PDA

View Full Version : টেকনিক্যাল এনালাইসিস নাকি ফান্ডামেন্টাল এনালাইসিস?



EmonFX
2020-09-12, 01:03 PM
আমরা অনেক সময় ঘুলিয়ে ফেলি টেকনিক্যাল নাকি ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড করবো। আমি এতো এতো ক্যান্ডেলিস্টিক চার্ট বিশ্লেষন করে নিলাম আবার ইন্ডিকেটর গুলোও আমাকে বাই নিতে বললো। আমি বাই নিলাম বাট প্রাইস তো ডাউনে যাচ্ছে, তহলে কি এনালাইসিস ভুল। আবার অনেক ধরনের নিউজ পড়ে এবং বড় বড় এনালিস্টের বিশ্লেষন দেখে ফান্ডামেন্টাল এনালাইসিস করে পজিটিভ সংকেত পেয়ে বাই নিলাম বাট এখানেও মার্কেট ডাউনে যাচ্ছে। তাহলে আমি কোনটার উপর নির্ভর করবো, এমন প্রশ্ন সবার মাথায়ই ঘুরপাক খায়। আসল কথা হলো সব বিশ্লেষন করে নিজের মেধার সংমিশ্রন করে আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটাই করতে হবে। এতে করে আপনি ১০ টি ট্রেডের অন্তত ৬ টি ট্রেডে ভালো করবেন। হ্যা, তবে আমি মনে করি টেকনিক্যাল এনালইসিসের থেকে ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর একটু বেশি গুরুত্ব দেয়া যেতে পারে।

alamsat
2020-09-13, 11:57 AM
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে দুটির সমন্বয় করে ট্রেড করতে হবে আপনি শুধুমাত্র একটি নিয়ে টেড করতে পারবেন না। যদি আপনি শুধুমাত্র টেকনিক্যাল এ্যানালিসিস নিয়ে ট্রেড করতে যান তাহলে কোন প্রাইজ থেকে বাই অথবা সেল নিলেন এবং কিছুক্ষন পরে একটি বড় নিউজ প্রকাশিত হল এবং যার জন্য মার্কেট অনেক বেশি মোভ করল সে সময় আপনার নেওয়া ট্রেডটি অনেক বেশি লসের সম্মুখিন হবে তাই যদি আপনি বুঝতে পারতেন যে বড় নিউজ কিছু সময় পরে প্রকাশিত হবে তাহলে এমন ভুল আপনি করতেন না। এ জন্য আপনাকে দুটি এ্যনালিসিস সাথে রেখেই ট্রেড করতে হবে। তাহলে আপনি সহজে ট্রেড করতে পারবেন এবং লাভবান হতে পারবেন।

Sumon15
2020-09-13, 12:36 PM
আপনি যদি প্রফেশনাল মানের ফরেক্স ট্রেডার হতে চান তবে আপনাকে এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের একটি ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। কারন টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস দুটিই একে অন্যের পরিপূরক। সেকারনে আপনাকে এই দুটি বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এবং এই দুটি বিষয় সমন্বয় করে তার সাথে আপানার মেধা কাজে লাগিয়ে এখানে ট্রেড করতে হবে। তাহলে আপনি একটা ভাল মানের প্রফিট অর্জন করতে পারবেন বলে আমি মনে করি।

Starship
2020-09-13, 05:07 PM
ফরেক্স মার্কেট এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা তিন ধরনের এনালাইসিস করে থাকি ফরেক্সে। এগুলোর মধ্যে হলো টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস সেন্টিমেন্টাল এনালাইসিস। ফরেক্স মার্কেটে প্রতিটি এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ।
টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস বেশিরভাগ ক্ষেত্রে এ দুটি আনা হয়েছে আমরা করে থাকি। তবে আমরা এমন অনেকেই রয়েছে যারা টেকনিক্যাল এনালাইসিস করে বেশি সাফল্য পেয়ে থাকি। তবে ফান্ডামেন্টাল এনালাইসিস কোন অংশে কম নয়। তাই টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টালস দুটো এনালাইসিসই খুবই গুরুত্বপূর্ণ।

Md.shohag
2020-09-13, 06:15 PM
আপনি যদি প্রফেশনাল মানের ফরেক্স ট্রেডার হতে চান তবে আপনাকে এই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের একটি ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না। কারন টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস দুটিই একে অন্যের পরিপূরক। সেকারনে আপনাকে এই দুটি বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান থাকতে হবে। এবং এই দুটি বিষয় সমন্বয় করে তার সাথে আপানার মেধা কাজে লাগিয়ে এখানে ট্রেড করতে হবে। তাহলে আপনি একটা ভাল মানের প্রফিট অর্জন করতে পারবেন বলে আমি মনে করি।

Akib
2020-09-13, 06:35 PM
আমরা অনেক সময় ঘুলিয়ে ফেলি টেকনিক্যাল নাকি ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর ভিত্তি করে ট্রেড করবো। আমি এতো এতো ক্যান্ডেলিস্টিক চার্ট বিশ্লেষন করে নিলাম আবার ইন্ডিকেটর গুলোও আমাকে বাই নিতে বললো। আমি বাই নিলাম বাট প্রাইস তো ডাউনে যাচ্ছে, তহলে কি এনালাইসিস ভুল। আবার অনেক ধরনের নিউজ পড়ে এবং বড় বড় এনালিস্টের বিশ্লেষন দেখে ফান্ডামেন্টাল এনালাইসিস করে পজিটিভ সংকেত পেয়ে বাই নিলাম বাট এখানেও মার্কেট ডাউনে যাচ্ছে। তাহলে আমি কোনটার উপর নির্ভর করবো, এমন প্রশ্ন সবার মাথায়ই ঘুরপাক খায়। আসল কথা হলো সব বিশ্লেষন করে নিজের মেধার সংমিশ্রন করে আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটাই করতে হবে। এতে করে আপনি ১০ টি ট্রেডের অন্তত ৬ টি ট্রেডে ভালো করবেন। হ্যা, তবে আমি মনে করি টেকনিক্যাল এনালইসিসের থেকে ফান্ডামেন্টাল এনালাইসিসের উপর একটু বেশি গুরুত্ব দেয়া যেতে পারে।
ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে দুটির সমন্বয় করে ট্রেড করতে হবে আপনি শুধুমাত্র একটি নিয়ে টেড করতে পারবেন না। যদি আপনি শুধুমাত্র টেকনিক্যাল এ্যানালিসিস নিয়ে ট্রেড করতে যান তাহলে কোন প্রাইজ থেকে বাই অথবা সেল নিলেন এবং কিছুক্ষন পরে একটি বড় নিউজ প্রকাশিত হল এবং যার জন্য মার্কেট অনেক বেশি মোভ করল সে সময় আপনার নেওয়া ট্রেডটি অনেক বেশি লসের সম্মুখিন হবে তাই যদি আপনি বুঝতে পারতেন যে বড় নিউজ কিছু সময় পরে প্রকাশিত হবে তাহলে এমন ভুল আপনি করতেন না। এ জন্য আপনাকে দুটি এ্যনালিসিস সাথে রেখেই ট্রেড করতে হবে। তাহলে আপনি সহজে ট্রেড করতে পারবেন এবং লাভবান হতে পারবেন