PDA

View Full Version : ইউরোপে কার্যক্রম গুটিয়ে নেয়ার হুমকি ফেসবুকের



kohit
2020-09-24, 12:24 PM
বৈশ্বিক সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ইউরোপে তাদের কোর অ্যাপ এবং ইনস্টাগ্রামের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রতিষ্ঠানটি কীভাবে যুক্তরাষ্ট্রে ডাটা পাঠায়, সে প্রক্রিয়া আক্রান্ত হলে এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে। খবর বিজনেস ইনসাইডার ও গার্ডিয়ান।

ইউরোপে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪১ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি আইরিস ডাটা প্রোটেকশন কমিশনের (ডিপিসি) সঙ্গে বিবাদে জড়িয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে ফেসবুককে। দেশটি ফেসবুকের বিরুদ্ধে ডাটা সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ এনেছে। গত জুলাইয়ে ইউরোপের বিচার বিভাগীয় আদালতের এক রায়ে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য পাওয়ার অপতত্পরতার বিরুদ্ধে সুরক্ষা নিতে ফেসবুকের পদক্ষেপ পর্যাপ্ত নয়। এ রায়ের পরই চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ডের ডাটা সুরক্ষা কমিশন তথ্যের গোপনীয়তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ থেকে যুক্তরাষ্ট্রে ফেসবুকের তথ্য স্থানান্তর করার প্রক্রিয়া বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে।

আইরিস পর্যবেক্ষক সংস্থার এমন হুমকির পরই ডাবলিনের উচ্চ আদালতে একটি এফিডেভিট করেছে ফেসবুক। যেখানে ফেসবুকের বিরুদ্ধে দেয়া ডাটা সুরক্ষা কমিশনের প্রাথমিক আদেশের চ্যালেঞ্জ জানানো হয়েছে।

বণিক বার্তা