PDA

View Full Version : নতুন ট্রেডারদের রিয়েল একাউন্টে ট্রেড নেয়ার প্রসঙ্গে,



abdulkuddus80
2020-09-24, 10:37 PM
যারা ডিমুতে ভালো করার পর রিয়েলে আসছেন তাদের জন্য বিষয়টি
জানা খুভই জরুরি আমি মনে করি,
রিয়েল এবং ডিমু দুটোর মধ্যে একটা বিষয় সবচেয়ে বেশি আপনাকে মানষিক চাপে রাখবে যেটি সেটি হচ্চে ডেমুতে ট্রেড নেয়ার পর লস হলে ঠিক যতটা খারাফলাগা কাজ করে তার চেয়ে বেশি ভয় এবং খারাফলাগা কাজ করে রিয়েলে,একজন নিউ ট্রেডার রিয়েলে ট্রেড নেয়ার সাথে সাথে ব্রোকার টেক্স সাথে যদি আরেকটু মর্কেট লসের দিকে দেখায় তখন নতুন ট্রেডারগন অনেক ভয়ের মধ্যে পড়ে, এতে করে অনেকেই লস মেনে নিয়ে ট্রেড ক্লোজ করেদেয়,
যেটা সম্পুর্ন ভুল, তাই মার্কেট এনালাইসেজ করে মানি ম্যেনেজমেন্ট করে ধর্য্যের সাথে লোভ সামলিয়ে ট্রেড নেয়া উচিৎ,
তাহলেই আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ!

ABDUSSALAM2020
2020-09-24, 11:23 PM
নতুন ট্রেডারদের রিয়েল একাউন্টে ট্রেড নেয়ার প্রসঙ্গে,
যারা ডিমুতে ভালো করার পর রিয়েলে আসছেন তাদের জন্য বিষয়টি
জানা খুভই জরুরি আমি মনে করি,
রিয়েল এবং ডিমু দুটোর মধ্যে একটা বিষয় সবচেয়ে বেশি আপনাকে মানষিক চাপে রাখবে যেটি সেটি হচ্চে ডেমুতে ট্রেড নেয়ার পর লস হলে ঠিক যতটা খারাফলাগা কাজ করে তার চেয়ে বেশি ভয় এবং খারাফলাগা কাজ করে রিয়েলে,একজন নিউ ট্রেডার রিয়েলে ট্রেড নেয়ার সাথে সাথে ব্রোকার টেক্স সাথে যদি আরেকটু মর্কেট লসের দিকে দেখায় তখন নতুন ট্রেডারগন অনেক ভয়ের মধ্যে পড়ে, এতে করে অনেকেই লস মেনে নিয়ে ট্রেড ক্লোজ করেদেয়,
যেটা সম্পুর্ন ভুল, তাই মার্কেট এনালাইসেজ করে মানি ম্যেনেজমেন্ট করে ধর্য্যের সাথে লোভ সামলিয়ে ট্রেড নেয়া উচিৎ,
তাহলেই আপনি সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

uzzal05
2020-09-29, 07:46 PM
রিয়েল এবং ডেমো ট্রেড এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ডেমোতে ট্রেড করলে আপনার মনে হবে না ট্রেড করেছি। কেননা রিয়েল এ একটা ট্রেড নিলে সেটা মাথায় থাকে আর লস হলো কিনা আমরা তা বারবরা দেখি। তাই রিয়েল এবং ডেমো সম্পূর্ণ আলাদা।