PDA

View Full Version : স্প্রেড, স্টপ লস এবং টেক প্রফিট কি?



EmonFX
2020-09-09, 04:33 PM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়েছে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি চার্জ বা কমিশন হিসেবে কেটে নেয়।
ধরুন আপনি, ১.৭৪৩৫ এ gbpusd বাই করলেন তা ১.৭৪৩৮ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি ১ পিপস ভ্যালু *দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি ৩ পিপস লসে ওপেন হবে।

স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Starship
2020-09-09, 06:37 PM
ইমন ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তুলে ধরেছেন। আমাদের এই তিনটি বিষয়ে জানার খুবই জরুরী। বিষয়গুলো না থাকলে আমরা ফরেক্স মার্কেটে খুব বেশি অগ্রসর হতে পারবো না।
স্পেডঃ আমরা যখন প্রতিটি ট্রেড ওপেন করি তখন আমাদের ট্রেডটি মাইনাস থেকে শুরু হয়। এই মাইনাস অ্যামাউন্ট হলো স্পেড বা ব্রোকারের আয়। বিভিন্ন পিয়ার এর বিভিন্ন ধরনের স্পেড থাকে।

স্টপ লসঃ আমরা ট্রেড করার সময় স্বয়ংক্রিয়ভাবে বা স্বইচ্ছায় যে লস মেনে নিতে চাই তার নির্দিষ্ট সীমায় টাচ করলেই আমাদের ট্রেডটি অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যায় এটি হলো স্টপ লস।

টেক প্রফিটঃ ঠিক একই ভাবে আমরা যখন আমাদের নির্দিষ্ট প্রফিট টার্গেট সেট করি সেই টার্গেটকৃত অবস্থানে ট্রেড স্বয়ংক্রিয়ভাবে পৌচ্ছালে অটোমেটিক ক্লোজ হওয়ার প্রক্রিয়াই হলো টেক প্রফিট।