mahmudfx84
2020-09-24, 08:48 AM
ফরেক্স সম্পর্কে আমরা অনেক কিছূ শুনেছি বা জেনেছি যে, এখান থেকে অনেক ইনকাম করা যায়। লোভকে নিয়ন্ত্রণ করে ট্রেড করতে পারলে এবং যে কেউ নিয়ম মেনে ট্রেড করলে ফরেক্স থেকে ভাল ইনকাম করতে পারে। কিন্তু অনেকেই জানতে চাই যে, ফরেক্সে সফল একজন বাংলাদেশীর নাম বলেন তো যে কিনা ফরেক্স বিজনেস করে অনেক কিছূ করতে পেরেছে ? নেটে আমরা অন্য দেশের সফল ব্যক্তিদের নাম পেলেও বাংলাদেশী কোন সফল ট্রেডারের নাম পায় না। আপনারা জানলে অবশ্যই শেয়ার করতে ভূলবেন না, কারণ এটা জানা সকলের জন্য খুবই জরুরী। ধন্যবাদ।