PDA

View Full Version : অস্থায়ী শ্রমিকদের ভিসা নীতিমালা কঠোর করছে যুক্তরাষ্ট্র



kohit
2020-10-08, 04:16 PM
জনপ্রিয় এইচ-ওয়ানবি ভিসার বিধিনিষেধগুলো আরো কঠোর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এতে বিদেশীদের, বিশেষত ভারত ও চীনের অধিবাসীদের জন্য এই ভিসা পাওয়া আরো কঠিন হয়ে দাঁড়াবে। খবর বিবিসি।

এইচ-ওয়ানবি ভিসার মাধ্যমে সাধারণত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় দক্ষ বিদেশী কর্মীদের যোগদানের অনুমতি দেয়া হয়। প্রতি বছর অন্তত ৮৫ হাজার বিদেশী এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। দেশটিতে এখনো প্রায় পাঁচ লাখ মানুষ এই ভিসা নিয়ে বসবাস করছে। মার্কিন শ্রম দপ্তরের হিসাবে, এইচ-ওয়ানবি ভিসাধারীদের দুই-তৃতীয়াংশই ভারতীয় নাগরিক। এছাড়া ১০ শতাংশ এসেছে চীন থেকে।

ট্রাম্প প্রশাসন বলছে, মার্কিন প্রযুক্তি জায়ান্টরা এই ভিসা সুবিধার অপব্যবহার করে মার্কিনিদের বাদ দিয়ে কম বেতনে বিদেশীদের নিয়োগ দিচ্ছে। এক যৌথ ঘোষণায় মার্কিন শ্রম দপ্তর ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানায়, এইচ-ওয়ানবি ভিসার যোগ্যতায় ‘বিশেষায়িত পেশা’র সুযোগ আরো সংকীর্ণ করা হচ্ছে। তবে নতুন নিয়মে এই ভিসাধারী কর্মীদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে।

বণিক বার্তা