PDA

View Full Version : লস রিকবার করার পদ্বতী



abdulkuddus80
2020-10-10, 07:57 PM
যদি ট্রেড নেওয়ার পর লসে পরেন,সেক্ষেত্রে কিভাবে এবং কখন রিকোভারী ট্রেড করে লস কাভার করবেন।উদাহরণ দিয়ে বুঝানোর চেস্টা করলাম।
উদাহরণঃ মনেকরেন euraudপেয়ারটির গড় মুভমেন্ট হলো ১২০-১৫০ পিপস,সর্বোচ্চ মুভমেন্ট ২৫০-৩০০ পিপস এবং সর্বনিম্ন ১০০ পিপ।
১/সর্বনিম্ন মুভমেন্টে ট্রেড ওপেন করা যাবেনা,তাতে ঝুঁকি থেকে যায়।
২/যদি গড় মুভমেন্ট কম্পিলিট হওয়ার পর কেউ ট্রেড ওপেন করে এবং লসে পরে,সেক্ষেত্রে করনীয় হল-
ক) বিচলিত না হয়ে ধর্য্য ধরে অপেক্ষা করা।
খ)ট্রেডটি যদি ০.০১ লটের হয়,তাহলে মিনিমাম ৫$ লসে না যাওয়া পর্যন্ত রিকোভারীট্রেড করা যাবেনা।
গ) ৫$ লসে যাওয়ার পর ১ টি রিকভারি ট্রেড ওপেন করা হলো,আর দেখাগেলো সেটি লস কাভার না করে উল্টো সেটিও লসে চলে গেলো,তখন কি করবেন? মাথা ঠান্ডা রাখুন-
এই রকম পরিস্থিতি থেকে যদি লাভ বের করে আনতে পারেন তাহলে আমি মনে করি,আপনি সফল। ফরেক্স করা আপনার সার্থক।
যাক আসল কথায় আসি-
করণীয়ঃ
ক) দেখা গেলো ২নং ট্রেডটি ও লসের দিকে আছে, সেক্ষেত্রে প্রথমে হিসাব করুন মোট পেয়ারটি কত মুভ করলো।
খ) দেখা গেলো মোট মুভমেন্ট (১৫০+৭০+৫০)=২৭০ পিপস যা পেয়ারটি সর্বোচ্চ মুভমেন্ট কম্পিলিট করেছে। তাতে আপনার লসের পরিমান দাড়ালো (৮+৩)=১১$।
সিদ্ধান্তঃ
চোখ বন্ধ করে এবার ০.০৫ লট ওপেন করুন।
তাতে দেখা গেলো ট্রেডটি মাত্র ৩০ পিপস রিকোভার হলে আপনি লস কাভার করে লাভ নিয়ে বেরিয়ে আসতে পারবেন।
হিসাবঃ-
৩০ পিপস এর জন্য-
৩ নং ট্রেড এ ৫★২.৫=১২.৫$
২ " " " ১★২.৫=০২.৫$
১ " " " ১★২.৫=০২.৫$
মোটঃ১৬.৫$-১১$.লাভ=৪.৫$।
যদি কেউ কখনো এই রকম পরিস্থিতিতে পরেন তাহলে এই টেকনিক ফলো করবেন।আশাকরি ১০০% সাকসেস হবেন।

kohit
2020-10-15, 10:48 AM
অ্যাকাউন্ট শূন্য হওয়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের নিম্মের এই পদক্ষেপগুলো অনুসরন করা দরকার-

১. ট্রেড হিস্ট্রির পরীক্ষা নিরিক্ষা : মার্জিন কল এর সম্মুক্ষিন হওয়ার পরে, ফরেক্স ট্রেডারকে ফিরে যেতে হবে এবং ভুল কি হয়েছে তা খুঁজে বের করার লক্ষ্যে মার্জিন কলকে পরিচালিত ট্রেডগুলো পুনরুদ্ধার করতে হবে।

২. ভুল থেকে শেখা: ট্রেডারা সমস্যাগুলির ক্ষেত্রগুলি সনাক্ত করতে সক্ষম হলে, সেগুলি থেকে তাদের শেখার জন্য প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে সম্পর্কে সজাগ থাকতে হবে।

৩. অনুশীলন অব্যাহত রাখা: আবার শক্ত এবং আত্মবিশ্বাসী হতে, ফরেক্স ট্রেডারকে ভাল অনুশীলন করতে এবং ভাল ট্রেডিং গাইডলাইন থাকতে হবে।

৪. ট্রেডিং প্ল্যান: ফরেক্স ট্রেডার অবশ্যই ট্রেডিং প্ল্যান সেট করতে হবে যা অনুসরণ করা আবশ্যক।

৫. মানি ম্যানেজমেন্টঃ মানি ম্যানেজমেন্ট থাকলে কখনো একটি অ্যাকাউন্ট জিরো হয় না। রিস্ক রেসিও নেমে ট্রেড করতে হবে।

md mehedi hasan
2020-10-27, 07:21 AM
ফরেক্স মার্কেটে হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আপনি যদি প্রফেশনাল মানের ট্রেডার না হন।তাহলে ফরেক্স মার্কেটে থেকে লস রিকভারি করা অসম্ভব।ফরেক্স মার্কেটে বেশি লস যাতে না হয় বা আপনার ডিপোজিট এর বড় অংশ লস না হয় তার জন্য আপনাকে প্রতিটি ট্রেড করার ক্ষেত্রে ভালোভাবে মানি মেনেজমেন্ট করতে হবে।আর যদি আপনি আপনার ডিপোজিট এর একটি বড় অংশ লস করেন তাহলে সেই লস রিকভারি করার জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে।প্রথমে লস কি কারনে হয়েছে সেই কারন খুজতে হবে।এরপর অভার ট্রেডিং বা লোভ যদি আপনার লসের কারন হয় তাহলে এই অভ্যাস বাদ দিয়ে ধৈর্যসহকারে ভালো সুযোগ এর অপেক্ষা করতে হবে।এভাবে ধীরে ধীরে আপনার লস রিকভারি করতে হবে।