PDA

View Full Version : পেন্ডিং অর্ডার কিভাবে প্লেস করব?



Talha
2015-07-23, 05:27 AM
কোন সুহ্রিদয়বান ব্যাক্তি বলেন যে পেন্ডিং অর্ডার কিভাবে প্লেস করব আমার এই ব্যপারে কোন ধারনা নেই যদি বলেন আমি উপকৃত হব।:tie:

maziz6989
2015-07-23, 10:01 PM
কোন সুহ্রিদয়বান ব্যাক্তি বলেন যে পেন্ডিং অর্ডার কিভাবে প্লেস করব আমার এই ব্যপারে কোন ধারনা নেই যদি বলেন আমি উপকৃত হব।:tie:

আপনার এমটি ৪ প্লাটফর্মের নিউ অর্ডার অপশনে ক্লিক করুন। তার পরে যে উইন্ডো অপেন হবে সেখানে পাচ নম্বর লাইনে দেখুন টাইপ লেখা আছে। এটাতে ক্নিক করুন। ওখানে লেখা আছে ইন্সটেন্ট এক্সিকিউশান । ডান পাশের এ্যরো তে ক্লিক করুন। পেয়ে গেলেন আপনার পেন্ডিং অর্ডার।

Talha
2015-07-27, 08:24 PM
ধন্যবাদ বড় ভাইদেরকে সঠিক ভাবে যথাযথ বিষয়ে গুলোকে উপস্থাপন করার জন্য কিন্তু আমার বেশির ভাগ অর্ডার লসে ক্লোজ হয় ইকোনমিক। ক্যলেন্ডার রীড করি বাই সেলের ব্যপার টা মনে হয় আমার ভুল কেঊ কি তার কৌশল আমার সাথে শেয়ার করবেন তাহলে হয়তবা লসের পরিমান আমার কিছুটা কমাতে পারব

maziz6989
2015-07-28, 10:02 PM
[QUOTE=fxtdr;96046]মার্কেট এ কোন পেয়ার এর দাম যখন নিচের দিকে থাকে এবং সেটা যদি কোন সাপোর্ট লেভেলে থাকে তাহলে ধরে নেয়া হয় যে এই কারেন্সি পেয়ার এর দাম উপরে উঠবে

মার্কেট এ কোন পেয়ার এর দাম যখন উপরের দিকে থাকে এবং সেটা যদি কোন রেজিস্ট্যান্স লেভেলে থাকে তাহলে ধরে নেয়া হয় যে এই কারেন্সি পেয়ার এর দাম নিচে নামবে তাই তখন আমরা সেল করি । QUOTE]

ভাই সবই ঠিক আছে কিন্তু আমার মনে হয় আপনি একটি জিনিস স্কিপ করে গেছেন। যদি মার্কেট প্রাইস সাপোর্ট বা রেজিসটেন্স লেভেল ব্রেক না করে রিভার্স ট্রেন্ড শুরু করে তখনই একমাত্র এই ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে অথবা আপনার লসে পড়ার সম্ভাবনা আছে। তাই এধরনের ক্ষেত্রে দেখুন রিটেস্ট হয়েছে নাকি ব্রেক হয়েছে। ধন্যবাদ।

MotinFX
2015-09-05, 09:29 AM
পেনডিং অরডার হল আপনি এহটি বাই দিয়ে রাখলেন একটি নিদিষ্ট যায়গায় যেয়ে অরডার টি কার্যকর হল তাকে পেন্ডিং অর্ডার বলে।

fxover
2015-09-15, 05:09 AM
কোন সুহ্রিদয়বান ব্যাক্তি বলেন যে পেন্ডিং অর্ডার কিভাবে প্লেস করব আমার এই ব্যপারে কোন ধারনা নেই যদি বলেন আমি উপকৃত হব।:tie:

আপনি যদি একটি পেন্ডিং অর্ডার সেট করতে চান তাহলে আগে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাকে একটি একটি নতুন অর্ডার প্লেস করার অপশন এ যেতে হবে। নতুন অর্ডার প্লেস করার জন্য আপনার সামতে একটি নতুন উইনডো পপ হবে । তারপর আপনি সেখানে Instant Execution দেখতে পাবেন এবং তার পাশেই একটি তীর চিহ্ন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন আপনি পেন্ডিং অর্ডার এর চারটি অপশন দেখতে পাবেন।

onlyfx
2015-10-22, 07:46 PM
পেন্ডিং অর্ডার সেট করা খুবই সহজ একটি ব্যাপার । আপনি যেভাবে ইন্সট্যান্ট ট্রেড করেন ঠিক সেভাবেই পেন্ডিং অর্ডার দিতে পারবেন । আপনি যখন কোন একটি নিউ অর্ডার প্লেস করেন তখন সেখানে instant execution লেখা থাকে । আপনি এখন এই লেখার পাশে যে তীর চিহ্ন আছে সেখানে ক্লিক করেন । ওখানেই pending order এর অপশন পাবেন । এরপর আপনি আপনার পচন্দমত প্রাইসে অর্দার সেট করে দেন । মার্কেট সেখানে গেলেই আপনার অর্দার ওপেন হয়ে যাবে ।

hasan019
2015-11-19, 09:35 AM
পেন্ডিং অর্ডার যেভাবে সেট করবেন।
১। নিউ অর্ডার অপশনে ক্লিক করুন।
২। পাচ নম্বর লাইনে দেখুন টাইপ লেখা আছে সেখানে গিয়ে পেন্ডিং অর্ডার সিলেক্ট করুন।

basaki
2016-01-01, 10:07 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস টেইক প্রফিট এবং পেন্ডিন অডার একটি পেইজেই ওপেন হয়ে থাকে। আপনি যদি কোন ট্রেড পেন্ডিং অডারে ওপেন করতে চান তয়াহলে ওই পেজটি ওপেন করে আপনি কতটুকু দামে ট্রেডটি পেন্ডিং করতে চান তা নির্ধারন করে ওকে দিলেই আপনার পেন্ডিং অডার হয়ে যাবে।

yasir arafat
2016-04-07, 01:14 AM
আপনি আপনার মেটাট্রেডারের নিউ অরডারে গিয়ে ড্রপডাউন মেনু থেকে পেন্ডিং অডার সিলেক্ট করুন ।তারপর পেন্ডিং অডারের সকল অপশন দেখতে পাবেন।মনে রাখবেধ পেন্ডিং অডার সিলেক্ট করার সময় ব্রোকার কতৃক নির্ধারিত নিদিষ্ট স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে হবে ।অন্যথায় ইনভ্যালিড স্টপলস টেক প্রফিট আসবে।

dwipFX
2016-05-11, 08:11 PM
আমরা অনেক সময় মার্কেটে বসে থাকতে পারিনা সে ক্ষেত্রে আমার জন্য পেন্ডিং অর্ডার সম্পর্কে জানতে পারলে আরো অনেক উপকার আসবে।। তাই সিনিয়রদের কাছে জানতে চাই কিভাবে পেন্ডিং অর্ডার করা হয়। আমার মত নতুন ট্রেডারদের অনেক উপকার আসবে।

sharifulbaf
2016-05-17, 10:45 PM
ফরেক্স মার্কেটে আমরা পেন্ডিং ট্রেড করতে পারি তার জন্য আমাদের নিদৃস্ট একটি দামে সেই অর্ডার বসিয়ে দেই যদি সেই দামে আসে তাহলে আমি অটোমেটিক ভাবে পেয়ে যাব,তাই ফরেক্স মার্কেটে আমরা পেন্ডিং অর্ডার বসিয়ে ট্রেডিং করে থাকি এর ফলে আমরা অনেক সময় ভাল প্রফিট করতে পারি।

md mehedi hasan
2016-12-04, 09:40 AM
আপনি পেন্ডিং অর্ডার করতে চাইলে প্লাটফরমে যেয়ে নিউ অর্ডারে ক্লিক করুন।এরপর দেখবেন ওখানে লেখা আছে ইন্সটেন্ট এক্সিকিউশান এর ডান পাশের এ্যরো তে ক্লিক করুন দেখবেন পেন্ডিং অর্ডার অপশনটি চলে এসেছে।এখানে ক্লিক করে আপনি পেন্ডিং অর্ডার করতে পারবেন।

kumarkhali
2016-12-04, 02:57 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু শিখে রাখা ভাল,ফরেক্স মার্কেটে এর মেতা৪ এর ভিতর যে পরিমান কাজ রইছে তা আসলে পুরটা শিখা যাবে না, তবে সব সময় ফরেক্স এর বেসিক টা শিখা জরুরী, আপ্নে যদি মার্কেট এর সামনে সব সময় বসতে না পারেন তাহলে আপ্নে পেন্ডিং অর্ডার ট্রেড দিয়া রাখতে পারেন, আর সেটা আপনাকে জানতে হবে পেন্ডিং অর্ডার কিভাবে করবেন, এটা আসলে হাতে কলমে ছাড়া বুঝান সম্ভব না,তার পরও আমি যতো টুকো বলতে পারি আর কি? প্রথম আপ্নে ট্রেড ওপেন টুল টা খুলবেন, মানে নিউ অর্ডার টুল। তার পর দেখবেনতুল। ওখানে সব কিছু দিয়া আছে।

FxShuvo
2016-12-05, 04:46 PM
কিভাবে অর্ডার এবং পেন্ডিং অর্ডার সেট করবেন তার ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য নিচের এই লিঙ্কটি অনুসরন করুন-
https://www.instaforex.com/bd/video_trading_with_instaforex
ধন্যবাদ

nbfx
2016-12-13, 10:15 PM
মেটা ট্রেডার ৪ এ নিউ অর্ডার ফর্ম ওপেন করলে ৫ম ধাপে টাইপে পেন্ডিং অর্ডার সিলেক্ট করে দিলেই ৪ রকম পেন্ডিং অর্ডার দিতে পারবেন। পেন্ডিং অর্ডার গুরুত্বপূর্ণ নিউজের ২ঘন্টা পূর্বে ১০০ পিপস নিচে এবং ১০০ পিপস উপরে পেন্ডিং অর্ডার সেট করতে পারেন ।

riponinsta
2016-12-31, 12:40 PM
আপনি ফরেক্স মার্কেট এ পেন্ডিং অর্ডার এর মাধ্যমে টেড করতে পারবেন এর জন্য আপনাকে করতে হবে চাট এ রাইট বাটন কিলিক করলে আপনি বাই লিমিট আর সেল লিমিট পাবেন আপনি বাই করলে বাই সেল করলে সেল টেড হবে । আপনি যেই জাইগাই মাউস এর রাইট বাটন কিলিক করবেন সেই যাই গাই পেন্ডিং অর্ডার চালু হবে । আপনি নিউ অদার এর মাধ্যমে পেন্ডিং অর্ডার চালু করতে পারবেন ।

Mamun13
2017-11-20, 09:24 PM
পেন্ডিং অর্ডারের জন্য ৪ ধরনের অপশন আছে সেগুলো দেখেন এবং ডেমোতে কিছুদিন প্র্যাকটিস করুন৷পেন্ডিং অর্ডার সেট করার জন্য প্রথমে সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার চিনতে হবে,জানতে হবে৷অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণ এই পেন্ডিং অর্ডারের মাধ্যমে প্রফিটেবল ট্রেড করে থাকেন৷

SUROZ Islam
2019-10-13, 05:11 PM
পজিশনাল ট্রেডার, প্রাইস একশন ট্রেডার, হেজ ফান্ড ট্রেডার, স্ক্যাল্পার, নিউজ টাইম ট্রেডারসহ প্রায় সকল ধরনের ট্রেডারের ক্ষেত্রেই পেন্ডিং অর্ডার সমানভাবে ব্যবহৃত হয়। ধরে নিন কোন একটি পেয়ারের বর্তমান মুল্য ১০ টাকা চলছে। আপনি নিউজ এনালাইসিস বা চার্ট এনালাইসিস করে ধারনা করলেন যে, মার্কেট মুল্য যদি ১৫তে যায়, তবে বাই ট্রেড ওপেন করতে হবে। অর্থাৎ মার্কেট আরও উপরে যেতে পারে। অথবা মার্কেট মুল্য যদি নেমে ৫ এ চলে আসে, তবে সেল ট্রেড ওপেন করতে হবে। কারন মার্কেট আরও নেমে যাবার সমূহ সম্ভাবনা আছে। এখন আপনি অতিরিক্ত দুশ্চিন্তায় থাকবেন এই ভেবে যে, মার্কেট প্রাইস কখন বুঝি ১৫ তে টাচ করল। অথবা কখন বুঝি ৫ এ নেমে আসল!
এই চিন্তায় হয়তো আপনি ঘুমাতেও পারছেন না ঠিক মত। আবার এমনও হয়, মার্কেট যখন ১৫ বা ৫ ক্রস করছে ঠিক তখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুম থেকে উঠে দেখলেন যে প্রফিটের পরশ পাথর বাচ্চা দিয়ে ফেলেছে। আর তা আপনার হাতছাড়া হয়ে গেছে, এমন অবস্থায় কি করেন আপনি? মাথার চুল ছিড়েন? নাকি ছিড়তে ইচ্ছে করে? 😅
এমন পরিস্থিতিতেই পেন্ডিং অর্ডার ব্যবহার করা হয়। তারমানে কোন নির্দিষ্ট প্রাইসে পেন্ডিং অর্ডার সেট করলে মার্কেট সেই প্রাইসে পৌছলে আপনি মার্কেটে থাকেন বা না থাকেন, অটোমেটিক ট্রেড চালু হয়ে যাবে। অর্থাৎ বাদ যাচ্ছে না একটি এন্ট্রিও।
এবার সহজ করে বললে, আপনার এনালাইসিস অনুযায়ী এন্ট্রি পয়েন্ট যদি বর্তমান রানিং প্রাইস থেকে দূরে থাকে, তাহলে যে সিস্টেম ফলো করলে আপনি মার্কেটে না থাকলেও মার্কেট এন্ট্রিপয়েন্টে আসলেই আপনার ট্রেড ওপেন হয়ে যাবে। এই সিস্টেমকেই পেন্ডিং অর্ডার বলা হয়। বাই ও সেল এন্ট্রির জন্য দুটো করে পেন্ডিং অর্ডারের সিস্টেম আছে।
বাই এন্ট্রির ক্ষেত্রে, ১) বাই লিমিট (Buy Limit), ২) বাই স্টপ (Buy Stop),
সেল এন্ট্রির ক্ষেত্রে, ১) সেল লিমিট (Sell Limit), ২) সেল স্টপ (Sell Stop)
এখানে বাই লিমিট বা সেল লিমিট তখনই সেট করবেন যখন মার্কেটে আপনার এন্ট্রি পয়েন্ট এমন জায়গায় থাকে যেখানে আসতে মার্কেটকে পুলব্যাক করে আসতে হবে। ছবিতে দেখলেই বুঝতে পারবেন আশা করি। আবার বাই স্টপ বা সেল স্টপ তখনই সেট করবেন যখন আপনার এন্ট্রি পয়েন্ট মার্কেটের গতিপথেই রয়েছে। মার্কেট সরাসরি আরও কিছুদুর মুভ করলেই এন্ট্রি পয়েন্ট পেয়ে যাবে। ছবিতে এটিও দেওয়া আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। উপরোক্ত ২+২=৪ টি পেন্ডিং অর্ডার ছাড়া আর কোন পেন্ডিং অর্ডার নেই। আপনি চাইলে আপনার স্ট্রাটেজীকে ব্যবহার করে পেন্ডিং অর্ডার সিস্টেম কাজে লাগিয়ে হাতছাড়া হতে যাওয়া সকল এন্ট্রিগুলো সফলভাবে ধরতে পারবেন। আপনার প্রফিট রেশিও আরও বৃদ্ধি পাবে।
আপনার জন্য অনেক শুভকামনা রইল 🙏�

Rokibul7
2019-11-04, 12:51 AM
মোবাইল দিয়ে instant execution ওপশনে ক্লিল করে লেখা আশে বাই লিমিট সেল লিমিট বাই স্টপ সেল স্টপ
।পেনডিং ওডার বা কোন এ্যারো চিহ্ন খুজে পাচ্ছি না।আমি আসলে বুজতে পারছি না যে পেনডিং ওডার কোথা থেকে সিলেক্ট করবো।

FX7
2019-11-23, 01:55 PM
আমি আমার মোবাইল দিয়ে পেন্ডিং ওপশনটা খুজে পাচ্চই না।কোথাও কোন এ্যারো চিন্হ দেখতে পাচ্ছি না।

Fxhuman
2020-01-19, 11:39 PM
আপনি আপনার মেটাট্রেডারের নিউ অরডারে গিয়ে ড্রপডাউন মেনু থেকে পেন্ডিং অডার সিলেক্ট করুন ।তারপর পেন্ডিং অডারের সকল অপশন দেখতে পাবেন।মনে রাখবেধ পেন্ডিং অডার সিলেক্ট করার সময় ব্রোকার কতৃক নির্ধারিত নিদিষ্ট স্টপ লস এবং টেক প্রফিট সেট করতে হবে ।অন্যথায় ইনভ্যালিড স্টপলস টেক প্রফিট আসবে।

Fxxx
2020-01-23, 12:51 PM
আপনি এমটিফোর এ যেখানে যেয়ে ট্রেড করেন সেখনে একটি লেখা দেখবেন ইনস্টান্ট এক্সকিউশন। ওখানে চারটি অপশন রয়েছে যেমন বাই লিমিট সেল লিমিট, আপনি নিজের পজিশনটা বসিয়ে দিলে ট্রেড অটো ওপেন যাবে সেই পজিশনে পৌছালে।

amreta
2020-01-25, 11:05 AM
ইউএসএডিএফএফ-এ প্রবেশের ব্যাখ্যা: - ফটোটি নিজেকে সুপার সরল এবং অনুসরণযোগ্য সহজে ব্যাখ্যা করে। সর্বদা খুব ভাল এন্ট্রি বাছাই করুন। একীকরণের উদাহরণ রয়েছে এবং আপনি ভাবতে পারেন (দামগুলি যখন ভেঙে যায় তখন আমি প্রবেশ করতে যাচ্ছি) তখন আপনি এখানে এবং সেখানে হুইপসগুলির মুখোমুখি হচ্ছেন। মূল্য খুব ট্রেন্ডি হলে কেবল প্রবেশ করুন এবং আপনি স্কাল্পিংয়ের মধ্যে থাকলে বেশ কয়েকটি শালীন পিপস পান।

FREEDOM
2020-06-20, 10:03 PM
কোন সুহ্রিদয়বান ব্যাক্তি বলেন যে পেন্ডিং অর্ডার কিভাবে প্লেস করব আমার এই ব্যপারে কোন ধারনা নেই যদি বলেন আমি উপকৃত হব।:tie:

হ্যা পেন্ডিং অর্ডার অনেক সময়েই করার প্রয়োজন পড়ে বিশেষ করে নিউজ রিলিজের আগে অনেকেই পেন্ডিং অর্ডার দিয়ে রাখে। সকল ব্রোকারেই বা প্লাটফর্মে পেন্ডিং অর্ডার দেওয়ার সুযোগ থাকে বিভিন্ন অপশনের মাধ্যমে। কয়েকটি অপশনের দ্বারা আপনি পেন্ডিং অর্ডার সেট করতে পারেন যেমন বাই লিমিট, বাই স্টপ, সেল লিমিট, সেল স্টপ এসব অপশনের দ্বারাই মুলত পেন্ডিং অর্ডার করা হয়ে থাকে।