PDA

View Full Version : যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর হওয়ার পূর্বাভাস



kohit
2020-10-13, 12:13 PM
ব্রিটেনের অর্থনীতি তিন মাসের মধ্যে সেপ্টেম্বরের শেষ দিকে গিয়ে ১৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় অর্থনৈতিক পূর্বাভাস দেয়া দল ইওয়াই আইটেম ক্লাব। তবে দলটি জানিয়েছে, ১৭ শতাংশ বাড়লেও আগামী মাসগুলোয় প্রবৃদ্ধি ধীর হতে পারে। নভেল করোনাভাইরাস লকডাউন বিধিনিষেধ প্রত্যাহার করায় ক্রেতারা এ সময়ে কেনাকাটায় উৎসাহিত হয়েছিলেন। খবর বিবিসি।

আইটেম ক্লাবের অর্থনীতিবিদদের দেয়া পূর্বাভাসের তুলনায় এটা নিত্যদিনের পর্যবেক্ষণ। তবে তারা সতর্ক করেছে, ২০২০-এর বাকি অংশের জন্য প্রবৃদ্ধি অনেক ধীর হবে। তাদের পূর্বাভাস অনুযায়ী শেষ তিন মাসে ১ শতাংশ কিংবা তারও কম প্রবৃদ্ধি হতে পারে।

ইওয়াই আইটেম ক্লাবের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হাওয়ার্ড আর্চার বলেন, এখন পর্যন্ত প্রত্যাশার চেয়ে দ্রুত পুনরুদ্ধারের ক্ষেত্রে যুক্তরাজ্যের অর্থনীতি ভালো করেছে। গ্রাহক ব্যয় দৃঢ়ভাবে ফিরে এসেছে এবং আবাসন খাতের ক্রিয়াকলাপও বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে স্ট্যাম্প শুল্ক প্রত্যাহার অনেক অবদান রেখেছে। বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে সম্ভবত ১৬ থেকে ১৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। অথচ এ সময়ে ১২ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা ছিল।

বণিক বার্তা

786.ariful.islam.bd
2020-10-25, 11:59 AM
Uk এবং eu নভেম্বরের মাঝামাঝি সময়ের মাঝে একটি "ডিল" অর্জনের লক্ষ্যে আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা আবার শুরু করবে। এই নিউজেই গতকাল মার্কেটে gbp সবার সাথে স্টোং ছিলো। টেকনিক্যালি gbpusd এখন ওভারবট অবস্থায় রয়েছে, তবে পরবর্তি ব্রেক্সিট শিরোনামের উপরেই সব বড় মুভমেন্ট নির্ভর করছে। তবে আমার কাছে মনে হচ্ছে, gbp আবার খুব দ্রুত ফল করবে ব্রেক্সিটের "নো ডিল" ভীতির কারণে।