PDA

View Full Version : প্রতিমাসে বোনাস সময় মতো না পাওয়ার কারন কি?



K.K.BABY
2020-09-24, 08:28 AM
আমরা প্রতিদিন পোষ্ট করি এবং মাস শেষে আমরা ভালো একটা বোনাসের আশা করি।কিন্তু করোনার পর থেকে কেমন যেনো আগের মতো নির্ধারিত সময়ে বোনাস পাচ্ছিনা।এর উত্তর কি কারোর জানা আছে? আমি ফোরাম কতৃপক্ষকে রিকুয়েষ্ট করবো তারা যেনো আমাদের এই বিষয়টি নিয়া ভাবে এবং আমরা যেনো সময় মতো বোনাস পেয়ে যায়।

jasminbd
2020-09-24, 12:11 PM
গতকাল ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে আমি অগাস্ট মাসের বোনাস পেয়েছি। ফোরামের সকল সদস্যদের পোস্টিং বোনাস এক সাথে পাঠিয়ে দেয়। সেই হিসাবে আপনিও বোনাস পেয়ে যাওয়ার কথা। তাই বোনাস পেয়েছেন কিনা তা জানতে অনুগ্রহ করে প্লাটফর্মে লগইন করে সর্বশেষ বোনাস কোন তারিখে ডুকেছিল তা চেক করুন। যদি বোনাস এখনো না পেয়ে থাকেন তাহলে আপনি ফোরামের মোডারেটরদের সাথে যোগাযোগ করুন। তবে অনেক সময় পোস্টের মান ভাল নাহলেও কিন্তু অ্যাকাউন্টে বোনাস আসে না। যদি আপনার পোস্টগুলো মানহীন হয় তবে সে পোস্টগুলোর জন্য আপনাকে বোনাস দিবে না। কারন আপনার পোস্টগুলোর isca সিস্টেম দ্বারা অনুমোদিত হয় নি। isca স্বয়ংক্রিয় ভাব্রে পোস্টের গুনগত মান পরিক্ষা করে তার পর বোনাস দেয়। তাই এখন আগের মত যেমন ইচ্ছা তেমন পোস্ট করে বোনাস পাওয়ার কথা চিন্তা করা ভুলে যান। আমাদের এই ফোরামে এখনো বেশির ভাগ সদস্য শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য যা তা পোস্ট করে। তাই তাদের কে বলব পোস্টের সংখ্যার উপর নজন না দিয়ে পোস্টের গুনগত মানের উপর নজর দিন। তাহলে বোনাস আসবে।

uzzal05
2020-09-26, 09:02 PM
অনেক আগে যখন ফোরাম পোস্ট করতাম তখন প্রতি মাসের প্রথম সপ্তাহে বোনাস পেয়ে যেতাম। কিন্তু এখন প্রায় একমাস লেগে যায় ফোরাম বোনাস আসতে। আসলে এখন আগের মত সিস্টেম নেই।েআগে শুধু পোস্ট করলেই বোনাস পাওয়া যেত। কিন্তু এখন পোস্ট গুলো মান বিবেচনা করে পোস্ট করলে বোনাস পাওয়া যায়।

ABDUSSALAM2020
2020-09-26, 11:55 PM
প্রতিমাসে বোনাস সময় মতো না পাওয়ার কারন কি?
আমরা প্রতিদিন পোষ্ট করি এবং মাস শেষে আমরা ভালো একটা বোনাসের আশা করি।কিন্তু করোনার পর থেকে কেমন যেনো আগের মতো নির্ধারিত সময়ে বোনাস পাচ্ছিনা।এর উত্তর কি কারোর জানা আছে? আমি ফোরাম কতৃপক্ষকে রিকুয়েষ্ট করবো তারা যেনো আমাদের এই বিষয়টি নিয়া ভাবে এবং আমরা যেনো সময় মতো বোনাস পেয়ে যায়।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।