PDA

View Full Version : ট্রেডিং এর সময় কিভাবে ফিবোনাচ্চি টুলসের ব্যবহার হয়



EmonFX
2020-09-19, 11:11 AM
ট্রেডিং এ আমরা অনেকেই ফিবোনাচ্চি টুলস ব্যবহার করে থাকি। ফরেক্স ট্রেডিং এ কিভাবে ফিবোনাচ্চি টুলস ব্যবহার হয়ে থাকে নিম্নে তা তুলে ধরা হলোঃ-

>ট্রেন্ডের শুরুতে ফিবোনাচ্চি টুলসের কার্যকারিতা বেশি দেখা যায়।
>এটি আঁকার জন্য সুইং হাই এবং সুইং লো ব্যবহার করা হয়
>এটি আঁকার কোন বাধ্যবাধকতা নেই
>এটি সবসময় ১০০% সঠিক কাজ করে না
>এটি ব্যবহারের সাথে সাথে যদি অন্যান্য টু্লসগুলি এটির সাথে ব্যবহার করা যায় তাহলে এর কার্যকারিতা বহুগুনে বেড়ে যায়। যেমন সাপোর্ট রেসিটেন্স অথবা ট্রেন্ড লাইন অথবা অন্য আর এক যায়গা থেকে আঁকা ফিবোনাচ্চি লেভেলের সাথে এটি মিলে গেলে তার গহনযোগ্যতা বেড়ে যায়।
>ট্রেডিং কৌশল এবং ট্রেডিং সাইক্লোজির সাথে এটির সম্পর্ক রয়েছে।

tutul07
2020-09-21, 06:31 AM
একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার এনআইডি এর ঠিকানা এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে যেনো হুবহু মিল থাকে। ব্যাংক থেকে স্টেটমেন্ট নিলে সাধারনত বর্তমান ঠিকানা দেয়া হয়।যেমন সাপোর্ট রেসিটেন্স অথবা ট্রেন্ড লাইন অথবা অন্য আর এক যায়গা থেকে আঁকা ফিবোনাচ্চি লেভেলের সাথে এটি মিলে গেলে তার গহনযোগ্যতা বেড়ে যায়।

uzzal05
2020-09-27, 06:24 AM
ফিবোনাচ্চি হচ্ছে ফরেক্স মার্কেট এ জনপ্রিয় একটি টুলস। আমিও ব্যাক্তিগতভাবে এই ইন্ডিকেটরটি ব্যবহার করে থাকি। এই টুলসটি লিডিং ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ফিবোনাচ্চি টুলসসে ৫০% রিট্রাসমেন্ট এ খুব ভালো কাজ করে। আমি সাধারনত ৫০% রিট্রাচমেন্ট এ ট্রেড নিয়ে থাকি।