PDA

View Full Version : কোন টাইম সেশনে কোন পেয়ারে ট্রেড করা উচিত?



Starship
2020-10-10, 11:15 PM
অনেক নতুন ট্রেডার রয়েছে যারা জানে না কোন সেশনে কোন পেয়ারে ট্রেড করা উচিত? আমরা যদি সঠিক সময়ে সঠিক পেয়ারে ট্রেড করতে না পারি তাহলে ফরেক্সে ট্রেড করে প্রফিট করার সম্ভাবনা কম থাকবে। তাই আমাদের জেনে শুনে সঠিক পেয়ারে ট্রেড করতে হবে।

Suriya Sultana Hira
2020-10-11, 12:08 AM
অনেক নতুন ট্রেডার রয়েছে যারা জানে না কোন সেশনে কোন পেয়ারে ট্রেড করা উচিত? আমরা যদি সঠিক সময়ে সঠিক পেয়ারে ট্রেড করতে না পারি তাহলে ফরেক্সে ট্রেড করে প্রফিট করার সম্ভাবনা কম থাকবে। তাই আমাদের জেনে শুনে সঠিক পেয়ারে ট্রেড করতে হবে।

আমি আপনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না । ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড করার কোনো নির্দিষ্ট সেশন বা সময় নির্ধারণ করে দেওয়া নাই । ফরেক্স ট্রেডিং মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এবং আপনি চাইলে সেই ৫ দিনের যে কোনো সময়ে ট্রেড করতে পারবেন । শুধুমাত্র শনিবার ও রবিবার এই দুইদিন ট্রেড মার্কেট বন্ধ থাকে ,,,,,,, ধন্যবাদ ।

Fahmida1
2020-10-11, 12:47 AM
অনেক নতুন ট্রেডার রয়েছে যারা জানে না কোন সেশনে কোন পেয়ারে ট্রেড করা উচিত? আমরা যদি সঠিক সময়ে সঠিক পেয়ারে ট্রেড করতে না পারি তাহলে ফরেক্সে ট্রেড করে প্রফিট করার সম্ভাবনা কম থাকবে। তাই আমাদের জেনে শুনে সঠিক পেয়ারে ট্রেড করতে হবে।

আপনার সঙ্গে আমি একমত পোষণ করতেছি কেননা ফরেক্স মার্কেটের টাইম সেশন একটি গুরুত্বপূর্ণ অংশ। ফরেক্স মার্কেটে সাধারণত চারটি টাইম সেশনে এ ভাগ করা হয়েছে। এগুলো হলো নিউইয়র্ক টাইম সেশন, সিডনি টাইম সেশন, টোকিও টাইম সেশন এবং লন্ডন টাইম সেশন। প্রতিটি টাইম সেশনে উক্ত পেয়ারগুলো মুভমেন্ট বেশি করে থাকে। তাই টাইম সেশন অনুযায়ী আমাদের ট্রেড করতে পারলে প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

kohit
2020-10-11, 04:54 PM
ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি যে ইউরোপীয় সেশনগুলোতে ট্রেড করা ভাল তবে আমেরিকান সেশনগুলোতে সসবই নয় উচিত নয় কারণ আমেরিকান সেশনগুলো আনপ্রেডিক্যাবল। আমি ব্যক্তিগতভাবে eur/usd কারেন্সি পেয়ারের ডেসেন্ডিং মুভমেন্টে লক্ষ্য করেছি, ডলারের জন্য নেতিবাচক খবর প্রকাশে, এই কারেন্সি পেয়ার কখনো কখনো মার্কেট ডাউনওয়ার্ড মুভমেন্ট হওয়ার কথা থাকলেও এটি পরে আওওয়ার্ড মুভমেন্টে যায়। তাই আমি ইউরোপীয় সেশনগুলোতে ট্রেড করার চেষ্টা করি। আর আমেরিকান সেশনে সব সময় ট্রেড নেই না।

Starship
2020-10-26, 10:08 AM
আমি আপনার কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না । ফরেক্স ট্রেডিং মার্কেটে ট্রেড করার কোনো নির্দিষ্ট সেশন বা সময় নির্ধারণ করে দেওয়া নাই । ফরেক্স ট্রেডিং মার্কেট সপ্তাহে ৫ দিন খোলা থাকে এবং আপনি চাইলে সেই ৫ দিনের যে কোনো সময়ে ট্রেড করতে পারবেন । শুধুমাত্র শনিবার ও রবিবার এই দুইদিন ট্রেড মার্কেট বন্ধ থাকে ,,,,,,, ধন্যবাদ ।

আপনার হয় তো ফরেক্স মার্কেটের টাইম সেশন সম্পর্কে ধারনা একটু কম রয়েছে। কেননা টাইম সেশনের উপর ভিত্তি করে উহার রিলেটেড যত পেয়ার রয়েছে তা মুভমেন্ট বেশি করে থাকে। আরো খুব সহজ ও সাবলীল ভাষায় যদি বলি তাহলে হলো বাংলাদেশের অফিস টাইম ও অন্য দেশের অফিস আওয়ার এক না। যেমন ইউ এস ডি রিলেটেড যত পেয়ার রয়েছ তা ইউএসএ দেশের অফিস টাইমে বেশি মুভমেন্ট করবে একটাই স্বাভাবিক। আপনি বলেছেন সপ্তাহে পাঁচ দিন টুয়েন্টি ফোর আওয়ার খোলা থাকে এটা ঠিক আছে, কিন্তু এটা বেসিক লেভেল। তাই আমাদের ফরেক্স বিষয়ে ও টাইম সেশন অনুযায়ী যত জানবো তত প্রফিট করতে পারবো।