PDA

View Full Version : Rsi নিয়ে কিছু কথা



abdulkuddus80
2020-10-04, 02:24 PM
Relative strength Index বা RSI(14) পর্যালোচনা:-

MT4 এ অনেক Indicator এর মাঝে একটি নির্ভরযোগ্য Indicator হল RSI. সাধারনত Default হিসাবে RSI(14) থাকে। RSI সঠিকভাবে বুঝতে পারলে এর বিভিন্নমান মার্কেট আচরন পর্যবেক্ষনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যেকোন TIMEFRAME এ RSI (14) নিম্নোক্ত মানগুলো খুবই সহায়ক।

যখন কোন Pair এর RSI কমতে কমতে 40 থেকে 38 এর মধ্যে চলে আসে তখন আর BUY দেওয়া উচিত নয়। এক্ষেত্রে RSI কমতে কমতে 22থেকে 18 এর মধ্যে চলে আসে এবং এই সময় BUY করা যায় এবং এরপর ধীরে ধীরে RSI বেডে 58 পর্যন্ত উঠতে পারে এবং পূর্বের BUY Close করা যায়।

যদি RSI 58 থেকে না কমে 65 এর উপরে উঠে যায় তাহলে কোন SELL নেওয়া উচিত নয়। এক্ষেত্রে RSI বেডে 82/85 পর্যন্ত হতে পারে। RSI 85 এর উপরে গেলে SELL নেওয়া যায় এবং RSI কমতে কমতে 62 পর্যন্ত আসলে পূর্বের SELL Close করা যেতে পারে।

সংক্ষেপে :

Buy . যখন RSI 65 এর বেশী । এটা হল BUYTREND. এবং যখন RSI "20 থেকে 15 "এ থাকে তখন BUY . এটা হল REVERSAL TREND.

SELL. যখন RSI. 40 এর নীচে। এটা হল SELL TREND. এবং RSI যখন 82 থেকে 87 এর মধ্যে থাকে তখন SELL . এটা হল REVERSEL SELL.

RSI সবসময় সঠিক নাও হতে পারে বিশেষত অতিরিক্ত VOLATILE EVENT বা HIGH IMPACT. NEWS এর সময়।