View Full Version : ফরেক্সে কারেন্সির সেন্টিমেন্ট বলতে কি বুঝায় ?
আমরা ট্রেডিং মার্কেটে সচরাচর দেখতে পাই একটি কারেন্সি খুব দ্রুত বাই বা সেল হচ্ছে তার কিছুক্ষণ পরে নিউজ ফ্লাশ হয় সেন্টিমেন্ট এর আগাম কিছু তথ্যের পূর্বাভাস। এখন প্রশ্নটা হচ্ছে কিসের উপর নির্ভর করে সেন্টিমেন্ট পরিবর্তন হয়ে থাকে। ধন্যবাদ।
EmonFX
2020-10-23, 12:21 PM
ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস রয়েছে। টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টালা এনালাইসিস ও সেন্টিমেন্টাল এনালাইসিস। টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল এনালাইসিস করে নিজের বুদ্ধিমত্তার সংমিশ্রন ঘটিয়ে যে ট্রেড নেয়া হয় তাই সিন্টিমেন্ট। মার্কেট সেন্টিমেন্ট হল ফরেক্স এর জন্য আন্নতম গুরুত্যপুরন বিষয়। যদি আমাদের পরিপুরন মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে আমরা লস এর সম্মুখীন হব। কারন ট্রেড করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে। আর ফরেক্স মার্কেট হল একটা বিশাল পরিধির অর্থনৈতিক মার্কেট যেখানে আমরা সারাবিশ্বের অসংখ্যা ট্রেডার ট্রেড করে থাকি । আর সব ট্রেডারের সেন্টিমেন্ট যে দিকে বেশি মার্কেট সাধারণত সেদিকেই ঝুকে যায় ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.