PDA

View Full Version : ৫ হাজার ৭০০ ডলার পাবে জাপানের নববিবাহিত দম্পতিরা



kohit
2020-09-21, 11:34 AM
বাসাভাড়া ও অন্যান্য সাংসারিক ব্যয় মেটাতে ৬ লাখ ইয়েন বা ৫ হাজার ৭০০ ডলার পাবে জাপানের নববিবাহিত দম্পতিরা। কোনো শহরে বসবাসকারী নারী ও পুরুষ যদি আগামী এপ্রিল থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে এ সুযোগের জন্য বিবেচিত হবেন। সরকারি সূত্রের বরাতে রোববার এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর কিয়োদো।

জাপানের কর্মজীবী মানুষদের দেরিতে বিয়ে করা কিংবা একেবারেই বিয়ে না করার প্রবণতার কারণে দেশটির জন্মহার অত্যন্ত কম। কর্মজীবী তরুণ-তরুণীদের বিয়েতে উৎসাহিত করতে নববিবাহিত দম্পতিদের এই বিশেষ সহযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে আরো অধিক দম্পতিকে এ সুযোগের আওতায় আনা হবে বলে জানিয়েছে কেবিনেট অফিসের কয়েকটি সূত্র।

অবশ্য সরকারি এ সহযোগিতার জন্য বিবেচিত হতে হলে স্বামী ও স্ত্রী উভয়কেই বিয়ের সময় ৪০ বছরের নিচে থাকতে হবে এবং ৩৫ বছরোর্ধ্ব দম্পতিদের সম্মিলিত আয় ৫৪ লাখ ইয়েনের নিচে থাকতে হবে। এর চেয়ে কম বয়সীদের সম্মিলিত বার্ষিক আয় ৪৮ লাখ ইয়েনের কম হলে এ সুযোগ গ্রহণ করতে পারবেন।

বণিক বার্তা

Julia111
2021-02-11, 01:26 PM
Hello nice to be here