PDA

View Full Version : Eurnzd মার্কেট এনালাইসিসঃ



SaifulRahman
2020-10-13, 05:33 PM
12546
EurNzd পেয়ারটি H4 চার্টে আপট্রেন্ড মেইনটেইন করে আপ হচ্ছিলো। সম্প্রতি পেয়ারটি কিছুটা ডাউন হয়ে ট্রেন্ডলাইনে বাধাঁ পেয়ে বুলিশ সাইন ক্রিয়েট করেছে। যেহেতু প্রায় সকল মেজর পেয়ারগুলোতে ইউরো যথেষ্ট পজটিভ বায়াসে আছে, তাই আশা করা যাচ্ছে পেয়ারটি ট্রেন্ডলাইন ব্রেক করে নিচে স্ট্যাবল না হলে বর্তমান পজিশন থেকে আপ হতে পারে।
এই রিপোর্ট লেখার সময় পেয়ারটি 1.7730 এরিয়ার কাছাকাছি অবস্থান করছে। ট্রেন্ডলাইনের কিছুটা নিচে এবং পেয়ারটির পরবর্তী সাপোর্ট এরিয়া 1.7700 - 1.7680 এরিয়ার নিচে স্টপলস ধরে পেয়ারটির পরবর্তী মেজর রেজিস্ট্যান্স 1.7860 - 1.7880 পর্যন্ত বাই মুডে থাকা যেতে পারে।
কট রিপোর্টঃ সাম্প্রতিক কট ডাটা অনুযায়ী ইউরো অনেক বেশি বুলিশ প্রেশারে আছে। অপরদিকে নিউজিল্যান্ড ডলারে বায়ারদের সংখ্যা সেলারদের থেকে কিছুটা বেশি হলেও তা প্রায় কাছাকাছি।

BDFOREX TRADER
2021-09-01, 04:32 PM
আপনাদের সাথে eurnzd এর টেকনিক্যাল অ্যানালাইসিস, ১লা সেপ্টেম্বর শেয়ার করলাম, সিগনাল নয়। প্রতি ঘন্টার চাটেং পেয়ারটির আপটেন্ড দেখা যাচ্ছে। সাপোর্ট লেভেল 1.6757 আর রেজিস্টেন্স লেভেল 1.6771। আপনারা চাইলে অ্যানালাইসিস চার্টটি দেখে eurnzd পেয়ারের ডিল ওপেন করতে পারেন।
1522515226

Julia111
2021-09-16, 03:46 PM
আপনাদের সাথে eurnzd এর টেকনিক্যাল অ্যানালাইসিস, ১লা সেপ্টেম্বর শেয়ার করলাম, সিগনাল নয়। প্রতি ঘন্টার চাটেং পেয়ারটির আপটেন্ড দেখা যাচ্ছে। সাপোর্ট লেভেল 1.6757 আর রেজিস্টেন্স লেভেল 1.6771। আপনারা চাইলে অ্যানালাইসিস চার্টটি দেখে eurnzd পেয়ারের ডিল ওপেন করতে পারেন।
1522515226

:):):) hello thanks