Log in

View Full Version : ফরেক্স ছেড়ে দিয়ে আবার কে কে ফিরে এসে নতুন করে শুরু করেছেন ?



Starship
2020-09-13, 08:03 AM
এমন অনেকেই রয়েছে যারা ফরেক্সে এর মাঝখানে গ্যাপ দিয়ে বা বিরতি দিয়ে আবার ফিরে এসেছেন ফরেক্স মার্কেটে। নতুন উদ্দমে কাজ করেন এখন। পরবর্তী বুঝতে পারছেন পরবর্তীতে সাফল্য পাওয়ার জন্য কিভাবে এগোতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই সকল ট্রেডাররাই ফরেক্সে অনেক দূরে যেতে পারেন।

alamsat
2020-09-13, 11:38 AM
ফরেক্স আপনি ছেড়ে দিলেও ফরেক্স আপনাকে ছেড়ে দিবে না। কারন এটা এমন একটি নেশা যে আপনি ছেড়ে দিলেও সে আপনাকে ছেড়ে দিবে না। তাই আমি নিজেই কত বার ফরেক্স ছেড়ে দিতে চাইলেও ফরেক্স আমাকে ছেড়ে যাইনী। যে কয়দিন ট্রেড করিনী সে কয়দিন যেন কেমনভাবে কেটেছে। কিন্তু ফরেক্স এ চার্টের দিকে তাকিয়ে ট্রেড করে সময়টি খুব ভাল ভাবে কেটে যাই। তাই আমি ফরেক্স ছাড়লেও ফরেক্স আমাকে ছেড়ে যাইনি। তাই আমি মনেকরি অন্যরা যারা ট্রেড করছেনা তারা সহজে ফরেক্স ছাড়তে পারবেন না। তাই যতই লস করুন না কেন। চেষ্টা থাকবে ভাল কিছু একটা করার আর একদিন আপনি এটা করতে পারবেন বলে আমি মনে করি তাই হাল না ছেড়ে লেগে থাকেন দেখেন না কি হয়।

Banimallickfx
2021-02-04, 11:09 PM
এমন অনেকেই রয়েছে যারা ফরেক্সে এর মাঝখানে গ্যাপ দিয়ে বা বিরতি দিয়ে আবার ফিরে এসেছেন ফরেক্স মার্কেটে। নতুন উদ্দমে কাজ করেন এখন। পরবর্তী বুঝতে পারছেন পরবর্তীতে সাফল্য পাওয়ার জন্য কিভাবে এগোতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই সকল ট্রেডাররাই ফরেক্সে অনেক দূরে যেতে পারেন।

এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি নিজেই। আমি মাঝখানে ফরেক্স ট্রেডিং করেছি প্রায় বছর খানেক। কিন্তু আমার লাভের থেকে লসের পরিমাণই বেশি হয়েছে। কারন আমার ট্রেডিং দক্ষতা তেমন ভালো ছিল না এ কারণে ট্রেডিংয়ে ভুল করতাম। তাই লস করে হতাশা নিয়ে ফরেক্স বাদ দিয়েছিলাম। কিন্তু ছয় মাস যেতে না যেতেই ফরেক্স এর প্রতি নতুন করে নেশা জন্মালো। ফরেক্স ভুলে আর থাকা হলো না। এক বুক আশা নিয়ে আবার ফিরে এসেছি। তাই forex-bangla ফোরামে নতুন একাউন্ট খুলে পোস্ট করা শুরু করে দিলাম। ইনশাল্লাহ, আগামী মাসে পোস্টিং বোনাস দিয়েই ট্রেডিং শুরু করে দেবো।

md mehedi hasan
2021-02-05, 07:06 AM
আমি ২০১৫ সালে মে মাসে ফরেক্স মার্কেটে প্রবেশ করি।এখন ২০২০ সাল।আমি এই সময়ে এর মধ্যে কখনো ফরেক্স ছাড়িনি।তবে কয়েক বার প্রচুর লস করার কারণে আমি আফসেট হয়ে ছিলাম যে ফরেক্স মার্কেটে আমাকে দিয়ে হবে না।এতো লস করছি সামনে আর কখনো লাভ করতে পারবো না।পরে নিজেকে সামলে নিয়েছি।মনে মনে ভেবেছিলাম যে অন্যরা লাভ করতে পারলে আমি পারবো না কেন।এই কথাটার উপর আমি এখনো ফরেক্স মার্কেটে টিকে আছি।