Log in

View Full Version : যুক্তরাজ্যের অর্থনীতিকে করোনার চেয়েও বেশি ভোগাবে চুক্তিহীন ব্রেক্সিট



kohit
2020-09-24, 12:19 PM
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার কিংবা ব্রেক্সিটের অন্তর্বর্তীকাল শেষ হতে যাচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। আর এই ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের জন্য নতুন সতর্কবার্তা সামনে আনল স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা। গবেষণায় বলা হচ্ছে, ইইউর সঙ্গে কোনো ধরনের চুক্তি ছাড়াই ব্রেক্সিট চূড়ান্তভাবে সম্পন্ন হলে দারুণ ক্ষতির মুখে পড়বে ব্রিটেনের অর্থনীতি। এমনকি এ ক্ষতি বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণজনিত ক্ষতিকেও ছাড়িয়ে যাবে। খবর এএফপি।

থিংক ট্যাংক ইউকে ইন এ চেঞ্জিং ইউরোপ প্রকাশিত গবেষণা বলছে, চুক্তিহীন ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের অর্থনীতি দীর্ঘমেয়াদে ক্ষতির সম্মুখীন হবে। আর এর পরিমাণ দাঁড়াতে পারে কভিড-১৯-জনিত ক্ষতির তিন গুণ। থিংক ট্যাংক আরো জানিয়েছে, বর্তমানে চলমান মহামারীর রাজনৈতিক ও অর্থনেতিক প্রভাব নিয়ে প্রচুর আলোচনার কারণে ইইউর সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ার ক্ষতির বিষয়টি চাপা পড়ে যাচ্ছে। কিন্তু স্বল্পমেয়াদে ব্রাসেলসের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করা না গেলে তা বাস্তবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য দুঃসংবাদে পরিণত হবে, যার নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে ছাড়িয়ে যাবে বতর্মান স্বাস্থ্য সংকটকেও।

লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) সঙ্গে থিংক ট্যাংক ইউকে ইন এ চেঞ্জিং ইউরোপ আরো জানিয়েছে, ইউরোপীয় ব্লকে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলে যুক্তরাজ্যের যে ক্ষতি হতো, ব্রেক্সিটের কারণে আগামী বছরগুলোয় ক্ষতি তার চেয়ে অনেক বেশি হবে। মারাত্মক প্রভাব পড়বে দেশটির প্রবৃদ্ধিতে। প্রতিবেদনে গবেষকরা লেখেন, কভিড-১৯-এর অর্থনৈতিক ক্ষতি স্বল্পমেয়াদে ব্রেক্সিটের ক্ষতিকে ছাড়িয়ে যাওয়ার যে দাবি করা হচ্ছে, তা প্রায় সঠিক। এমনকি সবচেয়ে নৈরাশ্যবাদী পরিস্থিতিও এমন বলছে না যে চুক্তিহীন ব্রেক্সিটের ফলে দেশের উৎপাদনের পতন ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকের পতনের চেয়ে বেশি হবে। তবে এলএসইর সঙ্গে এ গবেষণায় দেখা গেছে, চুক্তিহীন ব্রেক্সিটের ফলে দীর্ঘমেয়াদে ব্রিটেনের মোট অর্থনীতিতে ক্ষতির পরিমাণ কভিড-১৯-এর কারণে ব্যাংক অব ইংল্যান্ডের দেয়া ক্ষতির পূর্বাভাসের দুই থেকে তিন গুণে গিয়ে দাঁড়াবে। এ হিসাবে আগামী ১৫ বছরে ব্রিটেনের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বর্তমানের তুলনায় নেতিবাচক প্রভাব গিয়ে দাঁড়াবে ৫ দশমিক ৭ শতাংশে। অন্যদিকে এ সময়ে নভেল করোনাভাইরাসের কারণে জিডিপির এ পতন হবে ২ দশমিক ১ শতাংশ। তবে এমন অবস্থায় এ পূর্বাভাস দেয়া হচ্ছে, যখন মহামারীর সার্বিক প্রভাব নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তাছাড়া ইউরোপে এরই মধ্যে ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে।

বণিক বার্তা