PDA

View Full Version : কিভাবে ট্রেড করলে সফল হওয়া যায়?



md rakibuzzaman
2015-07-24, 09:18 PM
আমি বিগত কয়েক মাস ধরে ফরেক্স ডেমো একাউন্ট ট্রাই করে আসছি। ডেমো একাউন্টে বেশ ভাল করছিলাম। কিন্তু যখন রিয়েল একাউন্ট খুলে কাজ শুরু করলাম তখন আমার শুধু লচ হচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে ট্রেড করলে আমি সফল হব। বেশ কিছু ডলার লচ করে শান্ত হয়ে গেলাম। শুধু ভাবি আমি কি পারব ভাল ট্রেডার হতে? তবে ভাল ট্রেডার হতে গেলে কিছু কিছু নিয়ম কানন মেনে চলা উচিত। সে সব নিয়ম কাননের মধ্যে অন্যতম হলো-

১। ভাল ব্রোকার বেছে নেয়া।
২। ইনডিকেটর সহ সার্বিক দিক পর্যালোচনা করে ট্রেডে বাই/সেল করা।
৩। হঠাৎ না বুঝে বাই/সে না দেওয়া।
৪। ফরেক্স সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে কজে নামা।
৫। লোভ কন্টোল করা।
৬। বেশি লাভ করার ইচ্ছা মন থেকে মুছে ফেলা।
৭। ছোট ছোট ক্যান্ডেলে ট্রেড করা।

এছাড়াও অনেক নিয়ম কানন মেনে চলা। আপনাদের সাথে আছি, থাকব, আপনাদের নিকট হতে আরো নতুন নতুন অভিজ্ঞতার কথা জনাতে চাই। নিশ্চই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ভবিষ্যতে একজন ভাল ট্রেডার হতে চাই।

আমাকে আরো নিয়ম-কানন জানান যা আমার সামনের চলার পথের এবং ট্রেড করার ব্যাপারে সহায়ক হবে।

maziz6989
2015-08-12, 07:10 PM
সফল হওয়ার নির্দিষ্ট কোন ফর্মুলা নেই। এমন অনেক সিস্টেম আছে যে সিস্টেম এ ট্রেড করে একজন হাজার হাজার ডলার প্রফিট করছে আবার কেউ কেউ সেই সিস্টেম এ ট্রেড করে হাজার হাজার ডলার লস করছে। যাই হোক প্র্রফিট করা না করা সম্পুর্ন নির্ভর করে ট্রেডারের স্কিল এর উপর।

nasir
2015-08-12, 11:56 PM
যদি আপনি ফরেক্স এর নেয়ম মেনে ছলেন তবেই আপনি সফল হতে পারবেন।ফরেক্স ডেমো একাউন্টে বেশ ভাল করছিলেন কিন্তু যখন রিয়েল একাউন্ট খুলে কাজ শুরু করলেন তখন আমার শুধু লস হচ্ছিল। এটার কারন হল আপনার অভিজ্ঞতা আকন ও কম

samrat
2015-08-13, 09:54 AM
দক্ষতার সাথে ট্রেড করলে আমরা সফল হতে পারি। কারণ দক্ষতা ছারা কোন কাজই হয় না। আমরা প্রথমে দক্ষ হয়ে ট্রেড করা শুরু করব। আমরা দক্ষদের থেকে দক্ষতার অর্জন করতে পারি।

MotinFX
2015-08-13, 10:56 AM
কোন কাজে সফল হতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হয় । ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে । দক্ষদের কাজ থেকে শিখতে হবে । লভ এবং আবেগ ত্যাগ করে টেকনিকেল এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড সফল হওয়া যায় ।

Md. Ridoy parvej
2015-08-13, 11:49 AM
সফলতা অর্জন করার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই।আমরা দক্ষ ট্রেডারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ট্রেড এর কাজ করতে পারি।ফরেক্স এর কিছু নিয়ম নীতি আছে সেগুলো মেনে ট্রেড করতে পারলে সফল হওয়া যায়।

Taleb Mahmud
2015-08-13, 12:47 PM
দক্ষতার সাথে ট্রেড করলে আমরা সফল হতে পারি। কারণ
দক্ষতা ছারা কোন কাজই হয় না। আমরা প্রথমে দক্ষ হয়ে
ট্রেড করা শুরু করব।ফরেক্স এর কিছু নিয়ম নীতি আছে
সেগুলো মেনে ট্রেড করতে পারলে সফল হওয়া যায়।

Talha
2015-08-14, 08:47 PM
আমি বিগত কয়েক মাস ধরে ফরেক্স ডেমো একাউন্ট ট্রাই করে আসছি। ডেমো একাউন্টে বেশ ভাল করছিলাম। কিন্তু যখন রিয়েল একাউন্ট খুলে কাজ শুরু করলাম তখন আমার শুধু লচ হচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে ট্রেড করলে আমি সফল হব। বেশ কিছু ডলার লচ করে শান্ত হয়ে গেলাম। শুধু ভাবি আমি কি পারব ভাল ট্রেডার হতে? তবে ভাল ট্রেডার হতে গেলে কিছু কিছু নিয়ম কানন মেনে চলা উচিত। সে সব নিয়ম কাননের মধ্যে অন্যতম হলো-

১। ভাল ব্রোকার বেছে নেয়া।
২। ইনডিকেটর সহ সার্বিক দিক পর্যালোচনা করে ট্রেডে বাই/সেল করা।
৩। হঠাৎ না বুঝে বাই/সে না দেওয়া।
৪। ফরেক্স সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে কজে নামা।
৫। লোভ কন্টোল করা।
৬। বেশি লাভ করার ইচ্ছা মন থেকে মুছে ফেলা।
৭। ছোট ছোট ক্যান্ডেলে ট্রেড করা।

এছাড়াও অনেক নিয়ম কানন মেনে চলা। আপনাদের সাথে আছি, থাকব, আপনাদের নিকট হতে আরো নতুন নতুন অভিজ্ঞতার কথা জনাতে চাই। নিশ্চই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ভবিষ্যতে একজন ভাল ট্রেডার হতে চাই।

আমাকে আরো নিয়ম-কানন জানান যা আমার সামনের চলার পথের এবং ট্রেড করার ব্যাপারে সহায়ক হবে।

আমার জানা মতে প্রত্যেক ট্রেডার নতুন হোক আর পুরাতন ট্রেডার হোক সবাই ফরেক্স মার্কেটে আসে বা জড়িত হয় সবার উদ্দেশ্য কিন্তুু একটাই ফরেক্স মার্কেট থেকে আয় করা কেউ এখানে লস করার জন্যে আসে না নিজের ভুলের কারনে হোক বা মার্কেটের গতির কারনে লস হয়ে যায় আমরা সবাই চেষ্টা করি সফল ট্রেডার হতে পারি ভাইর কথা গুলো আমার কাছে যৌক্তিক মনে হয় ফরেক্স মার্কেটে সফল হওয়ার জন্য।

Ekram
2015-08-15, 12:21 PM
সফলতা অর্জন করার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই।আমরা দক্ষ ট্রেডারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ট্রেড এর কাজ করতে পারি।ফরেক্স এর কিছু নিয়ম নীতি আছে সেগুলো মেনে ট্রেড করতে পারলে সফল হওয়া যায়। অবশ্যই দক্ষতা ভীষণ জরুরী ফরেক্স এর ক্ষেত্রে, আর তা না হলে রিয়াল ট্রেড এর ক্ষেত্রে ক্ষতির শম্ভবনা আছে। অবশ্যই ভাল ভাবে বুঝে শুনে ফরেক্স ট্রেড এ নামা উচিত। সবচেয়ে ভাল হয় যদি দক্ষ কোন ট্রেডার এর কাছ থেকে জেনে এই প্রফেশন এ আসা যায়।

Ekram
2015-08-15, 12:34 PM
অবশ্যই দক্ষতা ভীষণ জরুরী ফরেক্স এর ক্ষেত্রে, আর তা না হলে রিয়াল ট্রেড এর ক্ষেত্রে ক্ষতির শম্ভবনা আছে। অবশ্যই ভাল ভাবে বুঝে শুনে ফরেক্স ট্রেড এ নামা উচিত। সবচেয়ে ভাল হয় যদি দক্ষ কোন ট্রেডার এর কাছ থেকে জেনে এই প্রফেশন এ আসা যায়। যদিও এই প্রফেশন এ আমি একদম নতুন, তবু আমি বিশ্বাস করি নিয়মিত চর্চা আর পরাশুনা করলে এই ট্রেড এ কিছু করতে পারব। টিকে থাকতে হলে পরিশ্রম এর কোন বিকল্প নাই। পরিশ্রম অবশ্যই যে কোন কাজে সফলতা এনে দিতে পারে।

maziz6989
2015-08-15, 07:17 PM
বেশ ভাল একটা ব্যপারে আপনি লিখেছেন। তবে শুধু এই গুলো মেনে ট্রেড করলেই সফল হওয়া নাও যেতে পারে। আরো অনেক জিনিস আছে এই মার্কেট এর যে গুলোকে কোন রকমে ইগনোর করা যাবে না। যাই হোক আপনার প্রতি শুভকামনা রইল আপনি যেন আপনার সিস্টেম ফলো করে প্রফিট করতে পারেন।

Momen
2015-08-15, 08:34 PM
ভাল একটা ইন্ডিকেটর বেছে নেওয়া, ভাল কোন ব্রোকারে ট্রেড করা। কখন বাই/সেল হবে তা না বুঝে ট্রেড ওপেন না করা। দক্ষ কারো কাছে থেকে নিউস সম্পর্কে অবগত হওয়া।

Ekram
2015-08-18, 10:44 AM
যদি আপনি ফরেক্স এর নেয়ম মেনে ছলেন তবেই আপনি সফল হতে পারবেন।ফরেক্স ডেমো একাউন্টে বেশ ভাল করছিলেন কিন্তু যখন রিয়েল একাউন্ট খুলে কাজ শুরু করলেন তখন আমার শুধু লস হচ্ছিল। এটার কারন হল আপনার অভিজ্ঞতা আকন ও কম
সঠিক সিদ্ধান্তের কারনে এই সমস্যা হতে পারে। রিয়াল ট্রেড করার সময় অনেক সময় আমরা স্থিরতা হারিএ ফেল তে পারি কিংবা খুব দ্রুত সব কিছু করতে চাই ফলে সিদ্দান্তে ভুল করে ফেলি । এই বিষয় টা সব সময় মাথায় রাখতে হবে খুব ধিরে সুস্থে চিন্তা ভাবনা করে তারপর বাই/ সেল করবো।

maziz6989
2015-08-20, 12:37 PM
অবশ্যই দক্ষতা ভীষণ জরুরী ফরেক্স এর ক্ষেত্রে, আর তা না হলে রিয়াল ট্রেড এর ক্ষেত্রে ক্ষতির শম্ভবনা আছে। অবশ্যই ভাল ভাবে বুঝে শুনে ফরেক্স ট্রেড এ নামা উচিত। সবচেয়ে ভাল হয় যদি দক্ষ কোন ট্রেডার এর কাছ থেকে জেনে এই প্রফেশন এ আসা যায়।

আমি আপনার সাথে একমত কিন্তু এখানে একটা সমস্যা আছে। দক্ষ ট্রেডার মানে সফল ট্রেডারদের অন্যকে শিখানোর মত সময় কোথায়? আমি এমন অনেক ট্রেডারকে জানি যারা খুব বেশি যে সফল তা নয়, সামান্য কিছুটা জানে তাদের ভাবের কারণে কাছে ভীড়া যায় না । আপনি কিভাবে দক্ষ ট্রেডারের কাছ থেকে শিখবেন আমাকে জানালে উপকৃত হব। অবশ্য কোন ট্রেনিং গুরু নয়।

Ekram
2015-08-20, 12:51 PM
সফল হওয়ার নির্দিষ্ট কোন ফর্মুলা নেই। এমন অনেক সিস্টেম আছে যে সিস্টেম এ ট্রেড করে একজন হাজার হাজার ডলার প্রফিট করছে আবার কেউ কেউ সেই সিস্টেম এ ট্রেড করে হাজার হাজার ডলার লস করছে। যাই হোক প্র্রফিট করা না করা সম্পুর্ন নির্ভর করে ট্রেডারের স্কিল এর উপর।

ট্রেডার যত বেশি অভিজ্ঞ হবে ইনি তত বেশি লাভবান হবেন এইটাই চিরন্তন সত্য কথা। তা নাহলে কেনইবা একই ট্রেড করে কেহ হাজার হাজার ডলার আয় করছে আব্র কেহ কেহ একি ভাবে হাজার হাজার ডলার লস করছে বিষয় টা একদম ই অভিজ্ঞতার কারনে হয়ে থাকে ।

maziz6989
2015-08-21, 10:38 AM
সঠিক ভাবে ট্রেডিং এর খুটিনাটি সব কিছু শিখে ট্রেড করলে সফল হওয়ার সম্ভাবনা থাকে। তবে একটা কথা, ট্রেডিং কোন বটিকা নয় যে গুলে খেয়ে নিলে প্রফিট নিশ্চিত তা বলা যাবেনা। তাই শিখুন ঠিক ভাবে। তবেই সফল হতে পারবেন আশা করা যায়।

Ekram
2015-08-21, 03:50 PM
সফল হওয়ার নির্দিষ্ট কোন ফর্মুলা নেই। এমন অনেক সিস্টেম আছে যে সিস্টেম এ ট্রেড করে একজন হাজার হাজার ডলার প্রফিট করছে আবার কেউ কেউ সেই সিস্টেম এ ট্রেড করে হাজার হাজার ডলার লস করছে। যাই হোক প্র্রফিট করা না করা সম্পুর্ন নির্ভর করে ট্রেডারের স্কিল এর উপর।

সলে একি ফরমুলায় ট্রেড করে কেহ হাজার হাজার ডলার আয় করছে আবার কেহ কেহ উল্টো টা করছে। এর কারন নিশ্চয় অভিজ্ঞতা আর অনভিজ্ঞতা। অভিজ্ঞতা ছাড়া কেহ এই ট্রেড এ এগতে পারবেনা। আর অভিজ্ঞতার জন্য প্রয়োজন ডেমোতে বেশি বেশি ট্রেড করা আর চলমান ট্রেড গুলো অনুসরন করা।

muhim123
2015-08-24, 09:10 AM
সফল হওয়ার নির্দিষ্ট কোন ফর্মুলা নেই। এমন অনেক সিস্টেম আছে যে সিস্টেম এ ট্রেড করে একজন হাজার হাজার ডলার প্রফিট করছে.......দক্ষদের কাজ থেকে শিখতে হবে । লভ এবং আবেগ ত্যাগ করে টেকনিকেল এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড সফল হওয়া যায় ।

Hasnat50
2015-08-27, 02:51 PM
সফল হওয়ার নির্দিষ্ট কোন ফর্মুলা নেই, এমন অনেক সিস্টেম আছে যে সিস্টেম এ ট্রেড করে একজন হাজার হাজার ডলার প্রফিট করছে আবার কেউ কেউ সেই সিস্টেম এ ট্রেড করে হাজার হাজার ডলার লস করছে। যাই হোক প্র্রফিট করা না করা সম্পুর্ন নির্ভর করে ট্রেডারের স্কিল এর উপর

Momen
2015-08-30, 08:37 AM
ফরেক্স মার্কেটের ভাল সিগনাল এনালাইসিস করে যদি আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাছাড়া ভাল ব্রোকারও ট্রেড এ সফল হওয়ার অন্যতম চাবিকাঠি।

Ekram
2015-08-30, 01:44 PM
সফল হওয়ার নির্দিষ্ট কোন ফর্মুলা নেই। এমন অনেক সিস্টেম আছে যে সিস্টেম এ ট্রেড করে একজন হাজার হাজার ডলার প্রফিট করছে আবার কেউ কেউ সেই সিস্টেম এ ট্রেড করে হাজার হাজার ডলার লস করছে। যাই হোক প্র্রফিট করা না করা সম্পুর্ন নির্ভর করে ট্রেডারের স্কিল এর উপর।

বিষয় টা অনেক টাই তাই। ফরেক্স থেকে ট্রেড করে অনেকে হাজার হাজার ডলার প্রফি ট করছে আবার অনেকেই হাজার হাজার ডলার লস করছে। ব্যপার টা আর কিছু ই না। কেবল ই দক্ষতা আর দক্ষতার অভাব। এই দুইটা বিশয়ের তফাৎ আর কিছু নয়। আশা করি আমরা দক্ষতার সাথে ফরেক্স এ কাজ করবো।

FxAhsan
2015-09-01, 01:57 PM
আপনি ডেমোতে বিভিন্ন স্ট্রেটেজি পরীক্ষা করে দেখেন তারপর যেটা ভাল লাগে সে বিষয়ে অনেক অনেক দক্ষ হুওয়ার চেষ্টা করতে থাকুন,আর মানি ম্যানেজমেন্ট কঠোর ভাবে মেনে চলুন।ইনশাআল্লাহ আপনি সফল হবেন।

Defender
2015-09-01, 03:14 PM
মানুষ কোন কিছু জম্নথেকে জেনে আসে না ।সে এখানের পরিবেশ থেকে শিক্ষা নিয়ে এখানের সকল কিছু জানেন ।
ঠিক তেমন করে এখানেও কেউ কোন কিছু জেনে আসে নি এখান থেকে জেনে নিয়েছে ,এখানের পরিবেশ হল ডোমে ট্রেড এখান থেকে আগে কাজের সম্পকে ধারণা আনতে হবে এবং পরে কাজ করতে হয়ে এতে লচ হওয়ার আশংকা কম থাকে

swadip chakma
2015-09-12, 08:54 AM
আমার জানা মতে একজন ভাল ট্রেডার হতে হলে বা ট্রেড করলে সফল হওয়ার জন্ন্য অনেক নিয়ম কানুন আছে যা করলে ভাল আয় করা যায়।যেমন আমার জ্ঞানের থেকে বলতে চাই যা শুদু যে লাভ বা লোভ,ছোট ছোট ট্রেড করা এগুলো তেমন কাজে লাগেনা।যেটি বেশি গুরুত্ত দেওয়া উসিত বলে মনে করি সেটা হল কেচডেল স্টিক সম্পরকে ভাল ধারনে এবং এনালাইসিস করতে পারা,ডেম তে বেশি প্রাক্টিচ করা ,তাহলে ট্রেড করলে ভাল সফল আসবে।

azamin
2015-09-12, 10:46 AM
যে কোন কিছুতেই সফল হতে হলে সফল হতে হলে সময় ও ধৈয্য এবং মেধার সমন্বয় রাখতে হবে। আর ফরেক্স ট্রেডিং এ সফল হতে হলে আপনাকে এ সম্পকে প্রচুর অধ্যয়ন করতে হবে। আর পাশাপাশি ডেমো একাউন্ট থেকে অভিজ্ঞতা লাভ করতে হবে। ভিবিন্ন নিউজ থেকে মাকেট এনালাইসিস করতে হবে। এছাড়া ছোট ট্রেড করে নিজের অবস্থা সম্পকে ধারনা লাভ করা যেতে পারে।

FOREXTRADER
2015-09-16, 09:46 PM
কজন নতুন ফরেক্স ট্রেডারের রিয়েল ট্রেডিং শুরু করার পূর্বেই বেশ কিছু বিষয় স্পষ্টভাবে জানা খুব জরুরী,
ফরেক্স ট্রেডিং কি? কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয়
পেশা হিসেবে ফরেক্স ট্রেডিং
আপনি কি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত?
কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয়
ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন ভুল ধারনা,

Harun1650
2015-09-18, 05:08 PM
সফল ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই অনেক কিছু বিবেচনা করে ট্রেড ওপেন করতে হবে। কারন একজন দক্ষ ট্রেডার বা অবিজ্ঞ ট্রেডার আমাদের মত উল্টাপাল্টা ট্রেড বসায় না এবং তারা কিছুক্ষন পর পর ট্রেড ওপেন করে না তারা দিনে ২-৩ টা ট্রেড থেকে অনেক লাভ করে থাকে। আর সফল ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স এর বিভিন্ন কৌশল আয়ত্ত করতে হবে, স্ট্রেটিজি মেনে ট্রেড ওপেন করতে হবে, বিভিন্ন এনালাইসিস করতে হবে, মানি মেনেজম্যন্ট মেনে ট্রেড ওপেন করলে প্রফিট করা যাবে এবং সফল ট্রেডার হতে পারবেন।

sumonyahoo24
2015-09-19, 05:56 PM
রিয়াল ট্রেড করার সময় অনেক সময় আমরা স্থিরতা হারিএ ফেল তে পারি কিংবা খুব দ্রুত সব কিছু করতে চাই ফলে সিদ্দান্তে ভুল করে ফেলি ।মন অনেক সিস্টেম আছে যে সিস্টেম এ ট্রেড করে একজন হাজার হাজার ডলার প্রফিট করছে আবার কেউ কেউ সেই সিস্টেম এ ট্রেড করে হাজার হাজার ডলার লস করছে।

FxAhsan
2015-09-20, 07:07 PM
আপনার প্রথম কাজ হবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন নিয়ে ভালোভাবে স্টাডি করা,এটা যদি আপনি আয়ত্তাধীন করতে পারেন তাহলে আপনার আর কিছু নিয়ে টেনশন করতে হবে না।লোভ করবেন না আর সঠিক মানিম্যানেজমেন্ট মেনে চলবেন।ইনশাল্লাহ আপনি লসের সম্মুখীন হবেন না।

AbuRaihan
2015-09-22, 12:58 PM
ফরেক্স-এ সফল হওয়ার জন্য নিদ্দিষ্ট কোন ধরনের ফর্মূলা নেই । ফরেক্সে সবাই আসে একটা স্বপ্ন এবং আশা নিয়ে । সবারই উদ্দেশ্য থাকে ভালো কিছু করার অর্থ্যাৎ সবাই চায় ইনকাম করতে । কিন্ত সে কজটা সবাই করতে পারেনা । মার্কেটের গতিবিধির কারণে হোক কিংবা নিজেদের ভুলের কারণে হোক আমাদেরকে এখানে লস করতেই হয় । কেননা মার্কেটের গতিবিধি একেকসময় একেক রকম হওয়ায় আমরা এখানে নতুন নতুন পরিস্থিতিতে পড়ে যায় এবং সে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় । তাই ফরেক্স এর ক্ষেত্রে সাফল্য না আসা পর্যন্ত লেগেই থাকুন এবং দেখুন কি ঘঠে ...!

smartroni1996
2015-09-23, 06:35 PM
ফরেক্স এর কিছু নিয়ম নীতি আছে সেগুলো মেনে ট্রেড করতে পারলে সফল হওয়া যায়।আর হে,অবশ্যই ভাল ভাবে বুঝে শুনে ফরেক্স ট্রেড এ নামা উচিত

nayonbd24
2015-10-14, 09:59 PM
ফরেক্স এ ডলার জমা হলে কিভাবে পেমেন্ট পাব

Diction Barua
2015-10-15, 11:12 AM
আমি মনে করি ফরেক্সে সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে অভিজ্ঞতা ও কৌশলের উপর, তবে এর জন্য নির্দিষ্ট কোন ছক বাঁধা নিয়ম আমার জানা মতে নেই,এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে কাজ করলে ভাল ফল পাওয়া যাবে বলে আমি আশা করি।

Fxaziz
2015-10-15, 06:28 PM
ফরেক্স মার্কেট এ ট্রেড করে সফল হতে হলে আমাদের কে ফরেক্স মার্কেট এর কিছু নিয়ম কানুন মেনে ছলতে হবে।যেমন-ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন।ফরেক্স মার্কেট এ ট্রেড করেত হলে আমাদের কে আমাদের লোভ কে কন্ট্রোল করতে হবে।আমাদের কে ভালো ব্রোকার নির্বাচন করতে হবে।কম কম করে ট্রেড করতে হবে।ট্রেড করে বেশি লাবের আসা করা যাবে না।আমরা যদি এই সব মেনে ট্রেড করি তাহলে আমরা সফল হব।

Fxaziz
2015-10-18, 12:46 PM
সফল হতে কি করতে হয় আমারা সবাই তা জানি । এটা নিয়ে আমি কোন কথা বলবো না। হ্যাঁ সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতেহবে তাহলে আপনি সফল হবেন। ফরেক্স ওঁ এর বাইরে নয় এটা ওঁ পরিশ্রম করলে পানি সফল হবেন , তবে এটা এএকটু ভিন্ন এই খানে কাজ করেত হলে আপানকে এর সম্পর্কে কিছু ধারণা অর্জন করতে হবে। আপনাকে ভালো ব্রোকার নিতে হবে । লোভ কন্ট্রোল করতে হবে । ইনডিকেটর সহ সব দিক দেখেশুনে বাই এবং সেল করতে হবে ।

hasan019
2015-10-26, 09:04 PM
আগে ডেমোতে ট্রেড করে সফল হতে হবে। তারপর রিয়েল অ্যাকাউন্ট এ আসতে হবে। পরাসুনা করে ও নিয়ম নীতি মেনে ট্রেড করতে পারলে সফল হবেন।

Fxaziz
2015-11-06, 11:20 AM
কয় এক মাস ধরে ডেমো তে ট্রেড করলাম। ওই খানে বেশ ভালো করলাম এখন। তারপর ভাবলাম আমি এখন আমি রিয়াল ট্রেড এর জন্য উপযুক্ত। তারপর ভাবলাম একন রিয়াল ট্রেড করি ।তারপর ট্রেড করলাম এখন সুদু লস এ আসি। তারপর ডলার হারানো থেকে বিরত আসি। মানি হচ্ছে এখম আর ট্রেড করি না। তবে আমি মনে করি কিছু নিয়ম মেনে চলা দরকার আমার । তার মধ্যে অন্যতম হচ্ছে ভালো ব্রোকার নির্বাচন করতে হবে ।এনালাইসিস করতে হবে ।

Fxaziz
2015-11-08, 02:43 PM
ফরেক্স মার্কেট এ আসার কারন তো সবার একটাই । এই খান থেকে আয় করে সুন্দর ভাবে জীবন পরিচানলনা করবে। কিন্তু অনেক সময় আমারা লস দিয়ে থাকি এটা হতে পারে আমাদের ভুল। আবার হতে পারে মার্কেট ডাউন জাহা আমারা বুজতে পারি না। আমাদের উচিৎ টিক ভাবে ট্রেড করা। এ চাদা বাকি আরও কিছু কাজ আছে আর মধ্যে অন্যতম কিছু হল আমাদের কাজ করার জন্য ভালো ব্রোকার বের করে নেওয়া। আমাদের লোভ পরিহার করা । পরিশ্রম করা ।

Furkan
2015-11-12, 03:08 AM
ফরেক্র মারকেট সম্পরকে জেনে সুনে ভাল ট্রেডার দের সাথে যোগাযোগ করে ট্রেড করলে সফল হওয়া যায়। ফরেক্র মারকেটে সফল হতে হলে আরো অনেক কিছু ফল করতে হবে। যেমন ক্যান্ডালিস ভাল ভাবে বুঝতে হবে। যারা ক্যান্ডালিস সম্পরকে ভাল ধারণা আছে তারা ফরেক্র মারকেটে সফলতা অরজন করতে পারবে।

Md Opu
2015-11-13, 12:17 PM
ট্রেডে সফল হতে হলে প্রথমে আপনাকে ট্রেড করা শিখে তারপর ট্রেড করতে হবে, ডেমো ট্রেড করে ট্রেড করা শিখে তারপর লাইভ ট্রেড করেন তহলে অবশ্যই আপনি সফল হবেন । একজন সফল ট্রেডার হতে হলে আপনাকে ফরেক্স এর নিয়ম কানুন জেনে মেনে চলতে হবেন ।

Fxaziz
2015-11-15, 06:29 PM
ফরেক্স মার্কেটে সফল ভাবে ট্রেড করতে হলে আপনি ডেমো একাউন্টে ভালভাবে প্রেক্টিস করতে হবে । অনেকে ডেমু একাউন্টে প্রেক্টিচ না করে রিয়েল একাউন্টে ট্রেড করতে ছায় । লাভ করতে পারলেও রিয়াল একাউন্টে এ লস এর সম্ভবানা থেকে যায় । লাভজনক ট্রেড করতে আপনি ফরেক্স না বুজে সেল বা বাই না দেওয়াই ভাল । ভাল এবং লাভজনক ট্রেড করতে লোভ সামলিয়ে দক্ষতার সাথে ট্রেড করতে হবে ।

yasir arafat
2016-04-06, 09:55 PM
আমি মনে করি আপনি ট্রেডিং এর জন্য একটি উপযুক্ত সময় বের করুন।সেটি অবশ্যই লন্ডন সেশন হলে ভাল হয়।আর আপনার ট্রেডিং স্ট্রাটেজিটা পাল্টানো উচিত।একটা ছোট খাট স্ট্রাটেজি ব্যবহার করুন যেটাটে মোটামুটি লাভ হয়।যেমন আপনি যদি লন্ডন সেশনে ট্রেড করেন থাহলে স্কালপিং এর উপর কিছু লাভ থাকবে।সুতরাং আরেকটু ভাল করে ডেমো প্রেকটিস করুন এবং চেষ্টা চালিয়ে যান।

Tazul Islam
2016-04-08, 04:33 PM
আগে ডেমো ট্রেড করুন । ডেমো ট্রেডে আপনি যখন প্রফিট করতে পারবেন তখন আপনি সফল ট্রেডার হবেন। ডেমো ট্রেড থেকে জ্ঞান অর্জন করুন । অভিঙ্গতা অর্জন করুন । প্রাকটিস করুন। আপনি যে পরিমান ব্্যলান্স দিয়ে রিয়াল ট্রেড শুরু করতে চান ডেমো তে সেই পরিমান ব্যলান্স নিয়ে ডমো করুন। নিজের সফলাতা নিজেই পরিক্ষআ করুন।

fardin222333
2016-04-08, 10:41 PM
দক্ষতা ভীষণ জরুরী ফরেক্স এর ক্ষেত্রে। আমি বিশ্বাস করি নিয়মিত চর্চা আর পরাশুনা করলে এই ট্রেড এ কিছু করা যায়। টিকে থাকতে হলে পরিশ্রম এর কোন বিকল্প নাই। পরিশ্রম অবশ্যই যে কোন কাজে সফলতা এনে দিবে। :rules:

basaki
2016-04-24, 10:53 PM
সাপোট এবং রেসিস্টেন্ট নিয়ে অনেক সময় ট্রেড করতে পারে লস কম হয়।ফরেক্স মার্কেটকে খুব সহজ ভাবলেও ফরেক্স ট্রেড করা এতটা সহজ বলে আমি মনে করি না। কারন আমি অনেক শুনেছি ফরেক্স মার্কেটে বেশির ভাগ লোকেরাই লস করে থাকে। আর ফরেক্স মার্কেটে যারা অনেক অবিজ্ঞ তারা ফরেক্স থেকে প্রতিনিয়ত লাভজনক হয়ে থাকে।

Royal
2016-04-26, 11:35 AM
সফল হাওয়ার জন্য প্রথমে চাই সুস্থ্য মানসিকতা কারন সুস্থ মন মানসিকতা না থাকলে কোন রকমেই ভালো ট্রেড আশা করা যায় না। ভালো ট্রেড করতে হলে স্থির ভাবে আগে নিজেকে কাজে লাগাতে হবে তার পর না লাভ লস এর হিসাব আসবে।

RUBEL MIAH
2016-04-26, 10:23 PM
লক্ষ্যবিহীন মানুষ পশুর সমান । যে মানুষের জীবনে কোন লক্ষ্য নেই সে মানুষ জীবনে কোন উন্নতি করতে পারে না । তাই আমার জীবনের লক্ষ্য হল ফরেক্স থেকে আমি আমার জীবনে উন্নতি করব ইনশ্আল্লাহ । আমি সফলকাম হয়ে আমার গ্রামের গরিব দু:খি মানুষের পাশে গিয়ে দাড়াব । তাদের দু:খ দুর্দশায় যেন আমি তাদের আর্থিকভাবে সহযোগিতা করতে পারি সেজন্যই এই ফরেক্স ব্যবসায় মনোনিবেশ করেছি । আমি দোয়া করি আপনারাও ফরেক্স ব্যবসা করে নিজেকে স্বাবলম্বী করুন ।

Sahed
2016-07-23, 03:03 PM
ফরেক্স মার্কেটে আপনাকে সফলতা পেতে হলে কিছু নিয়মনীতি মেনে চলতে হবে । যেমন কোন অব্স্থাতেই মার্কেটে লোভ করা যাবে না । মার্কেটে ট্রেড নেওয়ার আগে আপনাকে মানি ম্যানেজমেন্ট করে রাখতে হবে । একটি ট্রেড থেকে আপনি কত লাভ করবেন এবং কতটুকু রিক্স নিবেন তা আগে তেকে ঠিক করে রাখতে হবে । তবেই সফলতা আসবে বলে *আমি মনে করি ।