PDA

View Full Version : যুকি মুক্ত এন্ট্রি নেয়া,



abdulkuddus80
2020-09-26, 09:18 PM
ফরেক্স ব্রোকারে আপনার ইচ্চেমতন পেয়ারগুলোতে ট্রেড/এন্ট্রি নিতেপারেন, কিন্তু আমি নতুন/প্রবিনদের জন্য বলবো আপনি যখন এন্ট্রি নিবেন তখন অনেকগুলো পেয়ারে একত্রে অনেকগুলো এন্ট্রি নিবেন্না,কেননা যদি আপনার এন্ট্রি নেয়ার পর অধিকাংশ ট্রেড লস দেখায় তখন আপনি নতুন হিসেবে মেন্টালিটি ঠিক রাখতে পারবেন্না,
ফলে একপর্যায়ে লসে আপনাকে ট্রেড ক্লোজ করতে হতেপারে,
আমি বলবো যদি এমন হয় যেঃ আপনি একটি পেয়ারে এন্ট্রি নিলেন সেখানে অলরেডি মোটামুটি একটা ভালো ফ্রপিট দেখাচ্চে সেইক্ষত্রে আপনি আরেকটা পেয়ারে ট্রেড নেয়া উচিৎ হবে,
অন্যথায়া যুকি হবে আপনার জন্য!

md mehedi hasan
2020-10-31, 03:58 PM
ফরেক্স মার্কেটে আপনি যখন খুশি তখন এন্ট্রি নিতে পারবেন।কিন্তু এন্ট্রি গুলো যদি পারফেক্ট না হয় তাহলে আপনার মাথায় হাত পরবে।একটি ট্রেডে এন্ট্রি নিতে হলে একজন ট্রেডার এর উচিত সঠিক এন্ট্রি পয়েন্ট খুজে বেড় করা।এবং এন্ট্রি টি কতটা যুক্তি সংগত এবং আপনার স্ট্রেজি অনুযায়ী আছে কিনা তা ভালোভাবেই বিবেচনা করতে হবে।যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তখনিই আপনি ট্রেডে এন্ট্রি নিবেন।

EmonFX
2020-11-03, 10:48 AM
ফরেক্সে কোনভাবেই অযৌক্তিক বা ভুল ট্রেড নেয়া উচিত নয়। ভুল ট্রেড নিলে চরমভাবে এর মাশুল দিতে হতে পারে। তাই অবশ্যই ট্রেড নেয়ার আগে অনেক ভেবে চিন্তে ফেনীতে হবে। একটি ট্রেডে এন্ট্রি নেয়ার আগে অবশ্যই উচিত সঠিক এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করা। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ভালোভাবে মূল্যায়ন করতে হবে, মার্কেট এনালাইসিস করতে হবে, এরপরে ট্রেড নিতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেড নেয়ার কারণে আপনার ব্যালেন্স মুহূর্তেই জিরো হয়ে যেতে পারে।