PDA

View Full Version : ফরেক্সের নতুনদের জন্য আমার পরামর্শ



786.ariful.islam.bd
2020-10-24, 07:13 AM
আগামী ৬ থেকে ১২ মাস যাই ডিপোজিট করেন না কেনো জিরো হবেই। দুই/এক মাসে প্রফিট আসলেও লাভ হবে না, দিন শেষে একাউন্ট লসেই থাকবে। ছোট ব্যালেন্স দিয়ে প্রাকটিস করেন, আর মাল্টিপল স্ট্রাটেজি নিয়ে প্রাকটিস করে দেখেন আপনার কোনটা ভালো লাগে বেশি। যেটা ভালো লাগে সেটা দিয়েই পরে কন্টিনিউ করতে থাকেন। যত বড় স্যারের থেকে শিখেন না কেনো এখানে শর্টকাট নাই, নিজের অভিজ্ঞতা ছাড়া উপায় নাই। আর এখন সব থেকে বেশি ফোকাস করা উচিত পিপ্স গেইন, ডলার গেইন না। পিপ্স গেইন করেন, এক সময় ব্যালেন্স বড় হবে। তখন অটো ডলার গেইন বাড়বে।

samun
2020-10-25, 06:56 PM
ফরেক্সে টিকে থাকতে হলে অবশ্যই লোভ পরিহার করতে হবে। মার্কেট এনালাইসিস করা জানতে হবে । মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে। অধিক লেভারেজ নেওয়া থেকে বিরত থাকতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। এছাড়াও কোন সমস্যা হলে ফোরামে সিনিয়ং ভাইদের কাছে থেকে সাহায্য নিতে পারে।

K.K.BABY
2020-10-25, 07:20 PM
আপনি ঠিকই বলেছেন।নতুন ট্রেডাররা মনে করে ফরেক্স মার্কেটে এসেই রাতারাতি অনেক লাভ করা যায় কিন্তু এই মন মানুষিকতা তাদেরকে ফরেক্স মার্কেট থেকে দুরে সরে রাখতে বাধ্য করে।তাই প্রাথমিক অবস্থায় কোন ডিপজিট না করে আগে ডেমো একাউন্ট অনুশীলন করুন মিনিমাম ৬-১২ মাস তার পর ডিপজিট করার কথা চিন্তা করুন তাহলে আপনি ফরেক্স মার্কেটের থেকে ভাল আর্ন করতে পারবেন।

md mehedi hasan
2020-11-11, 06:47 AM
ফরেক্স মার্কেটে প্রায় পাচ বছর ধরে আছি।এখনো নিয়মিত প্রফিট করতে পারিনি।যতো দিন যাচ্ছে ততো সবকিছুই আমার কাছে নতুন মনে হচ্ছে।আমার যদি পাচ বছর ফরেক্স মার্কেটে থেকে এমন হয়।তাহলে নতুন দের আর আমি কি উপদেশ দিবো।তবে এই সময়ের মধ্যে যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে কয়েকটি উপদেশ দিতে পারি।কমপক্ষে এক বছর এর বেশি ডেমো প্রাক্টিস করতে হবে।আর অভার ট্রেডিংপ্লান কখনো করবেনা।শেষ কথা ফরেক্স মার্কেটে বিষয়ে প্রচুর পড়াশুনা করতে হবে ।

EmonFX
2020-11-11, 07:09 AM
ফরেক্স মার্কেট এমন একটি প্লাটফর্ম যেখানে শেখান কোন শেষ নেই। ফরেক্সে এসেই কেউ লাভ করতে পারেনা। প্রথমে আপনাকে ২/১ বছর শুধু লস লসই করে যেতে হবে এবং নিত্য নতুন শিখবেন, এই মানসিকতা নিয়েই ট্রেড করতে হবে। এখান থেকে প্রতিদিনই নতুন করে কিছু শেখার রয়েছে। প্রতিদিন কোন না কোন ভাবে ভূল করছি আর ভূল সুধরে নতুন করে শিখছি এবং নিজেকে তৈরি করছি। প্রবাদ আছে যে, “ ব্যর্থতাই সফলতার ভিত্তি” । তাই আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। যদি প্রতিদিনই একটা করে নতুন কিছু শিখেন দেখা যাবে একসময় আপনি একজন দক্ষ ট্রেডার হয়ে গড়ে উঠবেন। মার্কেট এনালাইসিস করে, ডেমো প্রাকটিস করে অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে হবে। তাতে করে আপনি মার্কেট সম্পর্কে দ্রুত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং একদিন দক্ষ ট্রেডারে পরিণত হবেন।

micky1212
2020-11-11, 09:44 AM
আমি প্রায় পাঁচ বছর ধরে ফরেক্স মার্কেটে আছি। আমার কাছে এখনও প্রচলিত সুবিধা করার বিকল্প নেই। দিন যতই কেটে যাচ্ছে আমার কাছে সবকিছুই নতুন দেখা যাচ্ছে appears ইভেন্টটি যে আমি খুব দীর্ঘ সময়ের জন্য ফরেক্স বাজারে আছি। এর আলোকে আমি কিছু দিকনির্দেশনা দিতে পারি। এক বছরেরও বেশি সময় ধরে আপনাকে কোনও অনুষ্ঠানের জন্য ডেমো রিহার্সার করতে হবে। এছাড়াও, কখনও কখনও পরিকল্পনা বিনিময় ওভার করবেন না। উপসংহারে, আপনার বৈদেশিক মুদ্রার বাজার সম্পর্কে দুর্দান্ত ধারণা অনুভব করতে হবে।

Starship
2021-01-19, 10:43 PM
আরিফ ভাই আপনি নতুন ট্রেডারদের জন্য একটি খুবই মূল্যবান কথা বলেছেন। ফরেক্সে যারা নতুন আসছে অনেকে বুঝতে পারে না তাদের কিভাবে ফরেক্স শুরু করা উচিত? কি করা উচিত আর না করা উচিত এ বিষয়ে অভিজ্ঞতা খুবই কম থাকে। এর জন্য সবচাইতে ভালো হয় একজনের গাইডলাইন এর মাধ্যমে ফরেক্স শেখা। অবশ্যই ডেমো একাউন্টে সফলের পর ডিপোজিটর চিন্তা ভাবনা থাকতে হবে, তার পর্বে নয়। পর্যাপ্ত অনুশীলন ও ফরেক্স সম্পর্কে জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আপনি হয়েছে সফলতা পারবেন, এছাড়া অন্য কোন বিকল্প পথ নেই।

ABDUSSALAM2020
2021-01-19, 10:47 PM
ফরেক্সের নতুনদের জন্য আমার পরামর্শ
আগামী ৬ থেকে ১২ মাস যাই ডিপোজিট করেন না কেনো জিরো হবেই। দুই/এক মাসে প্রফিট আসলেও লাভ হবে না, দিন শেষে একাউন্ট লসেই থাকবে। ছোট ব্যালেন্স দিয়ে প্রাকটিস করেন, আর মাল্টিপল স্ট্রাটেজি নিয়ে প্রাকটিস করে দেখেন আপনার কোনটা ভালো লাগে বেশি। যেটা ভালো লাগে সেটা দিয়েই পরে কন্টিনিউ করতে থাকেন। যত বড় স্যারের থেকে শিখেন না কেনো এখানে শর্টকাট নাই, নিজের অভিজ্ঞতা ছাড়া উপায় নাই। আর এখন সব থেকে বেশি ফোকাস করা উচিত পিপ্স গেইন, ডলার গেইন না। পিপ্স গেইন করেন, এক সময় ব্যালেন্স বড় হবে। তখন অটো ডলার গেইন বাড়বে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Rony1122
2021-01-20, 12:48 AM
মানি ম্যানেজমেন্ট করা জানতে হবে। অধিক লেভারেজ নেওয়া থেকে বিরত থাকতে হবে। ধৈর্য ধারণ করতে হবে। নতুন দের আর আমি কি উপদেশ দিবো।তবে এই সময়ের মধ্যে যে অভিজ্ঞতা হয়েছে তার আলোকে কয়েকটি উপদেশ দিতে পারি।কমপক্ষে এক বছর এর বেশি ডেমো প্রাক্টিস করতে হবে।

KAZIMAJHARULISLAM
2021-01-20, 09:43 AM
ফরেক্সে নতুন ট্রেডারদের প্রতি একটাই আহ্বান থাকবে, তাহলো প্রথম একবছর উপার্জন এর কথা ভাবাই যাবে না।এই একবছর নিজের ভিত্তি তৈরি করতে হবে। আপনারা বহুতল ভবন গুলোর নির্মাণ দেখলেই বুঝতে পারবেন যে, ভবনের এক-তৃতীয়াংশ আমাদের অগোচরেই থাকে।যার উপরেই ভর করে,এই বিশাল বিল্ডিং গুলো,তার বিশালতা ও দাম্ভিকতার জানান দেয়। তাই আগে ফরেক্স মার্কেট নামক যুদ্ধক্ষেত্রের জন্য, নিজেকে তৈরি করুন। তারপরে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে ট্রেডিং করে, নিজের কাঙ্খিত লক্ষ্য বাস্তবায়ন করুন।