PDA

View Full Version : গুগলকে বিভক্তের প্রয়োজন হতে পারে: যুক্তরাষ্ট্র



kohit
2020-10-22, 12:39 PM
অ্যালফাবেট ইনকরপোরেশন নিয়ন্ত্রিত ১ ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের প্রযুক্তি জায়ান্ট গুগল অবৈধভাবে বাজার আধিপত্যের সুবিধা নিয়ে আসছে। এক দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাজার আধিপত্যের সুযোগ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার দিক থেকে ক্ষতিগ্রস্ত করছে, যা অ্যান্টিট্রাস্ট আইনের স্পষ্ট লঙ্ঘন। যে কারণে অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন ঠেকানোর জন্য গুগলকে বিভক্ত হয়ে সেবাদানে বাধ্য করার প্রয়োজন হতে পারে। গত মঙ্গলবার গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনবিষয়ক দায়ের করা একটি মামলায় এমনটাই দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিচার বিভাগের মামলা আইকনিক ইন্টারনেট কোম্পানি গুগলকে বিভক্তের প্রক্রিয়া কয়েক ধাপ এগিয়ে নেবে। বিশ্বব্যাপী কয়েকশ কোটি মানুষ ইন্টারনেট সেবার জন্য গুগলের ওপর নির্ভরশীল। এ সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। ইন্টারনেট দুনিয়ায় একচ্ছত্র আধিপত্যের সুবিধা নিচ্ছে গুগল। এ নিয়ে টানা কয়েক বছর ধরে তীব্র সমালোচিত হচ্ছে প্রতিষ্ঠানটি। গুগলকে ভেঙে একাধিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়, গুগলের আধিপত্য কমাতে চাইছে মার্কিন সরকার। যে কারণে প্রতিষ্ঠানটিকে বিভক্ত হয়ে সেবা দিতে বাধ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির ওয়েব ব্রাউজার ক্রোম এবং বিজ্ঞাপন ব্যবসা বিভাগ বিক্রিতে চাপ দেয়া হতে পারে। বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন খাতে একচ্ছত্র আধিপত্য কমাতে তাই গুগলকে বিভক্তের উপায় খুঁজছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো।

বৈশ্বিক প্রযুক্তি খাতে একচেটিয়া ব্যবসা অনুশীলনের জন্য টানা কয়েক বছর ধরে তীব্র সমালোচিত হচ্ছে গুগল, অ্যাপল, ফেসবুক ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ইনকরপোরেশনের মতো বৃহৎ প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক দেশে অ্যান্টিট্রাস্ট ইস্যুকে কেন্দ্র করে তদন্ত চলছে। এসব প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে ভুয়া সংবাদ ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ ক্রমে বাড়ছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কৌশলে চাপে ফেলে তুলনামূলক ছোট প্রতিদ্বন্দ্বীদে অধিগ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসা সাম্রাজ্যের বিস্তার করার।

বণিক বার্তা