PDA

View Full Version : গোল্ড দিয়ে ট্রেড



maziz6989
2015-07-20, 03:57 PM
আমাদের অনেকেরই আগ্রহ আছে গোল্ড নিয়ে ট্রেড করার। আজকে যারা মার্কেট দেখেছেন তারা হয়ত বা কিছুটা উপলব্দি করেছেন যে গোল্ডের ট্রেড কতটা মারাত্বক হতে পারে। আমার দুটো একাউন্ট জিরো করার পরে আর এই পেয়ারে ট্রেড করার মত সাহস করতে পারি নি। যাই হোক যারা খুব তাড়াতাড়ি প্রফিট চান তাদের জন্য হল এই পেয়ার।

maziz6989
2015-07-20, 09:33 PM
এই পেয়ারটা অনেকটা চেষ্টা করছে তার ধস কাটিয়ে উঠার জন্য। চেষ্টা করছে কিন্তু এখনও পারছে না। মনে হয় তার শেষ টার্গেট মনে ১০৬৪ বা তারও কাছাকাছি। এর পরে আবার তার লং জার্নি শুরু করবে। দেখা যাক অপেক্ষায় আছি। অবশ্য ট্রেড করিনা এই পেয়ারে। খুব বড় রকম একটা ধকল গেছে এই পেয়ারে ট্রেড করে।

maziz6989
2015-07-22, 05:50 PM
না আমি এই পেয়ারে ট্রেড করি না। কয়েকমাস আগে একটা ট্রেড করেছিলাম। তাতে খুব বেশি লাভ করতে পারিনি। কয়দিন অপেক্ষা করে কয়েক সেন্ট লাভ নিয়ে বেচে ফিরেছি। তারপর থেকে আর গোল্ড এ ট্রেড করি নি আর গোল্ড নিয়ে এনালাইসিস ও করি না।

ভাই একজায়গায় আপনার সাথে আমার দ্বিমত আছে আর তা হল , আমি ট্রেড করি না বলে এনালাইসিস করব না তা কেমন করে হয়। মাঝে মাঝে চার্ট টা দেখলে অনেকটা আইডিয়া পাওয়া যায় অন্য কারেন্সি গুলোর। আমি মাঝে মাঝে এই চার্ট দেখি এবং ছোট খাট এনালাইসিস ও করি এবং পরে মিলিয়ে দেখি কত টুুকু কাছাকাছি গেল। ইচ্ছা আছে আবারও এই পেয়ারে ট্রেড করার।

Fxaziz
2015-11-08, 02:37 PM
আমি নতুন হিইসেবে জানতে চাই গোল্ড ট্রেড সম্পর্কে । আসা করি আমি হেল্প পাব আপনাদের কাস থেকে। গোল্ড ট্রেড এর ব্যাপারে আমাকে অবশ্যই হেল্প করবেন। তবে গোল্ড ট্রেড করারা আগে একন প্রথমিক অবস্তাই ডেমো ট্রেড করে আমার অভিজ্ঞতা বাদানর চেস্তা করছি । এবং শাতে আমি এনালাইসিস করার চেস্তা করছি । তবে আমার ধারন মতে গোল্ড ট্রেড নাকি এত সুবিধা জনক নয় । এটা আঙ্কি আম্মাদের আকাউন্ট জিরো করে দেয় ।