PDA

View Full Version : মাস শেষে যখন বোনাস পাওয়ার সময় হয় তখন বোনাসের জন্য অপেক্ষা করতে কেমন লাগে?



Starship
2020-09-14, 09:49 AM
আমরা এমন অনেক ট্রেডার রয়েছি যারা পোস্ট করে অর্জিত বোনাস দিয়ে রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করে থাকি। দেখা গেছে অনেক সময় বোনাস পাওয়ার তারিখের চেয়ে কয়েক দিন পরে বোনাস পেয়ে থাকি। এই মজার অপেক্ষা করতে কার কেমন অনূভুতি হয়? আমি তো মাঝে মাঝেই একাউন্টের ব্যালেন্স চেক করি।

EmonFX
2020-09-14, 11:27 AM
আমরা এমন অনেক ট্রেডার রয়েছি যারা পোস্ট করে অর্জিত বোনাস দিয়ে রিয়েল অ্যাকাউন্ট ট্রেড করে থাকি। দেখা গেছে অনেক সময় বোনাস পাওয়ার তারিখের চেয়ে কয়েক দিন পরে বোনাস পেয়ে থাকি। এই মজার অপেক্ষা করতে কার কেমন অনূভুতি হয়? আমি তো মাঝে মাঝেই একাউন্টের ব্যালেন্স চেক করি।

ভাই আপনি তো একেবারে আমার মনের কথা বলে দিলেন। I am suffering from this kind of panic. আপনি কতোবার একাউন্ট চেক করেন জানিনা বাট আমি আমার ঠিক সংখ্যা বলতে পারবো না কতোবার চেক করি। যতোবার মনে পড়ে ততোবারই চেক করি। এতো চেক করার বিশেষ কারনও আছে। এটা ফরেক্সে আমার প্রথম বোনাস পাওয়ার অপেক্ষা। বুঝেনতো জীবনের প্রথম যে কোন কিছুর জন্যইতো একটা আলাদা আকর্শন থাকে। প্রথম প্রেম, প্রথম বিয়ে, প্রথম চাকরি, প্রথম বেতন, সবকিছুর জন্যইতো একটা ব্যাপার কাজ করে। ব্রাদার, একটু বেশিই বলে ফেললাম মনে হয়। যাইহোক, আমার কাছে কিন্ত মজার নয় বরং মহা যন্ত্রনার।