PDA

View Full Version : আমরা কি দিন দিন ফরেক্স ফোরামের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি?



Starship
2020-10-12, 02:18 PM
ফরেক্স শেখার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ ফরেক্স ফোরাম। কিন্তু লাস্ট কয়েক মাস ধরে খেয়াল করছি খুব কম সংখ্যক ট্রেডার ফরেক্স ফোরামে একটিভ রয়েছে। তার মানে যে কোন কারণেই হোক এর প্রভাব লক্ষ্য করছি। আমার মনে হয় সকলের লাভের জন্য হলেও ফরেক্স ফোরামে যুক্ত হওয়া উচিত । আপনাদের অভিমত কি?

samun
2021-05-22, 10:25 AM
আমি আপনার সাথে একমত বর্তমানে ফরেক্স ফোরাম এ পোস্টকার্ডের উপস্থিতি অনেক কম বললেই চলে কারণ বর্তমানে নতুন থ্রেড পাওয়া বেশ দুষ্কর ব্যাপার অনেকেই ফোরামে পোস্ট করা বাদ দিয়েছে আমি আর মতে এর বিশেষ কিছু কারণ রয়েছে প্রথমত ফোরামের বোনাস তুলনামূলক অনেক কমিয়ে দিয়েছে দ্বিতীয়তঃ বর্তমানে লাইক এর বোনাস দিচ্ছে না যার ফলে অনেকেই forex-forum থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এতে করে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে যেমন নতুন ট্রেডাররা ফোরামে এসে তাদের বিষয়গুলোকে উপস্থাপন করতে সমাধানের জন্য সেটি তুলনামূলক আগের থেকে অনেক কমে গেছে এবং সিনিয়র যারা আছে তারা তাদের জ্ঞান শেয়ারে বিমুখ হয়ে গেছে যার ফলে অনেকেই ফরেক্স সম্পর্কে জানতে পারছে না এবং নতুন থ্রেড না পাওয়ার কারণে অনেকে পোস্ট ও করতে পারছে না খুব দ্রুতই এর একটি সুরাহা হওয়া দরকার