PDA

View Full Version : পিনবার দিয়ে ট্রেড করা শিখুন!



SaifulRahman
2020-10-04, 06:07 PM
পিনবার হল প্রাইস অ্যাকশান এর একটি রূপ, যা পাওয়া যায় যে কোন টাইমফ্রেমে যে কোন মার্কেটে। পিনবারের ফুল নাম হচ্ছে pinocchio bar,এই নামটি দেয়ার কারণ সিগন্যাল মিথ্যা বলে মার্কেটে বা ট্রেডারদের সাথে প্রতারনা করে পাইস এক দিকে যায় পরে অন্য দিকে ঘুরে যায়, মানে রিভার্স করে। পিনবার মিথ্যা বলে ট্রেডারদের ট্রাপে ফেলায় যা আমাদের সতর্ক করে যে মার্কেটে প্রচুর পরিমানে লট ব্যাবহার হচ্ছে যা মার্কেটকে অন্য দিকে ঘুড়িয়ে নে। একটি পিনবার তখনি বেস্ট কাজ করবে যখন তার স্টিক পাশের সব গুলো ক্যান্ডলকে ছারিয়ে যাবে এবং খুবি পরিস্কার হবে। খুবই বড় এবং পরিস্কার পিনবার শক্তিশালী এবং অনেক সম্ভাবনাময়ী হয়ে থাকে তখন, যখন তা গঠন হয় সঠিক এরিয়াতে।এই টাইপের সিগন্যালকে অনেক সম্ভাবনাময়ী সিগন্যাল প্রাইস অ্যাকশান ট্রেডারদের জন্য।
যেই পিনবার গুলো ছোট এবং পরিস্কার নয় সেখানে আমদের ট্রেড করা উচিৎ না।একটি পিনবারে যা থাকতে হবে;ওপেন এবং ক্লোজ আগের ক্যান্ডলের মধ্যে হতে হবে,ক্যান্ডলের লওয়ার শেড ৩গুন বড় হবে ক্যান্ডলের বডী থেকে,দীর্ঘ শেড থাকবে যা অন্যান্য বার গুলোকে ছারিয়ে যাবে, নিচে উধারন দেয়া হল একটি বেয়ারিশ পিনবার এর
http://forex-bangla.com/customavatars/726341499.png
পিনবার ট্রেড করা যাবে সব ধরণের মার্কেটে। পিনবারের গঠন হচ্ছে রিভার্স সিগন্যাল। প্রায় আপনি পিনবারকে পাবেন ট্রেন্ড পরিবর্তনের সময়।কিভাবে শক্তিশালী ডাউনট্রেন্ডকে একটি পিনবার আপট্রেন্ডে পরিবর্তন করে দিয়েছে, তা নিচের পিকচারটি দেখলেই বুঝা যায়।
http://forex-bangla.com/customavatars/2103224265.png
বুলিশ পিনবার গঠন হয়েছে একটি সাপোর্ট লেভেলে, দ্বিতীয়বার বুলিশ পিনবার তৈরি হওয়ার কারণে এই সাপোর্ট লেভেলটি থেকে মার্কেট বুল হওয়ার প্রবণতা বেরে গেছে।
http://forex-bangla.com/customavatars/865419190.png
বুলিশ পিনবার তৈরি করছে ফলস ব্রেক সাপোর্ট লেভেল থেকে, যা আমাদের কনফার্ম করতেছে যে, এখানে পর্যাপ্ত পরিমানে বায়ার আছে, যারা মার্কেটের পরিবর্তন ঘটাতে সক্ষম।
http://forex-bangla.com/customavatars/1042658096.png

md mehedi hasan
2020-10-31, 03:44 PM
ফরেক্স মার্কেটে পিনবাব দিয়ে ট্রেড করে প্রচুর প্রফিট করা যায়।তবে পিনবাব দিয়ে ট্রেড করার আগে পিনবাব স্ট্রেজি ভালোভাবে শিখতে হবে।অনেক সময়ই ফরেক্স মার্কেটে পিনবাব দিয়ে ট্রেড করবেন দেখবেন মার্কেট আপনার বিপরীতে গেছে।এজন্যই পিনবাব দিয়ে কখন কোন লেভেলে কোন স্থানে ট্রেড সেটাপ দিতে হয় তা ভালোভাবেই জানতে হবে।আপনি যদি পিনবাব ট্রেডিং কৌশল শিখতে চান তাহলে এই সাইটটি পড়তে পারেন।learn to tread the market.com ।