Log in

View Full Version : ব্রিটেনে বেকারত্ব তিন বছরের সর্বোচ্চে



kohit
2020-10-14, 11:40 AM
শ্রমবাজারে নভেল করোনাভাইরাস মহামারীর অভিঘাত অব্যাহত থাকায় যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আগস্ট পর্যন্ত তিন মাসে যুক্তরাজ্যে বেকারত্ব হার বেড়ে ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিক শেষে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ১ শতাংশ। এদিকে ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) জানিয়েছে, দেশটিতে কর্মী ছাঁটাই ২০০৯ সালের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। খবর বিবিসি।

বেকারত্বের হার বৃদ্ধির এ খবর এমন সময়ে প্রকাশ হলো, যখন সরকার স্থানীয়ভাবে কঠোর লকডাউনের বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে। এ বিধিনিষেধ জারি হলে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা আরো বাড়বে এবং কর্মসংস্থান আরো বেশি চাপে পড়ে যাবে।

ওএনএসের পরিসংখ্যান কর্মকর্তা জোনাথন অ্যাথো বিবিসিকে বলেন, মহামারী শুরুর পর থেকে সার্বিকভাবে কর্মসংস্থান প্রায় পাঁচ লাখ কমেছে। নির্দিষ্ট বয়সভিত্তিক শ্রেণীর কর্মী, বিশেষ করে তরুণরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্মসংস্থান হারানো প্রায় তিন লাখ শ্রমশক্তির বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ করোনা মহামারীর মধ্যে ব্রিটেনে মোট যতজন চাকরি হারিয়েছেন, তার প্রায় ৬০ শতাংশই তরুণ।

তিনি আরো বলেন, নির্দিষ্ট কিছু খাতে কর্মী ছাঁটাই হয়েছে বেশি পরিমাণে। আতিথেয়তা সেবার মতো খাতগুলোয় চাকরি হারানোর ঘটনা সবচেয়ে বেশি। ট্রাভেল এজেন্সি ও কর্মসংস্থান এজেন্সিগুলোর মতো জায়গাগুলোয়ও পরিস্থিতি অনেকটা একই।

বণিক বার্তা

786.ariful.islam.bd
2020-10-26, 11:44 AM
UK Press - "প্রধানমন্ত্রী বরিস জনসন 'নো-ডিল' ব্রেক্সিটের সিদ্ধান্তের আগে মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করবেন।" সব কিছুর মেইন ফোকাস ঘুরেফিরে এখন আমেরিকার নির্বাচন। অভারনাইট ট্রেড হোল্ড করার ব্যাপারে সতর্ক থাকবেন। এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত মার্কেট ভোলাটাইল থাকতে পারে, আনএক্সপেক্টেড মুভমেন্ট হতে পারে। যদিও মার্কেটে মুভমেন্ট নির্বাচনের দিন বেশি হবে, তারপরও এর আগের সময়গুলোতেও হুটহাট মুভমেন্ট হতে পারে।