PDA

View Full Version : অতিরিক্ত লোভ একজন ট্রেডারের মস্তিস্ক বিকৃত ঘটায়!!



EmonFX
2020-10-10, 12:44 PM
অতিরিক্ত লোভ ট্রেডারের মস্তিস্ক বিকৃতি ঘটায় যখন কোনো ট্রেডার বেশি বেশি অর্থ উপার্যনের কথা চিন্তা করে। এবং সে ব্যলেন্স হারিয়ে নিঃশ্ব হওয়ার দিকে এগিয়ে চলে। সুতরাং আমাদের লোভ এড়ানো উচিত কারণ এটি সহজেই মস্তিষ্কের বিকৃতি ঘটায়। ফরেক্স মার্কেটে লোভ একটি মারাত্মক ব্যাধি যার মধ্যে পড়ে অনেক নতুন ট্রেডার ধ্বংশ হয়ে যায়, এই ভেবে যে বৈদেশিক মুদ্রার বাজারে লাভ সহজ এবং দ্রুত অর্জন করা যায়। এবং দ্রুত উপার্যন করতে গিয়ে অনেক তাড়াহুড়ো করে ট্রেড নেয় চলে। ফরেক্স মার্কেটে টিকে থাকা কঠিন নয় যদি লোভকে নিয়ন্ত্রন করা যায় এবং ট্রেডিং চালিয়ে যাওয়া যায়। সহজ এবং দ্রুত লাভের সন্ধানে কোন বেপরোয়া এবং হুড়োহুড়ি না করে আমাদের অল্প কিছুতেই খুশি হওয়া উচিত।