PDA

View Full Version : বিভিন্ন নিউজের ইমপেক্ট(২)



maziz6989
2015-07-26, 06:05 PM
এখন আমরা আলোচনা করব বিভিন্ন নিউজের প্রভাবে মার্কেটে কতটুকু পরিবর্তন হতে পারে।
১। এনএফপি (ইউএসডি):- প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:০০ এই নিউজ রিলিজ হয়। এই নিউজের সময় মার্কেট ৬০-৩০০ পিপস পর্যন্ত হতে পারে।

২। এনএফপি(জিবিপি):- এটি প্রতিমাসের ১৫ তারিখ বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে রিলিজ হয়। এটাকে দ্বিতীয় এনএফপি বলা হয়। এর প্রভাবে মার্কেট ৭০-১২০ পিপস পর্যন্ত হতে পারে।

maziz6989
2015-07-28, 10:20 PM
কোন বড় নিউজের আগে আপনার যদি কোন অর্ডার রানিং থাকে তবে তাতে টাইট স্টপ লস সেট করুন। কেননা যদি নিউজ আপনার বিপরীত দিকে যায় তবে আপনি মার্ডার। আর টিপি সেট করুন ১:৫ বা তারও বেশি এবং ট্রেইলিং স্টপ ব্যবহার করুন।

maziz6989
2015-07-31, 10:33 PM
৫। কনস্ট্রাকশন পিএমআই(জিবিপি):- এটি প্রতি মাসের ২য় দিন বাংলাদেশ সময় বিকাল ০২:৩০ মিনিটে রিলিজ হয়।এটি নির্মান শিল্পে ক্রয় ক্ষমতা নির্দেশ করে। এর প্রভাবে মার্কেট ৩০-৭০ পিপস পর্যন্ত পরিবর্তিত হতে পারে।
৬। সার্ভিস পিএমআই (জিবিপি):- এটি প্রতি মাসের ৩য় দিন বাংলাদেশ সময় বিকাল ০২:৩০ মিনিটে রিলিজ হয় এবং এটি শিল্পের সেবার ক্রয় ক্ষমতা নির্দেশ করে। এর প্রভাবে মার্কেট ৩০-৭০ পিপ পর্যন্ত পরিবর্তিত হতে পারে।
৭। ম্যনুফেকচারিং পিএমআই (ইউএসডি):- প্রতি মাসের প্র্থমদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:৩০ মিনিটে এটি রিলিজ করা হয়।

FxAhsan
2015-09-06, 08:38 PM
নিউজের সময় অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত,নিউজের জন্য ট্রেইলিং স্টপ টা অনেক কার্যকরী।তবে এনএফপি নিউজের চেয়ে সবচেয়ে বড় নিউজ হল এফওএমসি।এই নিউজের সময় মুভমেন্ট কমপক্ষে ৪০০ থেকে ৫০০ পিপ্সের মত হয়।

fxover
2015-09-13, 08:08 PM
মার্কেট নিউজ পাব্লিশ এর সাথে সাথে খুবই উঠানামা করে । যখন কোন হাই এম্প্যাক্ট নিউজ পাবলিশ হয় তখন মারকেট কয়েকশ পিপ্স পর্যন্ত মুভ করে থাকে । আর আমরা যথাযথ ভাবে যদি নিউজ এনালাইসিস করতে পারি তাহলে এই পিপ্স গুলো লাভ করতে পারি । অনেকে শুধু এমন আছেন যারা শুরু নিউজ এনালাইসিস করেন এবং নিউজ ট্রেড করেন । তারা কিন্তু শুধু নিউজ ট্রেড করেই অনেক আয় করতে সক্ষম হয়েছে নিউজ ট্রেড থেকে ।

MotinFX
2015-09-15, 08:06 PM
ধন্যবাদ নিউজ সম্পর্কে জানানোর জন্য। আমি নিউজ সম্পর্কে বুঝতাম না। আজকে আমি রিলিজের সময়ে ট্রেড করে অনেক লস হয়েছে।

dinner
2015-12-12, 12:57 AM
প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে।

hasan019
2015-12-12, 09:49 AM
আমিও নিউজ ট্রেড করি কিন্তু আমি বুঝি না যে কোন নিউজ এর জন্ন কত পিপ্স মুভ করে। আজ জানলাম অনেক ভাল পোস্ট।

MotinFX
2015-12-13, 10:03 AM
ফরেক্স মার্কেটে নিউজ কারনে মার্কেটের গতি বেরে যায় সে সময় মার্কেটে ট্রেড করতে ভাল। নিউজের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমেরিকার এন এফ ফি, সুদের হার নির্দারন, জিডিপি, বেকারত্বের হার, কর্মসংস্থানেরর হার নির্দারন। এই সকল নিউজ গুলো মার্কেট কে প্রভাবিত করে।

basaki
2016-03-18, 02:42 PM
ফরেক্স মার্কেটে অনেকটা নির্বর করে ফরেক্স নিউজ এর উপরে কারন আমি দেখছি যে ফরেক্স মার্কেটে যখন নিউজ প্রকাশ পায় তখন মার্কেটের মুবমেন্ট খুব বেশি মুবমেন্ট শুরু করা হয়। তাই আপনি যদি নুজ ভাল করে বুঝতে পারে তবে সে অনেক ভাল করতে অয়ারবেন ফরেক্স মার্কেটে।

abdulguffer
2016-03-18, 05:38 PM
নিউজ পাবলিশ এর সাথে সাথে মার্কেট অনেক উঠা নামা করে । এ সময় ট্রেড সঠিক পথে এগুলে অনেক বেশি লাভ করা যায় আবার মার্কেট বিপরীতে দাঁড়িয়ে গেলে অনেক বেশি লস হয় , এমনকি অনেকে তাদের মুলধন হারিয়ে পথের ফকির হয়। তাই নিউজ পাবলিশ এর সময় কঠিন স্টপ লস ব্যবহার করতে হবে। কিছু নিউজ পাবলিশ এর সাথে সাথে মার্কেট 300 থেকে 400 পিপস পর্যন্ত মুভ করে।

Md Akter Hossain
2016-03-18, 07:02 PM
সাধারনত মার্কেটে যখন নিউজ রিলিজ হয় তখন আমরা মার্কেটে বড় ধরনের মুভমেন্ট দেখি । যেমন এনএফপিিইনউজের সময় আমরা কোন কোন সময় ৩০০ পিপস এর বেশি মুভমেন্ট দেখতে পায় । সাধারণত এই সময়টাতে ট্রেড করা অনেক রিক্সি । তাই আমর মতে নতুনরা এই সময়টাতে ট্রেড না করাই ভাল ।

yasir arafat
2016-04-01, 02:19 AM
ফরেক্স মার্কেটে নিউজ কারনে মার্কেটের গতি বেরে যায় সে সময় মার্কেটে ট্রেড করতে ভাল। নিউজের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমেরিকার এন এফ ফি, সুদের হার নির্দারন, জিডিপি, বেকারত্বের হার, কর্মসংস্থানেরর হার নির্দারন। এই সকল নিউজ গুলো মার্কেট কে প্রভাবিত করে।

আমি এনেফপি সর্ম্পকে ভাল কিছু রিভিউ পেলাম।এরা দ্রুত নিউজ রিলিজ করে।আর সারাদেশের ট্রেডাররা তাদের নিউজগুলো ফলো করে।এদের নিউজের ইম্পেক্টগুলো প্রায়ই মিল থাকে ।তবে মাঝে মাঝে আবার উল্টো ফলাফলও হয়।

yasir arafat
2016-04-01, 03:24 AM
এখন আমরা আলোচনা করব বিভিন্ন নিউজের প্রভাবে মার্কেটে কতটুকু পরিবর্তন হতে পারে।
১। এনএফপি (ইউএসডি):- প্রতি মাসের প্রথম শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:০০ এই নিউজ রিলিজ হয়। এই নিউজের সময় মার্কেট ৬০-৩০০ পিপস পর্যন্ত হতে পারে।

২। এনএফপি(জিবিপি):- এটি প্রতিমাসের ১৫ তারিখ বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে রিলিজ হয়। এটাকে দ্বিতীয় এনএফপি বলা হয়। এর প্রভাবে মার্কেট ৭০-১২০ পিপস পর্যন্ত হতে পারে।

আমি এন এফপি সর্ম্পকে জানলেও তাদের নিউজ রিলিজের টাইমগুলো জানতাম না।অন্য ট্রেডারদের থেকে সাহায্য নিতাম।আজ জানলাম।এখানে দেওয়ার জন্য ধন্যবাদ।আমি মনে করি আমাদের এন এফপি নিউজগুলো ভালভাবে ফলো করা।

dwipFX
2016-08-08, 08:20 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন নিউজ অাপলোড হয় সে নিউজ গুলো দেখে আমাদের কে ট্রেড করতে হয়। ফরেক্স মার্কেটে নিউজের সময় ট্রেডড করার সময় আমাদের কে অনেক সাব ধান হতে হবে কারন নিউজ গুলো অনেক সময় আমাদের লসের প্রধান কারন হয়ে দাড়ায়।

milonkhanfx1993
2016-09-24, 11:00 PM
এই নিউজ গুলো তে ট্রেড করা বেশ সম্ভাবনার ,এই সম্ভাবনার যেমন লসের তেমন আবার লাভের ও তবে স্পাইক এর সময় টা কি করা উচিত আসলে ? অভিজ্ঞ ট্রেড ভাইদের কাছে জানতে চাই।

md mehedi hasan
2016-11-12, 08:17 PM
আমি ফরেক্স মার্কেটে প্রথমে নিউজ ট্রেড করার চেষ্টা করি।কিন্তু সঠিক গাইড লাইন ও পারদর্শীতার অভাবে তেমন সফল হতে পারিনি।আমার কাছে নিউজ ট্রেড কেন যেন উলটপালট মনে হতো।পরে নিউজ ট্রেডের আশ ছেড়ে দিয়ে টেকনাক্যাল এনালাইসিস করে ট্রেড করে সামান্য সফলতা লাভ করেছি।

RUBEL MIAH
2017-04-28, 06:12 PM
ম্যনুফেকচারিং পিএমআই (ইউএসডি):- প্রতি মাসের প্র্থমদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:৩০ মিনিটে এটি রিলিজ করা হয় । সুদের হার নির্দারন, জিডিপি, বেকারত্বের হার, কর্মসংস্থানেরর হার নির্ধারন । এই সকল নিউজ গুলো মার্কেট কে প্রভাবিত করে । ফরেক্স মার্কেটে যখন নিউজ প্রকাশ পায় তখন মার্কেটের মুবমেন্ট খুব বেশি মুবমেন্ট শুরু করা হয় ।