View Full Version : কিভাবে বুঝবেন ? নিজের আবেগকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন ।
mahmudfx84
2020-09-25, 10:53 AM
ফরেক্স বিজনেস্ পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসাবান্ধব মার্কেট । এখানে যেমন প্রচুর ঝুকি আছে তেমনি ইনকাম করার ও অনেক সুযোগ আছে। ফরেক্স শিখে এবং অভিজ্ঞতা অর্জন করে নিয়ম মেনে ট্রেড করলেই কেবল সফলতা আসে না। আমি মনে করি ফরেক্সে লোভ, রাগ, ক্ষোভ, লসের দু:খ ইত্যাদি মনের সমস্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে ভাল কিছু করা সম্ভব নয়। আমরা সবাই বলি এবং আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু অনেক সময় পারি না। তবে আপনি কিভাবে বুঝবেন আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন ? কোন কারণে কারো উপর প্রচন্ড রাগের সময় যদি তাকে তাৎক্ষনিক ক্ষমা করতে পারেন অথবা কোন কিছূ পেতে মারাত্মক লোভের সময় যদি নিজে তাৎক্ষনিক কিছু ত্যাগ করতে পারেন তাহলে বুঝবেন আপনি আপনার আবেগকে অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন । যেটা ফরেক্সে খুবই জরুরী । ধন্যবাদ।
md mehedi hasan
2020-12-01, 08:57 AM
ফরেক্স মার্কেটে লস করার একটি মাধ্যম হল নিজের আবেগ।আমরা অনেক সময়ে একটি বা দুটি ট্রেডে লস করার পরে লস দ্রুত রিকভারি করার জন্য আবেগের বশে মার্কেট ভালোভাবে এনালাইসিস না করে অভার ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করে থাকি।যার ফল স্বরূপ একাউন্ট ফাকা হয়ে যায়।এই আবেগ সহজে নিয়ন্ত্রণ করা যায় না।অনেক সময় লাগবে আবেগ নিয়ন্ত্রণ করতে।তবে নিয়ন্ত্রণ হয়েছে কি না তা বুঝার সহজ উপায় হচ্ছে আপনি যখন নিয়মিত লাভ করছেন।
EmonFX
2020-12-01, 11:09 AM
মানুষ সামাজিক জীব তাই প্রেম-ভালোবাসা, আবেগ থাকবে এটাই স্বাভাবিক, তবে অতিরিক্ত ইমোশন বা আবেগ ফরেক্স সফলতার অন্তরায়। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আবেগের কোন সুযোগ নেই। এখানে আপনাকে আবেগকে কন্ট্রোল করতেই হবে। আবেগ দিয়ে প্রেম ভালোবাসা বা প্রেমিকার হৃদয় জয় করা যেতে পারে কিন্তু ফরেক্স মার্কেটে আবেগ একদমই অকার্যকর। বেশিরভাগ ট্রেডার ব্যালেন্স হারিয়ে ফেলে অতিরিক্ত লোভ এবং আবেগী হয়ে ট্রেড করার কারণে। আমরা যদি বড় প্রফিটের সম্ভাবনা দেখেও লোভ কন্ট্রোল করে আস্তে-ধীরে, ছোট ছোট লটে ট্রেড করে কম প্রফিট করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে পারি তাহলেই বুঝবো যে আমাদের লোভ এবং আবেগকে অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, এবং ফরেক্স সফলতার পথেই হাঁটছি।
ForexStar
2020-12-01, 04:08 PM
ফরেক্স মার্কেটে আবেগ সফলতার পথে বড় বাঁধা। ফরেক্স মার্কেটে ইমোশন বা আবেগের কোন মূল্য নেই। ফরেক্সে আবেগ করেছেন তো হেরেছেন। ফরেক্স একটি বিজনেস তাই এখানে বাস্তবতাকে সর্বাধিক প্রধান্য দিতে হবে। ফরেক্স আাবেগকে কন্ট্রোল করতেই হবে। আবেগ প্রবন হয়ে ফরেক্সে ট্রেড নিলে তার ফলাফল ভালো হতে পারে না। আপনি দু’একটি ট্রেডে লস করতে পারেন তাই বলে আবেগী হয়ে লস রিকভার করার জন্য উচ্চ ঝুঁকি নিয়ে বড় লটে ট্রেড করা যাবে ন। তাতে করে আরো লস করে মূলধন জিরো করার সমুহ সম্ভাবনা থাকে। তাই আমাদের মূলধন রক্ষা করে ট্রেডিং করতে হবে যাতে করে পরবর্তীতে ট্রেড নেয়ার সুযোগ থাকে।
Md.shohag
2020-12-01, 05:06 PM
ফরেক্স মার্কেটে আবেগ সফলতার পথে বড় বাঁধা। ফরেক্স মার্কেটে ইমোশন বা আবেগের কোন মূল্য নেই। ফরেক্সে আবেগ করেছেন তো হেরেছেন। ফরেক্স একটি বিজনেস তাই এখানে বাস্তবতাকে সর্বাধিক প্রধান্য দিতে হবে। ফরেক্স আাবেগকে কন্ট্রোল করতেই হবে। আবেগ প্রবন হয়ে ফরেক্সে ট্রেড নিলে তার ফলাফল ভালো হতে পারে না। আপনি দু’একটি ট্রেডে লস করতে পারেন তাই বলে আবেগী হয়ে লস রিকভার করার জন্য উচ্চ ঝুঁকি নিয়ে বড় লটে ট্রেড করা যাবে ন। তাতে করে আরো লস করে মূলধন জিরো করার সমুহ সম্ভাবনা থাকে। তাই আমাদের মূলধন রক্ষা করে ট্রেডিং করতে হবে যাতে করে পরবর্তীতে ট্রেড নেয়ার সুযোগ থাকে।
Devdas
2021-07-30, 09:06 PM
আবেগ ইমোশন প্রত্যেক মানুষের আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রন করে কাজ করতে হয়। এই ফরেক্স মার্কেট এ ইমোশনাল দিয়ে আবেগ দিয়ে ফরেক্স করা যাবে না। আবেগ দিয়ে ফরেক্স করলে এটা ফরেক্স ট্রেডার এর জন্য অনেকটা ক্ষতি বা বিপদ হয়ে দাড়াবে। আমি প্রথমে অনেকবার এই আবেগ দিয়ে ফরেক্স করেছিলাম পরিনতি লস। তাই আবেগকে নিয়ন্ত্রন করার জন্য নিজেকে সব সময় সাবধান থাকতে হবে। আবেগ কমানোর জন্য ফরেক্স এ এমন ভাবে কাজ করতে হবে যাতে ফরেক্স এর সাথে যুদ্ধ করার মত মার্কেট এনালাইসিস করে সঠিক ভাবে ট্রেড করতে হবে।
Starship
2021-07-30, 10:57 PM
ফরেক্সপ সফল হওয়ার পেছনে আবেগ নিয়ন্ত্রণ করার কোনো বিকল্প অপশন নেই। শুধু এখানেই নয় আবেগ আমাদের বাস্তব জীবনে সফলতা বয়ে আনে দিতে বাধা দেয়। সেক্ষেত্রে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনুশীলন করতে হবে। কেননা আবেগের বসে ট্রেড করলে সে ক্ষেত্রে লসের সম্ভাবনা বেশি থাকে। তাই ট্রেড করে লস রোধ করার ক্ষেত্রে আমাদের ভুলেও আবেগের বশে ট্রেড করা যাবে না। আমরা তখনই বুঝবো যখন আমরা ট্রেড করার জন্য যত যত নিয়ম কানুন বহির্ভূত কাজ করব তখনই আবেগের শরণাপন্ন হয়েছেন।
Sakib42
2021-07-30, 11:27 PM
ফরেক্স মার্কেট পুরো পৃথিবী জুড়ে একটি জনপ্রিয় ব্যবসা এই ব্যবসায় খুব সহজেই আমরা অর্থ উপার্জন করতে পারি যার ফলে আমাদের বাড়তি একটি নজর থাকে অর্থ উপার্জন করার জন্য। আমরা লোভের মুখে পড়ে অনেক সময় অনেকগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলি যে সিদ্ধান্তগুলো পরবর্তী সময়ে আমাদের জন্য দুঃখ বয়ে আনে আমাদের ব্যালেন্স 0 হয়ে যায় এবং আমরা সর্বহারা হয়ে বসে। কিন্তু এই মার্কেটে সেই টিকে থাকতে পারে যার কাছে নিজের আবেগকে এবং লোভকে কন্ট্রোল করার সামর্থ্য রয়েছে। আপনি কখন বুঝতে পারবেন যে আপনার আবেগ নিয়ন্ত্রণ এসেছে যখন আপনি আপনার ব্যালেন্স নিয়ে চিন্তিত থাকবেন এবং লোভ করা থেকে বিরত থাকবেন এবং বুঝতে পারবেন যে আসলেই আপনাকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে। যে নিজের ভালো বুঝে কোন পদক্ষেপ থেকে দূরে থাকে সেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
Mas26
2021-07-31, 11:21 AM
আসলে ফরেক্স মার্কেটে আমরা অনেকেই কাজ করি এবং আমরা অধিকাংশ ট্রেডার জানি যে আমরা আবেগের কারণেই ফরেক্সে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আবেগ কন্ট্রোল করা সম্ভব হয় না অনেক সময় আমরা প্রত্যেকটা ট্রেডারি এই আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু আমরা পারি না আসলে আবেগ এমন একটা জিনিস যা কন্ট্রোল করা যায় না। অনেক সময় দেখা যায় এত রাগ হয় আসলে এই রাগ কন্ট্রোল করা যায় না। এবং আবেগের তাড়নায় অনেক কিছু করে বসি,, লোভ রাগ খোব তারপরে লস এগুলা আমরা কন্ট্রোল করতে পারিনা বা স্বীকার করে নিতে পারি না। যার কারণে আমাদের আবেগ কন্ট্রোল করা কঠিন হয়ে যায়।এ কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয় ফরেক্স মার্কেটে।সেক্ষেত রে আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অনুশীলন করতে হবে। কেননা আবেগের বসে ট্রেড করলে সে ক্ষেত্রে লসের সম্ভাবনা বেশি থাকে। তাই ট্রেড করে লস রোধ করার ক্ষেত্রে আমাদের ভুলেও আবেগের বশে ট্রেড করা যাবে না। আমরা।এই আবেগ কন্ট্রোল করতে পারলে হয়তো আমরা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.