View Full Version : ফরেক্স ফান্ড ম্যানেজমেন্ট হচ্ছে?
bokkar00
2020-09-11, 10:11 AM
একটি বিনিয়োগ প্রজেক্ট। অর্থাৎ যেসব ফরেক্স ট্রেডারগন মার্কেটে সময় দিতে পারে না , অথবা ট্রেডিং চাপ সইতে পারেন না যারা দিনের পর দিন লস করে যাচ্ছে তাদের জন্য বিশেষ একটি সুযোগ ফান্ড ম্যানেজমেন্ট ।
ফরেক্স ফান্ড ম্যানেজমেন্ট করাটা এক ধরনের টেকনিক্যাল এনালাইসিস এখানে যে সকল ট্রেডারগন মার্কেট রেগুলার দেখার সময় পান না তারাই অন্য দক্ষ ট্রেডারদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে থাকেন। সেক্ষেত্রে তাদের ভিতর নিজস্ব চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন। বর্তমানে এই বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে।
md mehedi hasan
2020-11-19, 08:43 AM
ফরেক্স মার্কেটে ফান্ডমেনেজমেন্ট একটি কমন বিষয়।ফরেক্স মার্কেটে এমন কিছু ট্রেডার আছে যা খুবিই প্রফেশনাল মানের এবং নিয়মিত মার্কেটে ভালো প্রফিট করে।এই সকল ট্রেডারা অন্যের মূলধল নিয়ে একটি নির্দিষ্ট চুক্তি সাপেক্ষে ট্রেড করে এরং যা লাভ করতে তা চুক্তি অনুযায়ী ভাগ করে নেয়।এমনো অনেক লোক আছে যাদের অনেক টাকা আছে কিন্তু ফরেক্স করার সময় নেই।তারা প্রফেশনাল মানের ফরেক্স ট্রেডারদের মধ্যমে টাকা ইনভেস্ট করে এবং এই সকল ট্রেডারা তাদের ফান্ডমেনেজমেন্ট করে।
Starship
2021-03-10, 10:06 PM
ফরেক্স ট্রেড করার জন্য ফান্ড ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই অধ্যায়ে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ জ্ঞান বা দক্ষতা থাকে তাহলে আপনার মানি বা ফান্ড সঠিকভাবে ধরে রাখতে পারবেন না। খুব সহজে আপনি ফরেক্স থেকে ব্যালেন্স 0 করে হারিয়ে যাবেন। তাই ব্যালেন্স 0 করা থেকে বাঁচতে হইলেও ন্যূনতম আপনাকে ব্যালেন্স ধরে রাখার ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট পর্যাপ্ত পরিমাণে দক্ষতা থাকতে হবে। আর দক্ষতা অর্জন করার জন্য আপনাকে পর্যাপ্ত ফরেক্স সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করে এর ধারণা ও কৌশল বৃদ্ধি করতে হবে।
KAZIMAJHARULISLAM
2021-03-11, 09:59 AM
ফরেক্স মার্কেটে প্রতিনিয়ত অসংখ্য ট্রেডার যুক্ত হচ্ছে, আবার অসংখ্য ট্রেডার ব্যর্থ হয়ে ঝরে যাচ্ছে। কিছু কিছু ট্রেডার আছেন,যারা অধিক একাউন্টে ট্রেড করে থাকেন।তাদের পক্ষে একইসাথে সবগুলো একাউন্ট পরিচালনা সম্ভব নয়,তাই তারা কিছু একাউন্ট নিজেই পরিচালনা করেন, এবং কিছু একাউন্ট বিশ্বস্ত কোন অভিজ্ঞ ট্রেডার এর কাছে দিয়ে থাকেন।ঐ ট্রেডারগন ঐ একাউন্ট সমূহে ট্রেডিং করে উপার্জন করেন, এবং মেইন মালিকের কাছ থেকে একটি নির্দিষ্ট লভ্যাংশ নিয়ে থাকেন।এতে করে উভয়ই লাভবান হন।এটিই ফান্ড ম্যানেজমেন্ট হিসেবে গণ্য করা হয়, এবং অনেক উপকারী একটি সিস্টেম।
EmonFX
2021-03-11, 04:04 PM
ফরেক্স মার্কেটে ফান্ড ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফান্ড ম্যানেজমেন্ট ব্যতিরেকে ফরেক্স সফলতা আশা করা যায় না। আমি মনে করি প্রতি মাসে আপনার মূলধনের উপার সর্বোচ্চ ১০%-১৫% প্রফিট করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন। তাতে বছর শেষে আপনার প্রফিট দাঁড়ায় মূলধনের ১২০%-১৮০%। আমি মনে করি এটা একজন ট্রেডারের জন্য পর্যাপ্ত প্রফিট। অন্য কোন ব্যবসায় এতটা প্রফিট করা সম্ভব নয়। আমরা অনেকেই অতিরিক্ত রিস্ক নিয়ে মূলধনের ওপর প্রতিদিনই 5 থেকে 10% রিস্ক নিয়ে ট্রেড করি। কিন্তু যেটা একেবারেই কাম্য নয়। যে লক্ষ্যমাত্রা এক মাসের জন্য নির্ধারণ করা উচিত সেটা আমরা একদিনের জন্য নির্ধারণ করে ফেলি। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন থেকে এমনটা হয়ে থাকে। আর এর ফলাফল দাঁড়ায়, খুব তাড়াতাড়ি ব্যালেন্স জিরো হয়। তাই আমাদের অবশ্যই মানি ম্যানেজমেন্ট তথা মূলধন রক্ষা করে ট্রেডিং পরিকল্পনা সাজানো উচিত যাতে করে মার্কেটে টিকে থাকা যায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.