Log in

View Full Version : ৫০২ ব্যাড গেটওয়ের কারন কী?



mamun93
2015-07-24, 01:12 AM
আপনারা যারা ফরেক্সের এই ফোরামে আমার মত কাজ করেন তারা নিশ্চই লক্ষ করেছেন আজ কয়েক রাত যাবত হঠাত ফোরামে পোস্ট করতে করতে কাজ কারা বন্ধ করে দিতে হচ্ছে একটি অ্যালাটের কারনে আর সেটি হল ৫০২ ব্যাড গেটওয়ে। আমারতো মনে হয় এই সমস্যার মূল কারন হল ফোরামের সার্ভারের টেকনিক্যাল সমস্যা আমার অনেক পরিচিত ফরেক্স ট্রেডারদের কাছে জিজ্ঞাসা করেছি তারাও একই সমস্যার কথা বলেছে এ ব্যাপারে আপনি কতটা চিন্তিত এবং আপনার মতামত কি জানতে চাই এবং অন্যদেরও জানাতে চাই।

arpon2015
2015-07-24, 01:50 AM
হ্যা আমি আপনার সঙ্গে একমত এই কয়দিন ফোরামে কাজ করতে করতে থেমে যেতে হচ্ছে ৫২০ ব্যাড গেটওয়ে আসছে প্রথমে আমি বেশ চিন্তিত ছিলাম তারপর আমার কয়জন বন্ধুর সঙ্গে সেয়ার করে জানতে পারলাম তাদেরও একই সমস্যা তারপর বুঝলাম এটি সার্বারের সমস্যা।

AbuRaihan
2015-12-17, 12:11 AM
আমিও আপনাদের মত একই সমস্যয় প্রায় কয়েকদিন যাবত ভুগতেছি ৤ আসলে ফোরামে আমরা নিয়মিত বিভিন্ন কাজের জন্য থাকতে পারি না যার কারণে ফোরামে খুব কম আসা হয় ৤ তাই আমি ফোরামে গত কয়েকদিন ধরে নিয়মিত আসার চেষ্টা করছি ৤ কিন্ত প্রায় সময় আমি ৫০২ বেট গেটওয়ের একটা লেখা পাচ্ছি এবং পুরো পেজটা কানেক্ট ফেইল দেখাচ্ছে ৤ আমার মনে হয় কোন ধরনের টেকনিকেল সমস্যর কারণে হচ্ছে ৤ আশা করি দ্রুত সমাধান হযে যাবে ইনশাআল্লাহ ৤

Realifat
2015-12-17, 08:38 AM
এই ব্যাপারে আমি মূলত চিন্তিত নয়। কারন ৫০২ ব্যাড গেটওয়ে তখনই হয় যখন ফোরামের সার্ভারের টেকিনিকাল সমস্যা তৈরি হয়। এই টেকিনিকাল সমস্যা আমার মনে হয় খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। হয়তবা সাময়িক সমস্যা তাছাড়া কিছুই না। এজন্য আমি ৫০২ ব্যাড গেটওয়ের জন্য মোটেই চিন্তিত হতে চাই না তবে ভবিষ্যতে বিষয়টা গুরুতর হলে অবশ্যই ভাববো।

HKProduction
2015-12-17, 08:59 AM
আমিও কাল এ সমস্যায় পড়েছি। প্রায় সারাদিন খুব মন খারাপ ছিল। এ কারনে অনেকগুলো ছবি ধরতে পারি নি। আমাদের এই সমস্যার কারনে আমরা পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে বাধ্য হয়েছি। আজ সকাল থেকে ভালই দেখছি। আশা করি দিনটা ভালই যাবে। সবাই ভাল থাকবেন ও ভালভাবে পোস্ট করবেন।

sharifulbaf
2016-01-10, 03:55 PM
আমরা বাংলা ফরেক্স ফোরামে কাজ করা সময় আমরা ৫০২ ব্যাড গেটওয়ে দেখি সেই সময়ে প্রতি পোস্টের সময় একই লেখা দেখি তা থেকে বাচার জন্য লগ আউট করে পুনরায় লগ ইন করলে দেকবেন আর সে রকম দেখায় না, তাই পরে অনেক পোস্ট দিতে পারবেন,এবং পোস্ট বিরত থাকবেনা।

yasir arafat
2016-04-07, 08:36 PM
এটা মাঝে মাঝে হয়ে থাকে,কারণ সার্ভারের উপর মাত্রাতিরিক্ত লোড পড়লে তা তখন এরকম মেসেজ দেখায়।এটি ওয়েব সাইটের একটি পলিসি।যাতে সাইটটা ভালভাবে তাদের পলিসি অনুযায়ী কাজ করতে পারে।আর নেটের কানেকশন আর আইপি যদি ব্লক হয়ে থাকে তাহলে যেকোন ওয়েব সাইট এরর মেসেজ দেখাতে পারে।আসা করি বুঝতে পেরেছেন।

Moon
2016-06-19, 12:14 AM
আমার এখানেও মাঝে মধ্য আসে । আর এটা হতে পারে শুধুমত্র সার্ভারের ব্রেক ডাউনের কারণে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা কাজ করি তারা অবশ্যই এটার ব্যাপারে সচেতেন যে আমাদেরকে ছোট খাট এসবে বিষয় সেক্রিফাইস করতে হবে । কেননা এসব বিষয়ে সেক্রিফাইস করতে না পারলে নিজের মধ্য প্রেশার বেড়ে যাবে ।

tarekbsl101
2016-10-26, 10:28 PM
আমার সাথে এখন প্রযন্ত এই সমস্যা হয়য় নি
তাই ফরে হলে অন্তত টেনশমক্ত থাকব

nazib72
2016-12-21, 04:03 PM
আমরা যারা ফরেক্স এর ফোরামে কাজ করি তারা সকলেই এই সমস্যায় পড়ী।আমী ও আপনাদের মত এটাই ভেবেছি যে এটা সার্ভারের সমস্যার কারনে হয়েথাকে। তাই এখানে আমদের কিছুই করনীয় নেই এই সমস্যা সমাধানের জন্য শুধু ব্রকারই করতে পারে আরো উন্নত সার্ভার ব্যাবহার করে।

Competitor
2016-12-21, 05:02 PM
৫০২ ব্যাড গেটওয়ের কারণ হতে পারে সার্ভারগত সমস্য । কেননা আমরা অনেক বেশি ট্রেডার এখানে ট্রেড করি । আর সবসময় সার্ভার প্রচুর ব্যাস্ত থাকে । যার কারণে মাঝে মধ্য খুব অল্প সময়ের জন্য হ্যাঙক হয়ে যেতে পারে । তবে এটা কোন বড় ধরনের সমস্য নয় । খুব সাময়িক একটা সমস্য এটা । তবে মনে রাখতে হবে যে এই সমস্য যেন বেশিক্ষণ চলতে থাকলে বিকল্প উপায়ে ট্রেড করতে হবে ।

FOREX.NB
2016-12-21, 10:06 PM
৫০২ ব্যাড গ্যাটওয়ে হচ্ছে ব্রকারের সার্ভারের প্রব্লেম হবার কারনে এলার্ট যার দ্বারা আমরা সার্ভারের প্রব্লেম হয়েছে বুঝতে পারি এটা সাময়িক সমস্যা এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারন নেই।প্রথমে যখন এটা দেখলাম আমি এক্টূ ভেবেছিলাম এটা কী হচ্ছে।তার পরই মনে হল সার্ভারের সমস্যা হয়ত।

maziz6989
2017-06-27, 06:02 PM
এটা হতে পারে অনেক গুলো কারণে। অনেক সময় সার্ভার রেসপন্ড করে না আবার অনেক সময় ইউজার বেশি থাকার কারণে ওয়েব সাইট রেসপন্ড করতে দেরি হয়। একটা নির্দিষ্ট সময়ের ভেতর ওয়েব সাইট রেসপন্ড না করলে মজিলা বা যে কোন ব্রাইজার সে ক্ষেত্রে ৫০২ ব্যাড গেইটওয়ে সো করে।

Mamun13
2018-01-30, 08:56 PM
এধরনের সমস্যা অনলাইনের বিভিন্ন পেইজে মাঝে মধ্যে দেখা যায়৷ফোরাম চালু করার পরে অনেক দিন এই সমস্যা হতো৷কিন্তু ফোরাম গত বছর আপডেট করার পর এখন পর্যন্ত এই সমস্যা আমি দেখি নাই৷আশা করি ফোরামের কার্যক্রম ভবিষ্যতে আরোও মজবুত ও আরোও অত্যাধুনিক হবে৷

samun
2022-01-12, 10:27 AM
ভাই সর্বপ্রথম এ বিষয় নিয়ে আমি মনে করেছিলাম হয়তো বা আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম এটি সার্ভারের আপডেট চলার কারণে এই সমস্যাটি দেখা দিয়েছিল পরবর্তীতে তা আবার ঠিক হয়ে যায় কিন্তু আসলে এর সঠিক বিষয়বস্তু কি এটি আমার জানা নেই এবং এর প্রেক্ষিতে আমি অভিজ্ঞদের মতামত খুব একটা পাইনি

FRK75
2022-05-12, 10:00 AM
আমি আপনার সঙ্গে একমত এই কয়দিন ফোরামে কাজ করতে করতে থেমে যেতে হচ্ছে ৫২০ ব্যাড গেটওয়ে আসছে প্রথমে আমি বেশ চিন্তিত ছিলাম তারপর আমার কয়জন বন্ধুর সঙ্গে সেয়ার করে জানতে পারলাম তাদেরও একই সমস্যা তারপর বুঝলাম এটি সার্বারের সমস্যা।ফরেক্স এর ফোরামে কাজ করি তারা সকলেই এই সমস্যায় পড়ী।আমী ও আপনাদের মত এটাই ভেবেছি যে এটা সার্ভারের সমস্যার কারনে হয়েথাকে। তাই এখানে আমদের কিছুই করনীয় নেই এই সমস্যা সমাধানের জন্য শুধু ব্রকারই করতে পারে আরো উন্নত সার্ভার ব্যাবহার করে।

jasminbd
2022-05-12, 10:24 AM
502 Bad Gatway হল এটি একটি সার্ভার সংক্রন্ত সমস্যা। আবার অনেক সময় ভিপিএন বা প্রক্সি অন থাকলে এই ধরনের সমস্যা হয়ে থাকে। ফরেক্স বাংলা ফোরামে আগে অনেক সময় এই সমস্যা দেখা যেত কিন্তু বর্তমানে এই ফরেক্স বাংলা ফোরামে বর্তমানে এই ধরনের সমস্যা তেমন লক্ষ করা যায় না। তবে যদি এই সমস্যা দেখা দেয় তবে ভয়ের কোন কারন এই। এই ধরনের সমস্যা সর্বচ্চো ১ ঘণ্টার মত স্থায়ী হয়ে থাকে। এর পরে ফোরাম আবার ঠিক হয়ে যায়। বিগত ৪/৫ মাস আমি 502 Bad Gatway এই সমস্যা এক বারের জন্য সম্মুখীন হয়নি। মনে হয় তারা তাদের সার্ভার অনেক বেশি শক্তিশালী করেছে।

Mas26
2022-05-12, 03:33 PM
এই ব্যাপারে আমি মূলত চিন্তিত নয় কারন ৫০২ ব্যাড গেটওয়ে তখনই হয় যখন ফোরামের সার্ভারের টেকিনিকাল সমস্যা তৈরি হয়।এই টেকিনিকাল সমস্যা আমার মনে হয় খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না।সাময়িক সমস্যা তাছাড়া কিছুই না।এজন্য আমি ৫০২ ব্যাড গেটওয়ের জন্য মোটেই চিন্তিত হতে চাই না তবে ভবিষ্যতে বিষয়টা গুরুতর হলে অবশ্যই ভাববো।আমারতো মনে হয় এই সমস্যার মূল কারন হল ফোরামের সার্ভারের টেকনিক্যাল সমস্যা আমার অনেক পরিচিত ফরেক্স ট্রেডারদের কাছে জিজ্ঞাসা করেছি তারাও একই সমস্যার কথা বলেছে এ ব্যাপারে আপনি কতটা চিন্তিত এবং আপনার মতামত কি জানতে চাই এবং অন্যদেরও জানাতে চাই।এটি ওয়েব সাইটের একটি পলিসি।যাতে সাইটটা ভালভাবে তাদের পলিসি অনুযায়ী কাজ করতে পারে।আর নেটের কানেকশন আর আইপি যদি ব্লক হয়ে থাকে তাহলে যেকোন ওয়েব সাইট এরর মেসেজ দেখাতে পারে।আসা করি বুঝতে পেরেছেন।

souravkumarhazra6763
2022-05-13, 09:29 AM
আসলে ৫০২ ব্যাড গেট ওয়ে এটা আমাদের ফোরাম সাইট এর কনো সমস্যা না,এই টা আসলে আমাদের নেট স্পীড এর সমস্যা,আমাদের দেশ এ এখনো ইন্টারনেট স্পীড এর অনেক সমস্যা আছে,আমি ও আমার পোস্ট এর সময় এই সকল সমস্যা তে পরতাম,বেশিরভাগ সময় আমি পোস্ট করতে পারতাম না,এই ঝালেমা নিরসন এর জন্য এখন ভালো ইন্টারনেট স্পীড সেবার নেট নিয়েছি,এখন আগের তুলনায় এই সমস্যা আর নেই ভালো ভাবে পোস্ট দিতে পারছি।