PDA

View Full Version : বড় রিক্স নিয়ে ট্রেড করা



Fahim420
2020-09-29, 07:54 PM
অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুন করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিক্স নিয়ে ট্রেড করে। দেখা যায় একাউন্টে ১০০ ডলার আছে, কিন্তু এক পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে।১০০ পিপস আপনার বিপরীতে মুভ করলেই ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন।

ABDUSSALAM2020
2020-09-29, 08:54 PM
বড় রিক্স নিয়ে ট্রেড করা
অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুন করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিক্স নিয়ে ট্রেড করে। দেখা যায় একাউন্টে ১০০ ডলার আছে, কিন্তু এক পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে।১০০ পিপস আপনার বিপরীতে মুভ করলেই ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

samun
2020-09-29, 09:01 PM
আসলে আমি নতুন ট্রেডার। ফরেক্সে আমার যাত্রা 4 বছর হলেও আমি এখানে নিজেকে খুব শিশু মনে করি। ফরেক্সে বড় রিক্স নেওয়ার মতো কোন ভাবে সক্ষম আমি নই। কারণ আমি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে যা লাভ করি তাই দিয়ে আমি নিজের খরচ চালানোর পাশাপাশি পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম। তাই ফরেক্সে আমি ছোট ঝুকি নিয়ে অল্প লাভে সন্তুষ্ট থাকতে চাই।

Md.shohag
2020-09-29, 10:07 PM
আসলে আমি নতুন ট্রেডার। ফরেক্সে আমার যাত্রা 4 বছর হলেও আমি এখানে নিজেকে খুব শিশু মনে করি। ফরেক্সে বড় রিক্স নেওয়ার মতো কোন ভাবে সক্ষম আমি নই। কারণ আমি ফোরাম বোনাস দিয়ে ট্রেড করে যা লাভ করি তাই দিয়ে আমি নিজের খরচ চালানোর পাশাপাশি পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম। তাই ফরেক্সে আমি ছোট ঝুকি নিয়ে অল্প লাভে সন্তুষ্ট থাকতে চাই।

FREEDOM
2020-09-29, 11:02 PM
বড়রিস্ক নিয়ে ট্রেড করা মানেই বিপদজনক। আমি যতবারই রিস্ক নিয়ে ট্রেড করার চেষ্টা করেছি ততবারই একাউন্ট জিরো করে ফেলেছি এবং পরবর্তীতে আফসোস করেছি কারন পরবর্তীতে গিয়ে দেখতে পাই অনেক ভালো ভালো সুযোগ তৈরি হয়েছে ট্রেড করার অথচ ততখনে একাউন্ট রিস্ক নিয়ে জিরো করা শেষ।

EmonFX
2021-08-21, 09:14 PM
অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুন করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিক্স নিয়ে ট্রেড করে। দেখা যায় একাউন্টে ১০০ ডলার আছে, কিন্তু এক পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে।১০০ পিপস আপনার বিপরীতে মুভ করলেই ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন।

ফরেক্সে বড় রিস্ক নিয়ে ট্রেড করা মানে নিজের ব্যালেন্স কে ঝুঁকির মুখে ফেলা এবং একাউন্ট জিরো করে ফেলার শামিল। হ্যাঁ অনেকেই রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে এক দিনেই ব্যালেন্স জিরো করে ফেলেন। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে অবশ্যই আমাদের রিস্ক নিতে হবে, তবে সেটা মানি ম্যানেজমেন্ট তথা মূলধন ঠিক রেখে নিতে হবে। বিজনেস এর ক্ষেত্রে রিস্ক নিতে হবে, অবশ্যই সেটা একটি সহনীয় মাত্রায় হতে হবে। আমি যদি আমার মূল ধনের অনুপাতের বেশি রিস্ক নিয়ে ট্রেড করি তাহলে লস করে যেকোনো সময় ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। মূলধন শেষ হয়ে গেলে পরবর্তীতে আর ট্রেড করার সুযোগ থাকবে না। আমার যদি 100 ডলার মূলধন থাকে তাহলে সর্বোচ্চ 10 শতাংশ রিস্ক নেওয়া উচিত। তাতে করে রিস্ক থাকবে। 100 ডলার শূন্য হাতে প্রায় দশটি ট্রেডে আপনাকে লস করতে হবে। মনে রাখবেন একটি ভুল ট্রেন নিয়ে লস করার থেকে মুনাফাবিহীন থাকা অনেক ভালো। এর জন্য যদি আপনাকে একটি ট্রেন নিতে তিন/চার দিন অথবা এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন।

আপনার মূলধন থাকলে ভালো ট্রেড অপারচুনিটি একসময় না একসময় অবশ্যই আসবে। তাই বলব কম রিস্ক নিয়ে ট্রেড করুন এবং মূলধন রক্ষা করুন। আমি সাধারণত ১:২/৩ রিস্ক রিওয়ার্ড নিয়ে ট্রেডিং করে থাকি। তবে অনেক সময় মার্কেটের মুভমেন্ট বুঝে ১:১% প্রফিট গেইন হলেও ট্রেড ক্লোজ করে দেই। ফরেক্স মার্কেটে আমাদের সঠিক রিস্ক রেওয়ার্ড মেনটেন করা অত্যন্ত জরুরি। একজন ট্রেডার যদি প্রতিটি ট্রেডিংয়ে একটা নির্দিষ্ট রিস্ক রিওয়ার্ড মেনটেন করে ট্রেডিং করে তাহলে কখনই ব্যালেন্স হারানোর সম্ভাবনা থাকেনা। আমাদের ব্যালেন্স হারানোর মূল কারণ হলো আমরা একেক সময় একেক রকম রিস্ক রেওয়ার্ড অনুপাত নিয়ে ট্রেডিং করে থাকি। এই মার্কেটে যে যতো বেশি স্ট্রিক্ট এবং ফিক্সড রিস্ক রেওয়ার্ড ফলো করতে পারবে সে ততোটাই বেশি সফল হবে।