PDA

View Full Version : একত্রে কয়েকটি একউন্ট পরিচালনা করা যায়?



abdulkuddus80
2020-10-02, 01:03 PM
মনে করি! আমার মেটাট্রেডার৪ এ তিনটি একাউন্ট সেভ করা, তার মধ্যে একটা একাউন্টে ট্রেড করতেচি সো আমি কি পারবো? যে একটা তে ট্রেড নিলে বাকি ২টাতে অটোমেটিক ট্রেড অপেন করতে???

habibi
2020-11-08, 12:36 PM
মনে করি! আমার মেটাট্রেডার৪ এ তিনটি একাউন্ট সেভ করা, তার মধ্যে একটা একাউন্টে ট্রেড করতেচি সো আমি কি পারবো? যে একটা তে ট্রেড নিলে বাকি ২টাতে অটোমেটিক ট্রেড অপেন করতে???

আপনি একটি MT4 মেটাট্রেডার প্লাটফর্মে একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট লগইন করে ট্রেড করতে পারবেন। তবে একই সাথে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রেড করতে পারবেন না। আপনাকে অ্যাকাউন্ট সুইচ করে ট্রেড করতে হবে। অবশ্য এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সুইচ করতে ১ থেকে ২ সেকেন্ড সময় লাগে।
এছাড়াও কিছু কিছু ব্রোকার মাল্টিটার্মিনাল প্ল্যাটফর্ম দিয়ে থেকে সেখানে একাধিক অ্যাকাউন্টে একই সাথে ট্রেড করা যায়। আমার জানা মতে ইন্সটাফরেক্সের মাল্টিটার্মিনাল রয়েছে সেখান থেকে আপনি একই একাধিক অ্যাকাউন্টে একই সাথে ট্রেড করতে পারবেন। ইন্সটাফরেক্সের মাল্টিটার্মিনাল প্ল্যাটফর্মটি ডাউনলোড করতে এই লিংকটি ক্লিক করুন - https://www.instaforex.org/downloads/

Rony1122
2021-01-21, 08:27 PM
mt4 এ কয়টা একাউন্ট লগইন করা যায় তা বলতে পারবো না।তবে একটা মোবাইল ডিভাইস দিয়ে একটা একাউন্ট খোলা যাবে।একের অধিক একাউন্ট একি ডিভাইস দিয়ে খুলে ইন্সটাফরেক্স ব্রকারকে চাজ দেওয়া লাগবে,নইলে একাউন্ট ব্লক করে দিবে।

EmonFX
2021-09-06, 11:43 AM
মনে করি! আমার মেটাট্রেডার৪ এ তিনটি একাউন্ট সেভ করা, তার মধ্যে একটা একাউন্টে ট্রেড করতেচি সো আমি কি পারবো? যে একটা তে ট্রেড নিলে বাকি ২টাতে অটোমেটিক ট্রেড অপেন করতে???

আপনি অবশ্যই mp4 ট্রেডিং প্লাটফর্মে একই সাথে একাধিক অ্যাকাউন্ট লগইন ও পরিচালনা করতে পারবেন। তবে এ ক্ষেত্রে একই সাথে সবগুলো একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড ওপেন করার সুযোগ নেই। তবে মাত্র দুই/এক সেকেন্ডের ব্যবধানে একটি একাউন্ট থেকে অন্য একাউন্টে লগইন করে ট্রেডিং করতে পারবেন। আপনি যদি একই সাথে স্বয়ংক্রিয়ভাবে সবগুলো একাউন্টে এন্ট্রি নিতে বা ক্লোজ করতে চান সে ক্ষেত্রে আপনাকে মালকে টার্মিনাল ব্যবহার করতে হবে। আপনি আপনার ইন্সটাফরেক্স একাউন্টের ক্লায়েন্ট কেবিনেট থেকে মাল্টি টার্মিনাল ট্রেডিং প্লাটফর্ম ডাউনলোড করে একই সাথে একাধিক একাউন্ট ওপেন ও পরিচালনা করতে পারেন।