PDA

View Full Version : অ্যাপল তার ৫জি আইফোন উন্মোচিত করবে ১৩ই অক্টোবর!



FXBD
2020-10-08, 05:26 PM
12506
রয়টার্সের প্রতিবেদন সুত্রে জানা যায় অক্টোবরের ১৩ তারিখ বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপল তার ৫জি আইফোন উন্মোচন করতে পারে। অ্যাপলও অনেকটা সেরকমই ইঙ্গিত দিয়েছে। ঐ অনুষ্ঠানের দাওয়াতেই নতুন, দ্রুততর নেটওয়ার্কিং সক্ষমতা দেখানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি মধ্য সেপ্টেম্বরেই নতুন আইফোন-১২ দেখায় অ্যাপল, আর মাসের শেষ ভাগে সেগুলো বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। এবার করোনাভাইরাস সংকটের কারণে সেপ্টেম্বরে নতুন আইফোন দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। বিশ্লেষকরা আগেই বিনিয়োগকারীদের সতর্কবার্তা জানিয়েছিলেন, অক্টোবরের আগে নতুন আইফোন আসবে না এবার। তাদের কথা সত্যি প্রমাণ করে দিয়েই সেপ্টেম্বরে অ্যাপল ওয়াচ, আইপ্যাড মডেল দেখিয়ে আয়োজন শেষ করে দেয় অ্যাপল। বিশ্লেষকদের ধারণা, আসন্ন আয়োজনে নতুন ৫জি সক্ষমতার আইফোন দেখাবে অ্যাপল। নতুন এয়ারপডস ‘ওভার ইয়ার ওয়্যারলেস হেডফোন’ ও ট্যাগস আসতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তারা। তাদের ভাষ্যে, ট্যাগস-এ তারবিহীন তরঙ্গ ব্যবহার করে হারানো বস্তু খুঁজে পাওয়ার ক্ষমতা থাকবে। করোনাভাইরাস মহামারীর মধ্যেও অ্যাপলের শেয়ার দর বেড়েছে এ বছর। বাসা-থেকে-কাজ সংশ্লিষ্ট সেবা ও পণ্য বিক্রি করার মাধ্যমেও ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বরে দুই তারিখ অ্যাপলের শেয়ার দর রেকর্ড উচ্চ মূল্য থেকে নেমে এলেও তা প্রতিষ্ঠানটির বাজার মূল্যে খুব একটা প্রভাব ফেলেনি।
শেয়ার বাজার মূল্যে অ্যাপল এখনও দুই লাখ কোটি মার্কিন ডলারের প্রতিষ্ঠান।