Log in

View Full Version : নতুন সপ্তাহের জন্য একটা কর্মপরিকল্পনা তৈরি করুন।



EmonFX
2020-10-03, 11:39 AM
Make out a plan for your new week. অর্থাৎ- নতুন সপ্তাহের জন্য একটা পরিকল্পনা তৈরি করুন। আপনি কি করতে চান, কি হতে চান সেটা আগে নির্ধারন করুন। আপনি কি হতে চান সেটা আপনার কর্মপরিকল্পনাকে ঘিরেই আবর্তিত হবে। আমরা ছোট বেলায় পরিক্ষার খাতায় জীবনের লক্ষ্য সম্পর্কে অনেক বার রচনা লিখেছি। অনুরুপ ভাবে ফরেক্স থেকেও আমরা কি পেতে চাই সেটার একটা লক্ষ্য নির্ধারন করতে পারি। শুরু হতে যাচ্ছে আরো একটি নতুন সপ্তাহ- এই সপ্তাহে আমি কতোটা দক্ষ হতে চাই, আমার কোন কোন ভুলগুলো সংশোধন করতে চাই- যার জন্য বার বার লস করি, আরো কতোটা এনালাইসিস ও স্টাডি করতে চাই, কি পরিমান ট্রেড করতে চাই, কতোটা প্রফিট করতে চাই তার একটা তালিকা করা যেতে পারে। আপনি একটি ডায়েরি ব্যবহার করতে পারেন অথবা কম্পিউটার বা মোবাইল ফোনও ব্যবহার করতে পারেন। মাধ্যমটা যাই হোক না কেনো, এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি সুবিধাজনক। সবচেয়ে গুরুত্বপূর্ন যে কাজ গুলো করতে হবে সেগুলো লিখে রাখুন এবং সেই অনুজায়ী কর্মপরিকল্পনা সাজান।

md mehedi hasan
2020-11-26, 06:26 PM
ফরেক্স মার্কেটে প্রতিটি দিনের জন্য পরিকল্পনা করতে হয়।পরিকল্পনা ছারা ফরেক্স মার্কেটে সফল হওয়া যায় না।এজন্য আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটি সহজ পরিকল্পনা করে রাখি।আমি প্রতিদিন সকালে মার্কেট দেখি এবং আমার এস্ট্রেজি অনুসারে যদি ট্রেড হয় তাহলে আমি ট্রেড সেটাপ দিই না হলে ট্রেড সেটাপ দিই না।

ForexStar
2020-11-26, 07:42 PM
কোন কিছু পেতে হলে বা অর্জন করতে চাইলে অবশ্যই একটা পরিকল্পনা বা লক্ষ থাকা দরকার। আমাদের উচিত প্রত্যেকটি দিন প্রত্যেকটি সপ্তাহ তথা প্রত্যেকটি মাসের জন্য একটি পরিকল্পনা করা। কোন কিছু অর্জন করার জন্য প্রি-প্লান থাকলে আপনার কর্মপন্থাও সেটাকে ঘিরে আবর্তিত হবে। একটি সুন্দর পরিকল্পনা লক্ষ অর্যনের জন্য খুবই জরুরী। একটি সুন্দর পরিকল্পনা আপনার লক্ষ অর্জনে ৫০% এগিয়ে রাখতে পারে। আমদের লক্ষ যদি থাকে অটুট সফলতা আজ কিংবা কাল আসবেই।

Starship
2021-03-14, 11:13 PM
ফরেক্সে আমি প্রতিনিয়ত নতুনত্ব নিয়ে কাজ করি, নতুন নতুন কৌশল নতুন নতুন পরিকল্পনা প্রণয়ন করতে পছন্দ করি। ঠিক তেমনি আগামী সপ্তাহের জন্য আমি নতুন কর্মপরিকল্পনা নির্বাচন করে রেখেছি। আমার কথামত মূল উদ্দেশ্য থাকে যাতে আমি ফরেক্স এ লস রোধ করতে পারি। একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে নিজের ব্যালেন্স টিকিয়ে রাখাটা অনেক কঠিন বিষয়। নিজের কর্ম পরিকল্পনার উপর নির্ভর করে আপনার ট্রেড এর ফলাফল। তাই সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।

KAZIMAJHARULISLAM
2021-03-15, 06:47 AM
ফরেক্স মার্কেটে টিকে থেকে, নিয়মিত উপার্জন করতে অবশ্যই আমাদের একটা ইফেক্টিভ কর্মপরিকল্পনার দরকার রয়েছে।যেখানে আমার নতুন সপ্তাহের আনুমানিক উপার্জন,মোট ট্রেড,গত সপ্তাহের ভুল বিশ্লেষণ, আনুমানিক ফোরাম পোষ্ট,ইত্যাদি বিষয় গূ্লো উল্লেখ থাকবে। কেননা পরিকল্পনা বিহীন জীবন,আর হাল বিহীন জাহাজের মাঝে কোন পার্থক্য নেই। দুইটার গন্তব্যই অনির্দিষ্ট। কেননা একটা উপযুক্ত পরিকল্পনা বাস্তবায়নে আমাদের ভিতরের শক্তিই আমাদের প্রভাবিত করবে,তাড়া দিবে। তাই ফরেক্স এর সাথে,লেগে থেকে উপার্জন এর পরিমাণ বাড়াতে অবশ্যই,প্রতি সপ্তাহের জন্য একটি কার্যোপযোগী পরিকল্পনার দরকার রয়েছে।