SaifulRahman
2020-10-13, 05:33 PM
12546
EurNzd পেয়ারটি H4 চার্টে আপট্রেন্ড মেইনটেইন করে আপ হচ্ছিলো। সম্প্রতি পেয়ারটি কিছুটা ডাউন হয়ে ট্রেন্ডলাইনে বাধাঁ পেয়ে বুলিশ সাইন ক্রিয়েট করেছে। যেহেতু প্রায় সকল মেজর পেয়ারগুলোতে ইউরো যথেষ্ট পজটিভ বায়াসে আছে, তাই আশা করা যাচ্ছে পেয়ারটি ট্রেন্ডলাইন ব্রেক করে নিচে স্ট্যাবল না হলে বর্তমান পজিশন থেকে আপ হতে পারে।
এই রিপোর্ট লেখার সময় পেয়ারটি 1.7730 এরিয়ার কাছাকাছি অবস্থান করছে। ট্রেন্ডলাইনের কিছুটা নিচে এবং পেয়ারটির পরবর্তী সাপোর্ট এরিয়া 1.7700 - 1.7680 এরিয়ার নিচে স্টপলস ধরে পেয়ারটির পরবর্তী মেজর রেজিস্ট্যান্স 1.7860 - 1.7880 পর্যন্ত বাই মুডে থাকা যেতে পারে।
কট রিপোর্টঃ সাম্প্রতিক কট ডাটা অনুযায়ী ইউরো অনেক বেশি বুলিশ প্রেশারে আছে। অপরদিকে নিউজিল্যান্ড ডলারে বায়ারদের সংখ্যা সেলারদের থেকে কিছুটা বেশি হলেও তা প্রায় কাছাকাছি।
EurNzd পেয়ারটি H4 চার্টে আপট্রেন্ড মেইনটেইন করে আপ হচ্ছিলো। সম্প্রতি পেয়ারটি কিছুটা ডাউন হয়ে ট্রেন্ডলাইনে বাধাঁ পেয়ে বুলিশ সাইন ক্রিয়েট করেছে। যেহেতু প্রায় সকল মেজর পেয়ারগুলোতে ইউরো যথেষ্ট পজটিভ বায়াসে আছে, তাই আশা করা যাচ্ছে পেয়ারটি ট্রেন্ডলাইন ব্রেক করে নিচে স্ট্যাবল না হলে বর্তমান পজিশন থেকে আপ হতে পারে।
এই রিপোর্ট লেখার সময় পেয়ারটি 1.7730 এরিয়ার কাছাকাছি অবস্থান করছে। ট্রেন্ডলাইনের কিছুটা নিচে এবং পেয়ারটির পরবর্তী সাপোর্ট এরিয়া 1.7700 - 1.7680 এরিয়ার নিচে স্টপলস ধরে পেয়ারটির পরবর্তী মেজর রেজিস্ট্যান্স 1.7860 - 1.7880 পর্যন্ত বাই মুডে থাকা যেতে পারে।
কট রিপোর্টঃ সাম্প্রতিক কট ডাটা অনুযায়ী ইউরো অনেক বেশি বুলিশ প্রেশারে আছে। অপরদিকে নিউজিল্যান্ড ডলারে বায়ারদের সংখ্যা সেলারদের থেকে কিছুটা বেশি হলেও তা প্রায় কাছাকাছি।