় বেশীর ভাগ সময়। সাথে সাথে টেনশন আর ভয় কোথায় যেন হারিয়ে যায়। আমার মনে হয় এভাবে বেশী রিস্ক নিয়ে ট্রেড না করাই বেশী ভাল , কারণ বার বার এভাবে হলে আপনার মানসিক সমস্যা হতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারেন। আপনাদের কী মনে হয় ? ধন্যবাদ।

Starship
2020-09-09, 10:20 AM
আপনি ঠিক বলছেন মাহমুদ ভাই। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে যে কি পরিমাণ টেনশন হয় তা শুধু যারা ট্রেড করেছে তারাই জানে। কম বেশি সবারই এমন অভিজ্ঞতা রয়েছে। বেশি রিস্ক নিয়ে ট্রেড করলে মনে হয় এই বুঝি ব্যালেন্স জিরো হয়ে গেলো। তাই প্রতিটা ট্রেড ওপেন করার পূর্বে পর্যাপ্ত এনালাইসিস করতে হবে।

এনালাইসিসের উপর নির্ভর করবে আপনার ট্রেডের ফলাফল। অতিরিক্ত রিস্ক নিয়ে বড় লটে ট্রেড ওপেন করা যাবে না। শুধুমাত্র অতিরিক্ত লোভ আপনাকে ফরেক্স থেকে ছিটকে দিতে পারে। ফরেক্স করতে হলে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগ দিতে হবে। জান প্রান ছেড়ে দিয়ে ফরেক্স করা যাবে না, হুস জ্ঞান রেখেই ফরেক্স করলে সফলতা পাবেন।

Devdas
2021-08-17, 08:46 PM
হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। বেশী রিক্স নিয়ে ট্রেডে মারাত্মক টেনশন আর ভীতি কাজ করে আমি নিজেই অভিজ্ঞ। আমি যখন একটি বেশী লটে ট্রেড এ অনেক রিক্স নিয়ে ট্রেড করেছিলাম এতে খুব দ্রুত মার্কেট মুভমেন্ট করে অনেকটা লসে পরিনত হয়। তখন আমার খুব টেনশন হয়েছিল। তারপর আমি অনেক ধৈর্য্য ধরে সঠিক ভাবে এনালাইসিস করে যখন মার্কেট আবার আগের অবস্থায় ফিরে এলো তখন আমি একটু লস দিয়ে ট্রেডটি ক্লোজ করে দিই। এতে আমি অনেকটা টেনশন ও ঝুকিতে ফিল করেছিলাম। আমি এখন এই ভাবে বেশী ঝুকি নিয়ে ট্রেড করি না। কম ঝুকি নিয়ে কম ট্রেড করি।

EmonFX
2021-08-19, 05:37 PM
আপনারা কি কখনো বেশী রিস্ক নিয়ে ট্রেড করে দেখেছেন- মানসিক অবস্থা কী হয় ? সত্যিই অন্যরকম এক অনুভূতি। বার বার ট্রেড চেক না করলে দারুণ অস্বস্তি, মারাত্ম টেনশন আর খুব ভীতি কাজ করে । এই বুঝি হারিয়ে গেল ক্যাপিটাল, মাঝে মাঝে একটু আশার প্রদীপ জ্বালিয়েই নিভে যায় বেশীর ভাগ সময়। সাথে সাথে টেনশন আর ভয় কোথায় যেন হারিয়ে যায়। আমার মনে হয় এভাবে বেশী রিস্ক নিয়ে ট্রেড না করাই বেশী ভাল , কারণ বার বার এভাবে হলে আপনার মানসিক সমস্যা হতে পারে বা অসুস্থ হয়ে যেতে পারেন। আপনাদের কী মনে হয় ? ধন্যবাদ।

হ্যাঁ বেশি রিস্ক নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা ঠিক নয়। আপনি যত রিস্ক বেশি নিবেন একাউন্টের উপর ততো পেশার বাড়বে এবং আপনার লস করার ঝুঁকি ও ততো বেশি থাকবে। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না। আমার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ 10 শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন।

আমি সাধারণত ১:২/৩ রিস্ক রিওয়ার্ড নিয়ে ট্রেডিং করে থাকি। তবে অনেক সময় মার্কেটের মুভমেন্ট বুঝে ১:১% প্রফিট গেইন হলেও ট্রেড ক্লোজ করে দেই। ফরেক্স মার্কেটে আমাদের সঠিক রিস্ক রেওয়ার্ড মেনটেন করা অত্যন্ত জরুরি। একজন ট্রেডার যদি প্রতিটি ট্রেডিংয়ে একটা নির্দিষ্ট রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ট্রেডিং করে তাহলে কখনই ব্যালেন্স হারানোর সম্ভাবনা থাকেনা। আমাদের ব্যালেন্স হারানোর মূল কারণ হলো আমরা একেক সময় একেক রকম রিস্ক রেওয়ার্ড অনুপাত নিয়ে ট্রেডিং করে থাকি। এই মার্কেটে যে যতো বেশি স্ট্রিক্ট এবং ফিক্সড রিস্ক রেওয়ার্ড ফলো করতে পারবে সে ততোটাই বেশি সফল হবে।

md mehedi hasan
2021-08-19, 07:33 PM
অবশ্যই ফরেক্স মার্কেটে আপনি যদি বেশি রিক্স নিয়ে থাকেন তাহলে তো টেনশন হবেই।এই টেনশন যাতে না হয় এর জন্য আমাদের উচিত মানিমেনেজমেন্ট করে প্রতিটি ট্রেড করা।আমরা যদি একশত ডলারের একটি একাউন্টে প্রতি ট্রেডে ত্রিশ ডলার রিক্স নিয়ে ট্রেড করি তাহলে তিনটি ট্রেড একাউন্ট শেষ।তাহলে তো বেশি টেনশন হবেই।আর যদি সঠিক ভাবে প্রতিটি ট্রেডের জন্য রিক্স নেন তাহলে কোন চিন্তা থাকবে না।

Sakib42
2021-08-19, 11:28 PM
অতিরিক্ত কোন কিছুই ভালো না তাই আপনি যদি অতিরিক্ত বেশি রিস্ক নিয়ে নেন তখন আপনার অ্যাকাউন্টের জন্য তার ঝুঁকি এনে দেওয়ার জন্য যথেষ্ট। ট্রেডিং করার সময় অল্প একটু ঝুঁকি নেওয়াটা প্রয়োজন কিন্তু অতিরিক্ত ঝুঁকির ফলে আমাদের যে অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে তা আমরা বুঝতে পারি না যে কোন সময় আমরা বিপদের মুখে পড়তে পারি এবং এই বিপদ আমাদেরকে চিরতরে ফরেক্স থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করাটা দরকার কিন্তু বেশি রিস্ক নিয়ে কখনোই নিজের অবস্থানকে নষ্ট করা ঠিক না আপনি তখনই বেশি রিস্ক নিবেন যখন আপনি রিস্ক কাটিয়ে ওঠার সামর্থ্য রাখেন। আপনি যদি আপনার সামর্থ্য বেশি রিস্ক নিয়ে পরবর্তী সময়ে বিপদের সম্মুখীন হন তাহলে আপনি ফরেক্সে টিকে থাকতে পারবেন না তাই কেন শুধু শুধু নিজের পজিশন হারাবেন ফরেক্স থেকে। ভালো মার্কেট এনালাইসিস ভাল প্রফিট এনে দিতে সাহায্য করে সুতরাং আমি মনে করি যে আমাদের অতিরিক্ত রিক্স থেকে দূরে থাকাই ভালো।

samun
2021-12-13, 12:47 PM
সর্বদা সত্য কথা হলো যত বেশি রিক্স তত বেশি টেনশন তাই ফরেক্স মার্কেটে আমি মনে করি সবসময় টেনশন ফ্রি ভাবে কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফরেক্স মার্কেটে সর্বদা মাথা ঠাণ্ডা করে খুব ধীর স্থিরভাবে এন্ট্রি নিতে হয়