PDA

View Full Version : ট্রেইলিং স্টপ



abdulkuddus80
2020-10-06, 11:52 PM
আজকে আমি কথা বলবো ট্রেইলিং স্টপ নিয়ে যেটা জানা খুভই প্রয়োজন, আমরা স্টপ লস(sl)এবং টেক প্রপিট ( tp) সম্পর্কে জানি,
ট্রেইলিং স্টপ হচ্চে এমনঃ ধরুন আপনি বাই এন্ট্রি নিয়েছেন ১.২৬৫ এ
tp দিয়েছেন ১.২৮৫ এখন আপনি ট্রেইলিং স্টপ টা দিতে পারেন আপনার এনালাইসিস অনুযায়ি যেমন ১.২৭৫
অর্থাৎ মার্কেট যদি আপনার টিপি (tp) হিট না ও করে শুধু মাত্র আপনার ট্রেইলিং স্টপ এ হিট করে নিচে নেমে যায় তাহলে ও আপনার ট্রেড টি প্রফিটে ক্লোজ হবে!

EmonFX
2021-08-22, 10:20 PM
ফরেক্সে ট্রেলিং স্টপ বলতে প্রফিট বুক করার একটি আধুনিক পদ্ধতি। ট্রেলিং স্টপ ব্যবহারের মাধ্যমে আপনার প্রফিটে ট্রেডটি বিপরীত টার্ন নিলেও অন্তত কিছু প্রফিট ধরে রাখা সম্ভব। ফরেক্সে ট্রেলিং স্টপ বলতে আপনার স্টপ লসটিকে অটোমেটিক্যালি মুভ করানোকে বুঝায়। এর মাধ্যমে আপনার রানিং ট্রেডটি প্রফিট এর দিকে যতটা আগাবে, সাথে সাথে আপনার স্পষ্ট লসটি অটোমেটিক আগাতে থাকবে। অর্থাৎ ট্রেলিং স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি যত পিপস স্টপ লস ব্যবহার করবেন আপনার ট্রেডটি বর্তমান মার্কেট প্রাইস থেকে ঠিক ততো পিপস নিচে স্টপ লস সেট হবে। ধরুন আপনি কোন ট্রেড ওপেন করার পর 20 পিপস স্টপ লস দিয়েছেন। এখন মার্কেট যতটা প্রফিটে যেতে থাকবে আপনার স্টপ লসটিও সাথে সাথে অটোমেটিক্যালি আগাতে থাকবে। এর মাধ্যমে মার্কেট এগেইনস্টে গেলেও বড় ধরনের লস থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি ট্রেলিং স্টপ ব্যবহার করলে আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা পিসিতে নেট কানেকশন এবং চালু থাকতে হবে অন্যথায় ট্রেলিং স্টপ লস কাজ করে না।