Log in

View Full Version : কোন কারেন্সি পেয়ারে ট্রেড করলে কম রিস্কে বেশি প্রফিট করা যায়?



Starship
2020-10-07, 11:25 PM
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা সবাই চাই যে পেয়ারে রিস্ক কম ও প্রফিট বেশি সেই পিয়ারে ট্রেড করার জন্য। আমার জানামতে ইউরো ইউএসডি একটি নিরাপদ পেয়ার যেখানে কম রিস্ক নিয়ে প্রফেট করা যায়। অন্যদিকে গোল্ড হলো তুলনামূলক একটু রিস্ক পেয়ার তবে মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করলে এখান থেকে দ্রুত প্রফিট করা যায়। আপনাদের মতে কোনটি নিরাপদ পেয়ার?

ABDUSSALAM2020
2020-10-07, 11:35 PM
কোন কারেন্সি পেয়ারে ট্রেড করলে কম রিস্কে বেশি প্রফিট করা যায়?
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা সবাই চাই যে পেয়ারে রিস্ক কম ও প্রফিট বেশি সেই পিয়ারে ট্রেড করার জন্য। আমার জানামতে ইউরো ইউএসডি একটি নিরাপদ পেয়ার যেখানে কম রিস্ক নিয়ে প্রফেট করা যায়। অন্যদিকে গোল্ড হলো তুলনামূলক একটু রিস্ক পেয়ার তবে মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে ট্রেড করলে এখান থেকে দ্রুত প্রফিট করা যায়। আপনাদের মতে কোনটি নিরাপদ পেয়ার?সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

K.K.BABY
2020-10-08, 08:36 AM
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে আপনাকে অবশ্যই কারেন্সি নির্ধারণ করতে হবে।কারন কোন কারেন্সি কেমন আচরণ করে তা আমাদের যানা খুব প্রয়োজন।আমি মনে করি যারা একদম নতুন তারা মেজর কারেন্সি গুলোতে ট্রেড করলে বেশি লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে।আর ব্যালেন্স ও হারাতে হবেনা।তাই এই কারেন্সি গুলো নিয়ে বেশি বেশি এনালাইসিস করে তার পর ট্রেড এন্ট্রি নেওয়া উচিত।মেজর কারেসি গুলোঃঃ eurusd,gbpusd,usdcad,usdjpy, এই গুলো তে ভালো ভাবে এনালাইসিস করুন তাহলে মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন।

habibi
2020-10-08, 04:08 PM
ঝুঁকি-বিমুখ ট্রেডারদের জন্য:

ইউরোপীয় সেশন ট্রেডারদের জন্য মধ্যম থেকে উচ্চ ঝুঁকির সম্ভাবনা থাকে। এই অধিবেশনের সময়, ইউরোপীয় মুদ্রার সঙ্গে প্রাইস পরিবর্তন দ্রুত এবং অনিয়ন্ত্রিত হতে পারে,উরোপীয় মুদ্রার সঙ্গে মূল্য পরিবর্তন দ্রুত এবং অনিয়মিত হতে পারে, বিশেষত ইউরোপীয় অধিবেশন বন্ধ হওয়ার পরে।

এই সেশনের সময় কম ঝুঁকির কারেন্সি পেয়ারগুলো হল:
Eur/gbp
eur/chf
nzd/usd

এই সময় গড়ে ৪৫ পিপ্স উঠানামা করে

EmonFX
2021-08-22, 08:43 PM
কম রিস্ক নিয়ে ট্রেডিং করতে হলে আপনাকে অবশ্যই মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করতে হবে। মেজর কারেন্সি পেয়ার গুলো একটি নির্দিষ্ট ট্রেন্ড মেনে মুভিং করে থাকে। আমরা অনেকে শুরুতেই বেশি প্রফিট করার আশায় মেজর কারেন্সি বাদ দিয়ে বিভিন্ন ধরনের মেটাল, যেমন- গোল্ড, সিলভার অথবা অয়েলে ট্রেড নিয়ে বসি। আর এটাই অতি দ্রুত ব্যালেন্স হারানোর এবং মার্কেট থেকে ছিটকে পড়ার মূল কারণ। বিশেষ করে নভিস ট্রেডাররা এই কাজগুলো করে থাকেন। ফরেক্স ট্রেডিং এর শুরুতে মেজর কারেন্সি, যেমন- eurusd, usdeur, gpbusd, usdjpy, audusd, usdcad ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা উচিত। এসব কারেন্সিতে ট্রেড করলে আপনি প্রফিট কম করলেও বড় ধরনের লস করার সম্ভাবনা খুবই কম থাকে। হাই ভলাটাইল কারেন্সিতে ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা এবং মূলধনের দরকার রয়েছে। কমপক্ষে 2/3 বছরের ট্রেডিং অভিজ্ঞতা ছাড়া এসব হাই ভোলাটাইল পেয়ারে ট্রেড করা উচিত নয়।

md mehedi hasan
2021-08-23, 06:05 AM
ফরেক্স মার্কেটে এমন কোন কারেন্সি পিয়ার খুজে পাবেন না যে কম রিক্স নিয়ে বেশি প্রফিট করতে পারবেন।কম রিক্স নিয়ে বেশি প্রফিট তো নির্ভর করে আপনার ট্রেডিং স্ট্রেজি এর উপর।তবে আপনি ফরেক্স মার্কেটে মেজর পিয়ার গুলোতে ট্রেড করতে পারেন।কারন ফরেক্স মার্কেটে মেজোর পিয়ার গুলোর আচারন ভালো।আপনি সহজেই প্রফিটেবল ট্রড এন্ট্রি নিতে পারেন।এর মধ্যে সবচেয়ে ভালো ও জনপ্রিয় হলো ইউরোইউএসডি পিয়ার।