PDA

View Full Version : সাইকোলজির মাইরপ্যাচ



786.ariful.islam.bd
2020-09-29, 12:09 PM
একই ট্রেডিং সিস্টেম দিয়ে যদি ৩ জন ট্রেড করে সেখানে দেখবেন তিনজনের দৃষ্টিভঙ্গি, সাইকোলজি কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। উদাহারন হিসেবে নিতে পারেন যারা সিগনাল নিয়ে ট্রেড করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়। দেখা যায় ২০ জন ফলো করছে একজনের সিগনাল। কোন মাসে লস হলে তো আলটিমেট সবার লস হবেই, আবার কোন মাসে যদি সিগনাল প্রভাইডার প্রফিট করে তারপরো অনেকে লসে পড়ে থাকেন। কারন সিগনাল উনি প্রপারলি ফলো করেন নি। প্রফিটের গুলো মাঝপথে ছেড়ে দিয়েছেন আর লসের গুলো পুরো সময়টা ধরে পুরো লসটা নিয়েছেন।

ma2021
2021-07-06, 07:32 AM
ট্রাম্পের সময়ে, ওপিইসিতে চুক্তির অভাবে তেলের দাম ডাইভিং হবে, কারণ বাজার জানতো যে আমেরিকা সৌদি বা রাশিয়ানদের তুলনায় বেশি তেল উৎপাদন করে, তাই ওপিইসিকে অপ্রাসঙ্গিক করে তোলে । ইদানিং বিপরীত প্রতিক্রিয়া, opec আবার শক্তিশালী, ব্লুমবার্গ) -- opec+ একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে, তার পরিকল্পিত বৈঠক পরিত্যাগ এবং থয়েল মার্কেট ছেড়ে যা প্রত্যাশার চেয়ে অনেক শক্ত সরবরাহের সম্মুখীন । সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তিক্ত বিরোধের সমাধান করতে ব্যর্থ হয়েছে, প্রতিনিধিরা বলেন, তথ্যটি প্রকাশ্য ছিল না বলে নাম না রাখতে বলা হয়েছে । চুক্তির অনুপস্থিতিতে, কার্টেল এর বর্তমান উৎপাদন সীমা স্থানান্তরিত থাকবে, করোনাভাইরাস মহামারী থেকে চাহিদা দ্রুত পুনরুদ্ধার করায় বৈশ্বিক অর্থনীতিকে বঞ্চিত করা হবে । লন্ডনে রাত 4:25 টার সময় অশুভ দাম 0.8 % থেকে $ 76.77 এ ব্যারেল কমেছে ।

EmonFX
2021-07-06, 10:50 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে সাইকোলজিকাল মারপ্যাঁচ বুঝতেই হবে। ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডাররা এই সাইকোলজিকাল কারণেই লস করে থাকেন, বিশেষ করে নতুন ট্রেডাররা। ফরেক্সে সাইকোলজিকাল ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যতই এনালাইসিস করি না কেনো তারপরেও সাইকোলজিকাল কারণে বারবার লস করে থাকি। ফরেক্স মার্কেটে ব্যাংক-বীমাসহ বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানিগুলো মোটা অঙ্কের বেতন দিয়ে বিভিন্ন ধরনের এক্সপার্ট নিয়োগ দিয়ে থাকেন। তারা ভালো করেই জানে রিটেইল ট্রেডারদের সাইকোলজিকাল চিন্তাভাবনা কেমন, রিটেইল ট্রেডাররা কোথায় স্টপ লস এবং কোথায় টিপি দিয়ে রাখছেন সেটা ভালো করেই বুঝতে পারেন। আর এটা বুঝতে পেরেই তারা বিভিন্ন সময় মার্কেট বিভিন্ন দিকে মুভ করিয়ে মোটা অংকের প্রফিট হাতিয়ে নেন। ফলে আমাদের মত রিটেল ট্রেডাররা বারবার লস করি। তাই এই অবস্থা থেকে বের হওয়ার জন্য অবশ্যই আমাদের সাইকোলজিকাল দিক ডেভলপ করতে হবে। ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি সেন্টিমেন্টাল তথা সাইকোলজিকাল এনালাইসিস কে সমান গুরুত্ব দিয়ে নিতে হবে। তাহলেই কেবল বারবার লস এর হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারি।

Starship
2021-07-06, 11:55 PM
ফরেক্সে সাইকোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ট্রেড নেওয়া এবং ক্লোজ করার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আমাদের সাইকোলজি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে যা থেকে আমরা প্রফিট করতে পারি আবার অনেক ক্ষেত্রে মার্কেটে বিপরীতে অবস্থান করে আমাদের লসের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা যথাযথ প্রয়োগ করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। তাই যত বেশি অভিজ্ঞতা অর্জন করব আমরা তত বেশি সফলতা শিখরে পৌঁছাতে পারবো না।