PDA

View Full Version : পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী



DhakaFX
2020-10-07, 07:00 PM
http://forex-bangla.com/customavatars/1372708048.jpg
চলতি বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে প্রাপ্তরা হলেন, রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ। তাদের মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুইজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের ভবিষ্যদ্বাণী বলিষ্ঠকরণে ব্যাকহোল আবিষ্কারের জন্য রজার পেনরোজকে নোবেল অর্ধেক দেওয়া হয়েছে। এবং আমাদের ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্টের আবিষ্কারের জন্য রেইনহার্ড গেঞ্জেল এবং আন্দ্রে গেজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেকের অর্ধেক করে।