PDA

View Full Version : ভাল প্রফিটের জন্য যে ধরনের স্ট্রাটেজি আমাদের অনুসরন করে চলা উচিত



Sumon15
2020-09-13, 12:21 PM
আমরা প্রত্যেকে চাই ভাল একটা প্রফিট নিয়ে দিনটা শেষ করতে। কিন্ত কিছু ভুল স্ট্রাটেজি সেটাপের কারনে এবং ধৈর্য্যের অভাবে আমরা লস করে থাকি। সেজন্য আমাদের একটা ভাল মানের স্ট্রাটেজি তৈরী করা উচিত। যা থেকে আমরা নিয়মিত প্রফিট করতে পারব। অবশ্য প্রতিটি ট্রেডে লাভ লস থাকবে তবে এমন ভাবে আমাদের স্ট্রাটেজি সেটাপ করবো যা ৮০% ট্রেড আমাদের পক্ষে থাকে। আমি যে স্ট্রাটেজি (প্রাইজ মুভমেন্ট এবং কান্ডালেস্টিক চাট প্যার্টান) ফলো করে ট্রেড করছি সেটা ৮০-৮৫% প্রফিট পাচ্ছি গত তিন মাস যাবত। আপনার স্ট্রাটেজিতে প্রফিটের পরিমান কত % তা জানালে খুশি হবো।