PDA

View Full Version : বিভিন্ন নিউজের ইমপেক্ট(৪)



maziz6989
2015-07-27, 11:08 AM
৪। এফওএমসি(ইউএসডি):- বাংলাদেশ সময় রাত বারোটায় (০০:০০) বছরে আটবার রিলিজ হয়। এর প্রভাবে মার্কেট ৬০-৪০০ পিপস পর্যন্ত চেন্জ হতে পারে।
৫। এডিপি(ইউএসডি):- Non Farm employment change. এটি প্রতি মাসের ২য় দিন রিলিজ হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:১৫ মিনিটে । এটা ইউএসএর কৃষি এবং সরকারী চাকুরী বাদে অন্যসকল চাকুরীজীবিদের পরিবর্তনের হারকে নির্দেশ করে। িএর প্রভাবে মার্কেট ৫০-১৫০ পিপস পর্যন্ত পরিবর্তিত হতে পারে।

maziz6989
2015-07-28, 10:05 PM
"এফওএমসি(ইউএসডি):- বাংলাদেশ সময় রাত বারোটায় (০০:০০) বছরে আটবার রিলিজ হয়। এর প্রভাবে মার্কেট ৬০-৪০০ পিপস পর্যন্ত চেন্জ হতে পারে।"
ভাই আপনি বলছেন এই নিউজ বছরে আটবার রিলিজ হয় কিন্তু এই আটবার সময় বছরের কোন মাসের কত তারিখে পাবলিশ হয় তা যদি আরও একটু স্পষ্ট করে বলেন তাহলেন আমার জন্য খুব সুবিধা হয় ।

ভাই এটার কোন নির্দিষ্ট সময় বা তারিখ নাই যে কোন সময় অর্থাৎ মাসের যে কোন দিন হতে পারে। যাই হোক আপনি যদি সাপ্তাহিক আর্থিক ক্যালেন্ডার ফলো করেন তবে আমার মনে হয় না আপনার মিস হতে পারে। যাই হোক প্রশ্ন করার জন্য ধন্যবাদ।

fxover
2015-09-21, 09:25 PM
মাজিজ ভাই আমি টেকনিক্যাল এনালাইসিস পারলেও নিউজ এনালাইসিস পারি না । আমি বুঝতে পারি না নিউজ গুলো কোথা থেকে পাব বা কোন নিউজ কি বললে এর প্রভাব কি রকম হবে । আমি নিউজ বুঝতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন । কারন আমি মনে করি ফরেক্স এ সফল হতে হলে সব বিষয়ে জ্ঞান থাকা খুব জরুরী আর নিউজ এনালাইসিস করা তো আরোও বেশি জরুরী কারন এই সময় মার্কেট অনেক মুভ করে ।

raihanuddin
2015-09-21, 10:09 PM
ফরেক্স মাকেটে প্রতিদিন কিছু নিদিষ্ট সময়ে নিউজ পাবলিস্ট হয়।এই নিউজগুলো দেখার জন্য আপনাকে নিউজ ইনভেষ্টিগেসন সাইটে ক্লিক করতে হবে।প্রতিদিন বেশীর ভাগ এই সময়গুলোতে (০২.০০টা,০৩.০০টা,০৬.০০টা,০৭.৪৫টা,৮.৩০টা ) নিউজ পাবলিষ্ট হয়।আপনি যদি নিউজ ভাল ভাবে বুঝে ট্রেড করতে পারেন তাহলে নিশ্চিত কিছু পিপস লাভ করতে পারবেন।

shakawath
2015-09-22, 09:01 PM
আজিজ ভাই, আপনি যদি একটি থ্রেড অপেন করে নিউজ সম্বলিত পোস্ট গুলোর লিংক একসাথে দিতেন তবে আমাদের শিখতে সুবিধা হত। আপনাকে অনেক ধন্যবাদ অগ্রিম জানালাম। আমার মনে হয় আমাদের এই নিউজ ট্রেডিং টা খুব ভাল ভাবে বোঝার প্রয়োজন রয়েছে। আপনি যদি এনএফপি সম্বন্ধে এক্টু বিস্তারিত লিখতেন তাহলে খুবই উপকৃত হতাম।

Momen
2015-09-23, 08:29 AM
ফরেক্স মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ গুলো আমরা বেশির ভাগ সময়ই 1:00 pm, 2:00 pm, 6:30 pm এই সময়গুলোতে পেয়ে থাকি। তাছাড়াও বিভিন্ন সময় নিউজ পাবলিষ্ট হয়ে থাকে।

dinner
2015-11-29, 09:04 PM
রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে।ফরেক্সের নিউজের জন্য সবাই প্রধানত forexfactory.com অনুসরন করে থাকে। কারন তারা সবচেয়ে ভাল নিউজ প্রকাশ করে থাকে এবং সবার আগে প্রকাশ করে। আপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন। হাই ইম্প্যাক্ট নিউজ দ্বারা বোঝায় যে তা মার্কেটে ব্যাপক প্রভাব ফেলতে পারে। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব তুলনামূলক কম হয়। লো ইম্প্যাক্ট নিউজগুলোর প্রভাব একেবারেই কম। সাদা চিহ্ন দিয়ে বোঝায় এই নিউজটি ইকোনমিক নিউজ নয়, যেমন- ব্যাংক হলিডে। যেহেতু লাল হাই ইম্প্যাক্ট এবং কমলা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো মার্কেটে বেশী প্রভাব ফেলে, তাই আপনি সেগুলো ট্রেড করতে বা সেগুলো মার্কেটে কি রকম প্রভাব তৈরি করতে পারে তা জেনে রাখতে পারেন।

basaki
2016-03-26, 08:36 AM
হা ফরেক্স মার্কেটে আপনি জখন ট্রেড করতে যাবেন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফরেক্স নিউজের উপরে কারন আপনি যদি নিউজ না দেখে ফরেক্স ট্রেড করেন তবে আমার মতে আপনি জেকোক্সময় অনেক বড় লসের সম্মুক্ষিন হতে পারেন। তাই নিউজ দেখে ট্রেড করাই অনেক ভাল কাজ হবে।

abdulguffer
2016-03-26, 04:31 PM
মাজিজ ভাই আমি টেকনিক্যাল এনালাইসিস পারলেও নিউজ এনালাইসিস পারি না । আমি বুঝতে পারি না নিউজ গুলো কোথা থেকে পাব বা কোন নিউজ কি বললে এর প্রভাব কি রকম হবে । আমি নিউজ বুঝতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন । কারন আমি মনে করি ফরেক্স এ সফল হতে হলে সব বিষয়ে জ্ঞান থাকা খুব জরুরী আর নিউজ এনালাইসিস করা তো আরোও বেশি জরুরী কারন এই সময় মার্কেট অনেক মুভ করে ।

ফরেক্স এর উপর সকল প্রকার নিউজ forexfactory.com এ সবচেয়ে দ্রুত প্রকাশ করা হয় । প্রতিটি নিউজ এর তিনটি অবস্থা দেখে নিউজ এনালাইসিস করতে হবে, 1) প্রিভিয়াস, 2)ফরকাস্ট ও 3) একচুয়াল ।।

abdulguffer
2016-03-26, 04:56 PM
মাজিজ ভাই আমি টেকনিক্যাল এনালাইসিস পারলেও নিউজ এনালাইসিস পারি না । আমি বুঝতে পারি না নিউজ গুলো কোথা থেকে পাব বা কোন নিউজ কি বললে এর প্রভাব কি রকম হবে । আমি নিউজ বুঝতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন । কারন আমি মনে করি ফরেক্স এ সফল হতে হলে সব বিষয়ে জ্ঞান থাকা খুব জরুরী আর নিউজ এনালাইসিস করা তো আরোও বেশি জরুরী কারন এই সময় মার্কেট অনেক মুভ করে ।

ফরেক্স এর উপর সকল প্রকার নিউজ forexfactory.com এ সবচেয়ে দ্রুত প্রকাশ করা হয় । প্রতিটি নিউজ এর তিনটি অবস্থা দেখে নিউজ এনালাইসিস করতে হবে, 1) প্রিভিয়াস, 2)ফরকাস্ট ও 3) একচুয়াল ।।

sharifulbaf
2016-10-31, 05:15 PM
ফরেক্স মার্কেটে আমরা ট্রেডিং করার জন্য ফরেক্স মার্কেটের নিউজ দেখে ট্রেডিং করতে পারি,ফরেক্স মার্কেটে নিউজ প্রকাশ করার পরে যদি ভাল নিউজ প্রকাশ হয় সেই সময় মার্কেটের মুভমেন্ট বেড়ে যায়,তাই ফরেক্স মার্কেটে আমাদের ফরেক্স মার্কেটের নিউজ ভাল ভাবে বুঝে তার পরে আমাদের ফরেক্স মার্কেটে ট্রেডং করতে হবে।

Mamun13
2017-10-03, 11:54 PM
আমরা যখন মার্কটে ট্রেড করার জন্য বসবো তখন প্রথমেই আমাদের লক্ষ্য করতে হবে যে নির্দিষ্ট সেসনে কী কী ধরনের নিউজ রয়েছে ? প্রত্যেক সেসনেই ছোট/বড় বিভিন্ন নিউজ প্রকাশিত হয় এবং এগুলোর প্রভাব ট্রেডারদের ট্রেডের মাধ্যমে মার্কেটে প্রতিফলিত হতে দেখা যায়৷এই সব নিউজ ইমপেক্টের ফলে বুলিশ বা বিয়ারিশ ট্রেন্ডের সৃষ্টি হয়৷মার্কেট সেন্টিমেন্ট কখোনো বুলিশ মুড হয়ে যায় আবার বিয়ারিশ মুড হয়ে যায়৷প্রত্যেক মাসের প্রথম দিকেই বেশীর ভাগ বড় বড় নিউজগুলি প্রকাশ করা হয়ে থাকে৷

expkhaled
2017-10-13, 02:29 PM
আসলে ফরেক্স এর নিউজ বুঝতে হলে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন করা জরুরী। ব্যপারটা এমন নয় শুরু করলাম সকল ব্যপার আমাদের জানা হয়ে গেল। এটা একটা বিশাল বড় একটা ব্যপার। আর যদি অভিজ্ঞতা অর্জন করতে হলে সময় দিতে হবে প্রচুর আমাদের জানতে হবে অনেক কিছু।

Rokibul7
2020-07-23, 12:10 AM
ভাই এটার কোন নির্দিষ্ট সময় বা তারিখ নাই যে কোন সময় অর্থাৎ মাসের যে কোন দিন হতে পারে। যাই হোক আপনি যদি সাপ্তাহিক আর্থিক ক্যালেন্ডার ফলো করেন তবে আমার মনে হয় না আপনার মিস হতে পারে। যাই হোক প্রশ্ন করার জন্য ধন্যবাদ।

ভাই কোন নিউজ গুলো বেশি ফলো করবো বলতে পারবেন।আমি নতুন নিউজ এনালাইসিস করতে যাচ্ছি।কিন্তু কোন অভিজ্ঞতাই নেই।লস হলে হবে,তবুও নিৎজ টেড শিখতে চাই।তাই আপনার কাছে সাহাজ্য আাই যে কোন নিউজ গুলো নতুন অবস্থায় আমার জন্য পারফেক্ট বলে আপনি মনে করেন।

FREEDOM
2020-07-25, 01:51 PM
হা ফরেক্স মার্কেটে আপনি জখন ট্রেড করতে যাবেন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফরেক্স নিউজের উপরে কারন আপনি যদি নিউজ না দেখে ফরেক্স ট্রেড করেন তবে আমার মতে আপনি জেকোক্সময় অনেক বড় লসের সম্মুক্ষিন হতে পারেন। তাই নিউজ দেখে ট্রেড করাই অনেক ভাল কাজ হবে