PDA

View Full Version : মার্কেট ট্রেন্ড



abdulkuddus80
2020-10-05, 07:42 PM
আজ আমি কথা বলবো মের্কেট ট্রেন্ড নিয়ে, একজন ট্রেডারের জন্য মার্কেট তখন ভালো সুজুগ তৈরি করে যখন মার্কেটের ট্রেন্ড সৃষ্টি হয়,
আমি বলবো আপনি ৩০ মিঃ কেন্ডেল ফলো করেন ট্রেন্ডের পক্ষে একটি এন্ট্রি নেন, এবং RSI এর অবস্হান ৮৫/৯০ হলে যদি ক্লোজ করেদেন, যদি buy entry নিয়ে থাকেন তাহলে
আর যদি সেল এন্ট্রি নিয়ে থাকেন ট্রেন্ড যদি সেলের পক্ষেহয় তাহলে RSI ২০/১৮ হলে ক্লোজ করে দেন,

ABDUSSALAM2020
2020-10-09, 10:28 PM
মার্কেট ট্রেন্ড
আজ আমি কথা বলবো মের্কেট ট্রেন্ড নিয়ে, একজন ট্রেডারের জন্য মার্কেট তখন ভালো সুজুগ তৈরি করে যখন মার্কেটের ট্রেন্ড সৃষ্টি হয়,
আমি বলবো আপনি ৩০ মিঃ কেন্ডেল ফলো করেন ট্রেন্ডের পক্ষে একটি এন্ট্রি নেন, এবং RSI এর অবস্হান ৮৫/৯০ হলে যদি ক্লোজ করেদেন, যদি buy entry নিয়ে থাকেন তাহলে
আর যদি সেল এন্ট্রি নিয়ে থাকেন ট্রেন্ড যদি সেলের পক্ষেহয় তাহলে RSI ২০/১৮ হলে ক্লোজ করে দেন,সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

habibi
2020-10-20, 12:05 PM
টেকনিক্যাল এ্যানালিসস এর মুল সুত্র হল মার্কেট সঠিক মার্কেট ট্রেন্ড খুজে বের করা। ট্রেন্ড বুঝার জন্য অনেক ধরনের ইনডিকেটর রয়েছে। প্রায় ৮০% ইনডিকেটর মার্কেট ট্রেন্ড জানার জন্য বানানো হয়। কারন ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য মার্কেট ট্রেন্ড কি তা জানার প্রয়োজন। তার মানে এই নয় যে সবগুলো ইনডিকেটর এক সাথে ব্যবহার করা লাগবে। দুইতিনটি ইনডিকেটর ব্যবহার করলেই মার্কেট ট্রেড সম্পর্কে ধারনা পাওয়া যায়। মার্কেট ট্রেন্ডবুঝার জন্য যে ইনডিকেটরটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হল জিগজ্যাগ ইনডিকেটর। এর সাথে আমি ব্যবহার করি RSI ইনডিকেটর এবং Parabolic SAR। এই তিনটি ইনডিকেটর এক সাথে ব্যবহার করলে মার্কেট ট্রেন্ড কি ঊর্ধ্বমুখী না নিম্মমুখী তার ধারনা পাওয়া যায়। আপনারা যারা ট্রেন্ড নিয়ে জানতে চান তারাও আমার মত এই ইনডিকেটর গুলো ব্যবহার করতে পারেন।

md mehedi hasan
2020-10-22, 12:20 PM
ফরেক্স মার্কেটে ট্রেড বলতে মার্কেটের গতি বুঝায়।ফরেক্স মার্কেটে ট্রেন্ড মূলত তিন প্রকার।আপ ট্রেড ,ডাউন্ড ট্রেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড।ফরেক্স মার্কেটে আপ ট্রেন্ড ও ডাউন্ড ট্রেন্ডে ট্রেড করা উত্তম।আর সাইডওয়ে ট্রেন্ডে ট্রেড করা থেকে বিরত থাকাই ভালো।যতখন না আপনি ফ্রেশ মুভমেন্ট পাচ্ছেন ট্রেড এন্ট্রি নেওয়ার কথা চিন্তাও করবেন না।আবার আপনি ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে যাবেন না।ধরুন ইউরোইউএসডি পিয়ারে ডাউন্ড ট্রেন্ডে আছে আপনি যদি বাই এন্ট্রি নেন তাহলে বিশাল ভুল করবেন।আপনাকে অপেক্ষা করতে হবে ট্রেন্ড এর সাথে ট্রেড করার জন্য।