View Full Version : আজকের গোল্ড পেয়ারের অবস্থা
Starship
2020-10-09, 12:17 AM
12510
হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি।
আজকে আমরা গোল পেয়ারের বিষয়ে ডিস্কাস করব লাস্ট কয়েকদিন ধরে গোল্ডের বাজার অস্থিতিশীল রয়েছে। অসহায় ভাবে দাম বাড়ছে এবং কমছে যা প্রত্যাশার বাইরে। তবে গত কাল থেকে গোল্ডের প্রাইস ১৮৮০ থেকে ১৯০০ এর মধ্যে অবস্থান করছে। আশা করা যায় এটা খুব শীঘ্রই ঊর্ধ্বগতি ধারণ করবে। আপনাদের মতে কোন দিকে মুভমেন্ট করতে পারে।
ABDUSSALAM2020
2020-10-09, 11:08 PM
আজকের গোল্ড পেয়ারের অবস্থা
Name: received_635627273794942.jpeg Views: 3 Size: 47.0 KB
হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি।
আজকে আমরা গোল পেয়ারের বিষয়ে ডিস্কাস করব লাস্ট কয়েকদিন ধরে গোল্ডের বাজার অস্থিতিশীল রয়েছে। অসহায় ভাবে দাম বাড়ছে এবং কমছে যা প্রত্যাশার বাইরে। তবে গত কাল থেকে গোল্ডের প্রাইস ১৮৮০ থেকে ১৯০০ এর মধ্যে অবস্থান করছে। আশা করা যায় এটা খুব শীঘ্রই ঊর্ধ্বগতি ধারণ করবে। আপনাদের মতে কোন দিকে মুভমেন্ট করতে পারে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।
Starship
2020-10-21, 07:50 PM
12641
Amtn-gold-2020-10-02
হ্যালো ফরেক্স ট্রেডার বন্ধুরা মেঘলা দিনের শীতল আবহাওয়ার শুভেচ্ছা রইলো। আশা করি সকলে খুব ভালোভাবে ট্রেডিং কৌশল প্রয়োগ করে অনেক মুনাফা করছো এই কামনায় আজকে আমরা গোল্ড পেয়ারের এনালাইসিস বা প্রেডিকশন শুরু করছি। গত ১৫ তারিখের পর থেকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো গোল্ড পেয়ারে ১৯৯৫ থেকে ধীরে ধীরে উদ্ধোমুখী অবস্থান করছে। যদিও খুব বেশি মুভমেন্ট করছে না। এ অবস্থায় সার্পোট হলো ১৯৮৫ এবং রেসিস্টেন্স দাড়ায় ১৯২৫। বর্তমানে মার্কেট ১৯২৩ মুভমেন্ট করছে। এটি যদি ১৯২৮ অতিক্রম করতে পারে তাহলে আরো বেশি উপরে উঠাড় সম্ভাবনা বেশি। তাই এক্ষেত্রে আমি বাই নেওয়ার চিন্তা করছে। আপনাদের মতামত কি?
ধন্যবাদ সবাইকে।
Starship
2020-10-22, 11:27 PM
12658
আসসালামু আলাইকুম সকল ফরেক্স ট্রেডার আজকের সপ্তাহের শেষ দিনে আপনারা সকলেই ভালো আছেন। কিছু ক্ষন পর মার্কেট ক্লোজ হয়ে যাবে। তাই শেষ মহুুর্ত্বে ট্রেড করা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। আজ এখন গোল্ড পেয়ার নিয়ে ডিসকাস্ড করবো। গতকাল রাত থেকেই গোল্ড নিম্নগতিতে মুভমেন্ট করছে আজ তা নেমে শেষ পর্যন্ত অবস্থান করছে ১৯০০ তে। তবে এটা থেকে খুব বেশি মুভমেন্ট করবে না। তবে এটা সপ্তাহের প্রথম দিকে পরিবর্তন হতে পারে। তাই সপ্তাহের প্রথম দিকে খুব সর্তকভাবে ট্রেড নিতে হবে। এক্ষেত্রে আমি সার্পোট করব বাই দেওয়ার জন্য। তবে ১৯১০ বা ১৯২০ এর বেশি উঠবে না।
ধন্যবাদ সবাইকে ট্রেড গুলো শুভ হোক।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.