PDA

View Full Version : স্বল্পজ্ঞ্যানি হওয়া



Fahim420
2020-10-06, 10:07 PM
ফরেক্স ট্রেডিং এ শিখার কোন শেষ নেই। একটি স্ট্রাটিজি নিয়ে বা একটি ইন্ডিকেটর নিয়ে এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তাই আমাদের উচিত এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়ার নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটেরে প্রতিদিনের আচরণের মুলসূএ খুজে বের করতে হবে যার জন্য দরকার অধ্যবসায়ী এবং আরো জানার মনোভাব।:1f607:

ABDUSSALAM2020
2020-10-06, 11:33 PM
স্বল্পজ্ঞ্যানি হওয়া
ফরেক্স ট্রেডিং এ শিখার কোন শেষ নেই। একটি স্ট্রাটিজি নিয়ে বা একটি ইন্ডিকেটর নিয়ে এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তাই আমাদের উচিত এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়ার নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটেরে প্রতিদিনের আচরণের মুলসূএ খুজে বের করতে হবে যার জন্য দরকার অধ্যবসায়ী এবং আরো জানার মনোভাব।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

EmonFX
2020-10-07, 11:28 AM
ফরেক্স ট্রেডিং এ শিখার কোন শেষ নেই। একটি স্ট্রাটিজি নিয়ে বা একটি ইন্ডিকেটর নিয়ে এই মার্কেটে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তাই আমাদের উচিত এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জানা এবং প্রতিদিন ঘটে যাওয়ার নানা ঘটনার ব্যাপারে তৎপর হওয়া। এই মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে এবং মার্কেটেরে প্রতিদিনের আচরণের মুলসূএ খুজে বের করতে হবে যার জন্য দরকার অধ্যবসায়ী এবং আরো জানার মনোভাব।:1f607:

কখনোই স্বল্প জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করা ঠিক না। ফরেক্সে জ্ঞান অর্জন করেই তারপরে ট্রেডিং করা উচিত। ফরেক্স জ্ঞান ছাড়া ফরেক্স ট্রেডিং!! এ যেনো দিবা স্বপ্ন দেখা। আপনি যদি ড্রাইভিং এর এবিসি নলেজ নিয়েই রেসলিং প্রতিযোগিতা করতে হাইওয়ে তে নেমে পড়েন তাহলে আপনি নিশ্চিতভাবেই এক্সিডেন্ট করবেন। আপনি গাড়ি রাস্তায় চালাবেন নাকি পাশের খাদে চালাবেনে সেটা আগেই অনুমিত। অনুরুপভাবে আপনি যদি বাই এবং সেল নিতে শিখেই মনে করেন ফরেক্সের অনেক কিছু শিখে গেছি আর ট্রেড করতে শুরু করে দেন তাহলে ঐ ড্রাইভারের মতোই অবস্থা হবে।

তাই বলবো অবশ্যই ফরেক্স সম্পর্কে পূর্ন জ্ঞান নিয়েই ফরেক্স ট্রেডিং করতে হবে। ফরেক্সের সুচক, সাপোর্ট-রেসিস্টেন্স ও ফাদার অব ফরেক্স খ্যাত মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো করে জানতে হবে। অনেক স্টাডি করতে হবে এবং টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করতে হবে। সর্বপরি, কমপক্ষে ছয় মাস ডেমো প্রাকটিস করে দেন রিয়েলে ট্রেডিং এ আসতে হবে।